WBPSC Food SI Cut Off 2024 – ফুড SI পরীক্ষার রেজাল্ট কবে ও কাট অফ মার্কস কত ? আসুন জেনে নিই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food Si Cut Off 2024 – রাজ্যে বহু প্রতিক্ষার পর চাকরিপ্রার্থীদের জন্য ফুড SI পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। গত ১৬ ও ১৭ তারিখ এই দুইদিন ব্যাপী ফুড এসআই পরীক্ষার শেষ হল। এই পরীক্ষার নিয়ে সকল ছাত্র-ছাত্রীর মধ্যে সমালোচনা লেগেই থাকলেও ভালোভাবে সমাপ্ত হলো। পরীক্ষা শেষ হওয়া সত্ত্বেও পরীক্ষা প্রাপ্ত চাকরি প্রার্থীদের মনে অপেক্ষা লেগে রয়েছে।

কবে এই ফুড SI পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে ? কত নাম্বার পেলে সাক্ষাৎকারের জন্য ডাকা হবে ? এবছর পরীক্ষায় কত কাট  অফ  হতে পারে ? এই সমস্ত অপেক্ষারত তথ্যের সমাধান নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই প্রতিবেদনে। তাই সমস্ত তথ্য বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অবধি ভালোভাবে অধ্যায়ন করতে হবে।

নতুন চাকরির খবর –উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ, ডাটা এন্ট্রি অপারেটর চাকরি

WBPSC Food Si Cut Off 2024 – রাজ্যের সদ্য শেষ হওয়া ফুড SI পরীক্ষার প্রশ্ন সম্বন্ধে ছাত্র-ছাত্রীদের কথোপকথনে জানা গিয়েছে পরীক্ষার প্রশ্নপত্র ছিল লো লেভেলের। এই পরীক্ষার রেজাল্ট নিয়ে পরীক্ষার্থীদের মনে অপেক্ষা লেগে আছে। তবে এই পরীক্ষার্থীদের মতানুসারে ও সংবাদ সূত্রে জানা গিয়েছে বিগত বছরের তুলনায় এবছরে প্রশ্নপত্রের লেভেল কম ছিল।

সংবাদসূত্রে জানা গিয়েছে আগের বছরের তুলনায় এবছর পরীক্ষা প্রার্থীর সংখ্যা বেড়ে ১৩ লক্ষ হয়েছে। অর্থাৎ এবছর ১৩ লক্ষ পরীক্ষার্থী ফুড SI পরীক্ষা দিয়েছে। এই থেকে (WBPSC Food Si Cut Off 2024) স্পষ্ট ধারণা করা যায় অন্য বছরের তুলনায় এবছর পরীক্ষার কাট অফ মার্কস বেশি হবে। এই ফুড ST পরীক্ষায় পরীক্ষার্থীদের সংখ্যা অনুসারে শূন্যপদ বহু গুণে কম। রাজ্যে মোট ১৩ লক্ষ চাকরিপ্রার্থী ফুড SI পরীক্ষা দিয়েছে এবং শূন্যপদ রয়েছে ৪৮০ টি।

পরীক্ষায় ক্যাটাগরী হিসেবে কাট অফ মার্কস (WBPSC Food SI Cut Off 2024)

এই বছর ফুড SI পরীক্ষায় ছাত্র-ছাত্রীদের ও সংবাদ সূত্রে পাওয়া প্রশ্নপত্রের ধারণা অনুসারে ক্যাটাগরি প্রার্থীদের আনুমানিক কাট অফ মার্কস হলো। ১৩ লক্ষ্য পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে এর ফলে নির্দিষ্ট কোন কাট অফ মার্কস বলা সম্ভব নয়।

গ্রাম পঞ্চায়েত পরীক্ষা প্র্যাকটিস সেট ০৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন

এই বছর পরীক্ষা প্রার্থীদের (WBPSC Food Si Cut Off 2024) ক্যাটাগরি হিসেবে Genaral প্রার্থীদের ৯০ থেকে ৯৫ এর মাধ্যে,OBC‌ প্রার্থীদের ৮০ থেকে ৯০ এর মাধ্যে, SC প্রার্থীদের ৭০ থেকে ৮০ এর মধ্যে এবং ST প্রার্থীদের ৫০ থেকে ৬০ এর মধ্যে নাম্বার পেতে হবে। আনুমানিক ক্যাটাগরি হিসাবে এই কাট অফ মার্কস অনুযায়ী পরীক্ষা প্রার্থীদের পরীক্ষায় নাম্বার থাকলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে।

কবে রেজাল্ট প্রকাশিত হবে ও কোথায় পাবেন

আনুমানিক হিসাবে ফুড SI পরীক্ষার রেজাল্ট আগামী এপ্রিল মাসে প্রকাশিত হতে পারে। পরীক্ষার ফলাফল বিষয়ে কোনরূপ তারিখ প্রকাশিত হয়নি। পরীক্ষা প্রাপ্ত ছাত্র ছাত্রীদের এই রেজাল্ট দেখার জন্য WBPSC-এর অফিসিয়াল (WBPSC Food Si Cut Off 2024) ওয়েবসাইট ফলো রাখতে হবে। এই ফুড SI পরীক্ষার ফলাফল WBPSC এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করা হবে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফলাফল প্রকাশের পর পরীক্ষার্থীরা নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে।

নতুন চাকরির খবর – খাদ্য দপ্তরে DEO পদে চাকরি, লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ

বিঃদ্রঃ– উপরের তথ্যগুলো কেবলমাত্র ছাত্র – ছাত্রীদের কাজের উদ্দেশ্য। wbtak.com শুধুমাত্র বিভিন্ন সরকারি চাকরি,সরকারি প্রকল্প, স্কুল-কলেজের খবর ইত্যাদি বিষয়ে আপডেট দেওয়ার জন্যই তৈরি করা। এটা কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ পরিচালনা করে না। এটা সারা ভারত জুড়ে খবর সংগ্রহ করে প্রকাশিত করে। wbtak.com সর্বদা চেষ্টা করে নির্ভুল আপডেট প্রকাশ করার তবুও আমাদের অবচেতন মনে যদি কোন ভুল হয়ে যায় যেমন (পদের নাম, শূন্যপদের সংখ্যা, আবেদন করার লাস্ট তারিখ ইত্যাদি) বিষয়ে ভুলের জন্য আমরা দায়ী নই।

আবেদন কারীদের অনুরোধ করা হচ্ছে আপনারা অতি অবশ্যই সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও অফিসিয়াল নোটিফিকেশন নিজে থেকে ভালো করে যাচাই করবেন, দেখবেন, বুঝবেন তবেই নিজের দায়িত্ব আবেদন করতে পারেন।