WBP SI Online Application Process 2024 – রাজ্য পুলিশের ফর্ম ফিলাপ, ভুল করলই বিপদ, কি ভুল আসুন জেনে নিই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBP SI Online Application Process 2024 – প্রতিবছর রাজ্য পুলিশ দপ্তরে কনস্টেবল ও সাব-ইন্সপেক্টর (SI) প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ করা হয়। প্রতি বছরের মত এই বছরও রাজ্য পুলিশ দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে কিন্তু কিভাবে এই পদে আবেদন জানাবেন ? আবেদন জানানোর জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন ? আবেদনের সময় কি কি তথ্য দেওয়া প্রয়োজন ? ইত্যাদি বিস্তারিত তথ্যের নির্ভুল সমাধান নিয়ে আজকের এই প্রতিবেদন। আবেদনকারীদের আবেদনের আগে অবশ্যই এই তথ্যগুলি জেনে আবেদন করা প্রয়োজন।

নতুন চাকরির খবর – মাধ্যমিক পাশে পোস্ট অফিসে কর্মী নিয়োগ, বেতন ২০,২০০/- টাকা

কিভাবে আবেদন জানাতে হবে (WBP SI Online Application Process 2024)

রাজ্য পুলিশে আবেদন জানানোর জন্য নিচের পদ্ধতিগুলি ভালোভাবে অবলম্বন করতে হবে। এই নিচের পদ্ধতিগুলি অনুসরণ করে যে কোন ইচ্ছুক আবেদন প্রার্থীরা WBP কনস্টেবল ও WBP সাব-ইন্সপেক্টর (SI) পদে খুব সহজে আবেদন জানাতে পারবে।

১) আবেদন জানানোর জন্য প্রথমে ইচ্ছুক প্রার্থীদের রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট prb.wb.gov.in তে যেতে হবে।

২) এই অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পর আবেদন প্রার্থীর বৈধ মোবাইল নাম্বারের সাহায্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

৩) রেজিস্ট্রেশন সম্পন্ন হলে পুনরায় লগইন করে নিজের যাবতীয় সঠিক তথ্য যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম,ক্যাটাগরি, জেন্ডার, জন্ম তারিখ, বয়স, ম্যাটারাল স্ট্যাটাস, জাতি ভেদ্যতা, প্রার্থীর পার্মানেন্ট ঠিকানা,মোবাইল নাম্বার,ইমেল আইডি ইত্যাদি সঠিক তথ্য সহকারে নির্ভুলভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে।

৪) আবেদনপত্র সঠিকভাবে পূরণের পর আবেদন প্রার্থীর পাসপোর্ট সাইজের ফটোকপি এবং সিগনেচার নির্দিষ্ট সাইজে আপলোড করতে হবে।

৫) সর্বশেষে নিচে আবেদনমূল্য অনুসারে আবেদনের জন্য প্রার্থীদের প্রয়োজনীয় আবেদনমূল্য জমা করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় প্রার্থীদের অবশ্যই মনে রাখা প্রয়োজন কোনো রকম বানান ভুল কিংবা ভুল তথ্য দেওয়া চলবে না। আবেদন কারীদের নির্দিষ্ট সময়ের আগে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ইচ্ছুক আবেদন প্রার্থীরা WBP কনস্টেবল পদে ০৫/০৪/২০২৪ তারিখ এবং WBP সাব-ইন্সপেক্টর (SI) পদে ০৭/০৪/২০২৪ তারিখ পর্যন্ত আবেদন জানাতে পারবে।

(WBP SI Online Application Process 2024)

আবেদনের জন্য প্রয়োজনীয় আবেদন মূল্য

পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদের জন্য আবেদনকারীদের আবেদনমূল্য হিসাবে WBP কনস্টেবল পদে জেনারেল ও OBC প্রার্থীদের ১৭০ টাকা ও SC ও ST প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে ২০ টাকা জমা করতে হবে। পশ্চিমবঙ্গ পুলিশের WBP সাব-ইন্সপেক্টর (SI) পদে ইচ্ছুক প্রার্থীদের আবেদন মূল্য হিসেবে জেনারেল ও OBC প্রার্থীদের ২৭০ টাকা ও SC ও ST প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে ২০ টাকা জমা করতে হবে।

এই WBP কনস্টেবল ও WBP সাব-ইন্সপেক্টর (SI) পদে আবেদন সংক্রান্ত আরো বিস্তারিত জানার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো করে অধ্যায়ন করুন।

Apply OnlineClick Here

নতুন চাকরির খবর –উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ, ডাটা এন্ট্রি অপারেটর চাকরি

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।