WBPSC Food SI Practice Set 114 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১৪, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 114 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১৪ (WBPSC Food SI Practice Set 114)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 114

১) ভারতের ইতিহাসে গুপ্তচরবৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়?

[A] মৌর্য যুগে

[B] বৈদিক যুগে

[C] মোগল যুগে

[D] গুপ্ত যুগে

Answer – মৌর্য যুগে 

২) ভারতের ঐতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত ছিল?

[A] কনিষ্ক

[B] অশোক

[C] চন্দ্রগুপ্ত মৌর্য

[D] পুষ্যমিত্র সুঙ্গ

Answer – চন্দ্রগুপ্ত মৌর্য

৩) মেগাস টেনিস কার রাজনৈতিক হিসেবে ভারতে এসেছিলেন?

[A] আলেকজান্ডার

[B] দারিয়ুস 

[C] সেলুকাস নিকেটর

[D] মোহাম্মদ বিন কাসিম

Answer – সেলুকাস নিকেটর

৪) কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?

[A] কনৌজ

[B] পাটলীপুত্র

[C] পেশোয়ার

[D] তক্ষশীলা

Answer – পেশোয়ার

৫) সম্রাট অশোকের অনুশাসন কোন লিপিতে খোদিত করা হয়েছিল?

[A] সংস্কৃত

[B] পালি

[C] ব্রাহ্মী

[D] প্রকৃত

Answer – ব্রাহ্মী

৬) যে হুনেরা, গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল?

[A] পশ্চিম এশিয়া

[B] মধ্য এশিয়া

[C] দক্ষিণ-পূর্ব এশিয়া

[D] মঙ্গোলিয়া

Answer – পশ্চিম এশিয়া

৭) চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী নিচের কোন শাসককে পরাজিত করেছিল?

[A] ধর্মপাল

[B] দ্বিতীয় চন্দ্রগুপ্ত

[C] সমুদ্র গুপ্ত

[D] হর্ষবর্ধন

Answer – হর্ষবর্ধন 

৮) পঞ্চতন্ত্র কে রচনা করেছিলেন?

[A] ভারবী 

[B] পাণিনি

[C] বিষ্ণুশর্মা

[D] বানভট্ট

Answer – বিষ্ণুশর্মা 

৯) বিশ্বের ১০০ সর্বতম বই এর মধ্যে কালিদাসের একটি বিখ্যাত রচনা অনুভুক্ত। কোন রচনাটি?

[A] শকুন্তলা

[B] কুমারসম্ভব।

[C] রঘুবংশ

[D] মেঘদুত

Answer – শকুন্তলা

WBPSC Food SI Practice Set 114

১০) বৃহৎ সংহিতা কার রচনা?

[A] শুদ্রক

[B] বরাহমিহির

[C] হরিসেন

[D] বানভট্ট

Answer – বরাহমিহির

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) বিখ্যাত আর্যভট্ট কোন বিষয় পন্ডিত ছিলেন?

[A] শরীরবিদ্যা

[B] চিকিৎসা শাস্ত্র

[C] সাহিত্য

[D] জ্যোতিষবিদ্যা

Answer -জ্যোতিষবিদ্যা

১২) গীতগোবিন্দ কে রচনা করেছিলেন?

[A] জয়দেব

[B] সুরদাস

[C] শ্রীচৈতন্য

[D] বিদ্যাপতি

Answer – জয়দেব 

১৩) নাগার্জুন কে ছিলেন?

[A] একজন বৈদ্য দার্শনিক

[B] দক্ষিণাত্যের এক হিন্দু রাজা

[C] জৈন ধর্মের এক তীর্থঙ্কর 

[D] বৈদিক যুগের একজন ঋষি

Answer -বৈদিক যুগের একজন ঋষি

১৪) নিচের কোন রাজবংশ মহাবলীপুরম প্রতিষ্ঠা করেন?

[A] চালুক্য

[B] চোল

[C] পান্ড্য  

[D] পল্লব

Answer – পল্লব

১৫) কোন সুলতান প্রথম দক্ষিণাত্য জয় করেন?

[A] মোহাম্মদ বিন তুঘলক

[B] ফিরোজ শাহ তুঘলক

[C] ইলতুতমিস

[D] আলাউদ্দিন খলজি

Answer – আলাউদ্দিন খলজি

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here