WBPSC Food SI Practice Set 106 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০৬, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 106 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১০৬ (WBPSC Food SI Practice Set 106)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 106

১) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী সংসদের উভয়কক্ষে কেন্দ্রীয় বাজেট পাস করা হয়?

[A] ১১২

[B] ৭৩

[C] ৩৭০

[D] ৩৬০

Answer – ১১২

২) আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?

[A] অনুপাতিক প্রতিনিধিত্ব

[B] পুরুষদের ভোট অধিকার

[C] সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটধিকার

[D] পুরুষ মহিলা ও শিশুদের ভোটাধিকার

Answer – সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটধিকার

৩) সর্বাধিক কত মাসের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে?

[A] ২ মাস

[B] ১ মাস

[C] ৬ মাস

[D] ৩ মাস

Answer – ৬ মাস

৪) ভারতের সংবিধান Resiluary Pomer ন্যস্ত করেছে-

[A] কেন্দ্রীয় আইনসভার ওপর

[B] রাজ্যসভার ওপর

[C] রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার ওপর যুগ্মভাবে

[D] উপরের কোনোটিই নয়

Answer – কেন্দ্রীয় আইনসভার ওপর

WBPSC Food SI Practice Set 106

৫) পার্লামেন্টের কোন কক্ষের সভাপতি ওই কক্ষের সদস্য নন?

[A] রাজ্যসভা

[B] লোকসভা

[C] বিধান পরিষদ

[D] বিধানসভা

Answer – রাজ্যসভা

৬) নিম্নলিখিত কোন অধিকারী পার্লামেন্টের সদস্য না হয়েও পার্লামেন্টের যেকোনো কক্ষে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন?

[A] সলিসিটার জেনারেল

[B] উপরাষ্ট্রপতি

[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

[D] এটর্নি জেনারেল

Answer – এটর্নি জেনারেল

৭) পেনিস লা গিরিপথ কোথায় অবস্থিত?

[A] অরুণাচল প্রদেশ

[B] নাগাল্যান্ড

[C] কাশ্মীর উপত্যকা

[D] হিমাচল প্রদেশ

Answer – কাশ্মীর উপত্যকা

৮) এশিয়ার বৃহত্তম মহানগর কোনটি?

[A] টোকিও

[B] মুম্বাই

[C] তেহরান

[D] দিল্লি 

Answer – টোকিও

৯) রামসার সাইট কথাটি নিম্নের কোনটির সঙ্গে সম্পর্কিত ?

[A] মালভূমি

[B] বনভূমি

[C] পার্বত্য ভূমি

[D] জলাভূমি

Answer – জলাভূমি

১০) গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনা কি নামে পরিচিত?

[A] মহাপরিনির্বাণ

[B] মহানিষ্ক্রমণ

[C] বোধিবৃক্ষ

[D] ধর্মচক্র

Answer – মহাপরিনির্বাণ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ডিনামাইট তৈরিতে কোন পদার্থটি ব্যবহৃত হয় ?

[A] নাইট্রোগ্লিসারিন

[B] ইথিলিন

[C] টলুইন

[D] প্রোপেন

Answer – নাইট্রোগ্লিসারিন

WBPSC Food SI Practice Set 106

১২) দেব নাম উপাধিতে ভূষিত হন কে?

[A] চন্দ্রগুপ্ত

[B] অশোক

[C] কনিষ্ক

[D] হর্ষবর্ধন

Answer – অশোক

১৩) ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে কে নির্বাচিত হয়েছিলেন?

[A] নির্মলা সীতারামন

[B] ইন্দিরা গান্ধী

[C] এম ফাতিমা বিবি

[D] সুমিত্রা মহাজন

Answer – ইন্দিরা গান্ধী

১৪) পশ্চিম ভারতের সক্রেটিস কাকে বলা হয়?

[A] অখিল নিয়োগী

[B] লাল বাহাদুর শাস্ত্রী

[C] এম জি রানাডে

[D] বি জি তিলক

Answer – এম জি রানাডে

১৫) থিওসফিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে?

[A] ম্যাডাম ব্লাভাটস্কি

[B] শ্যামজি কৃষ্ণবর্মা

[C] সৈয়দ আহমেদ খান

[D] গোপালকৃষ্ণ গোখলে

Answer – ম্যাডাম ব্লাভাটস্কি

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here