WBPSC Food SI Practice Set 118 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১৮,প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 118 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১৮ (WBPSC Food SI Practice Set 118)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 118

১) পশ্চিম দিক থেকে বাবর ভারতে প্রবেশ করেন কোন অঞ্চল দিয়ে তিনি প্রথম প্রবেশ করেন?

[A] সিন্ধু

[B] কাশ্মীর

[C] রাজস্থান

[D] পাঞ্জাব

Answer – পাঞ্জাব

২) নিচের কোনটি প্রস্তাব অনুসারে ভারতকে দ্বিখণ্ডিত করা হয়েছে?

[A] ক্রিপস মিশন 

[B] ক্যাবিনেট

[C] ওয়াভেল প্ল্যান

[D] মাউন্টব্যাটেন প্ল্যান

Answer – মাউন্টব্যাটেন প্ল্যান

৩) মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?

[A] বাবর

[B] আকবর

[C] হুমায়ুন

[D] ঔরঙ্গজেব 

Answer – বাবর

৪) দিল্লির সিংহাসনে আসীন নাবালক আকবরের অভিভাবক হিসেবে কে ছিলেন?

[A]আকুল ফজল

[B] হিমু

[C] বৈরাম খাঁ

[D] ফৈজি 

Answer – বৈরাম খাঁ

WBPSC Food SI Practice Set 118

৫) মোগল রাজ সভায় কি ভাষা ব্যবহার হত? 

[A] ফার্সি

[B] উর্দু

[C] আরবী 

[D] হিন্দি

Answer – ফার্সি

৬) নিজেদের জীবনের স্মৃতি কথা দুই মুঘল সম্রাট লিপিবদ্ধ করে গিয়েছেন। কোন দুই সম্রাট?

[A] জাহাঙ্গীর ও শাহজাহান

[B] বাবর ও জাহাঙ্গীর

[C] হুমায়ুন ও আকবর

[D] শাহজাহান ও ঔরঙ্গজেব

Answer – বাবর ও জাহাঙ্গীর

৭) দীন-ই-ইলাহি কে প্রবর্তন করেন?

[A] বাবর 

[B] আকবর

[C] হুমায়ুন 

[D] শাহজাহান

Answer – আকবর

৮) শেরশাহের রাজত্বকালে তৎকালীন কৃষকদের কর প্রদান নির্ধারণের নথিপত্রকে কি বলা হত? 

[A] বু্লিয়ৎ 

[B] জরিমানা 

[C] পাট্টা   

[D] মুচলেকা 

Answer – পাট্টা

৯) আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল?

[A] টোডরমল 

[B] মান সিংহ

[C] বীরবল 

[D] বৈরামখাঁ  

Answer – টোডরমল 

১০) ১৫২৬ খ্রিস্টাব্দে বাবর কাকে পরাজিত করে ভারতে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন?

[A] আলাউদ্দিন খলজী

[B] পৃথ্বীরাজ চৌহান

[C] রানা প্রতাপ

[D] ইব্রাহিম লোদি

Answer – ইব্রাহিম লোদি

WBPSC Food SI Practice Set 118

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোন সম্রাট একদিনে মুঘল সম্রাটকে সুধীর করেছিলেন সুদীর এবং অন্যদিকে সর্বধর্ম সহিষ্ণুতার আদর্শ গ্রহণ করেছিলেন?

[A] হুমায়ুন

[B] আকবর

[C] জাহাঙ্গীর

[D] ঔরঙ্গজেব

Answer – আকবর

১২) কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজী ভোঁসলে মায়ের নাম জীজাবঈ?

[A] বালাজী 

[B] শীবাজী 

[C] হায়দার আলি 

[D] হালেকার

Answer – শীবাজী 

১৩) ঔরঙ্গজেবের আদেশে কোন শিখ গুরু কে হত্যা করা হয়েছিল?

[A] গুরু তেগবাহাদুর

[B] গুরু গোবিন্দ সিং 

[C] গুরু রামদাস

[D] গুরু অর্জুন দেব

Answer – গুরু তেগবাহাদুর

১৪) শিখ খালসার প্রতিষ্ঠাতা কে?

[A] গুরু গোবিন্দ সিং

[B] গুরু হরগোবিন্দ

[C] গুরু তেগ বাহাদুর 

[D] গুরু নানক

Answer – গুরু গোবিন্দ সিং

১৫) কে শেষ মুঘল সম্রাট যিনি ময়ূর সিংহাসনে বসেছিলেন?

[A] দ্বিতীয় শাহ আলম

[B] ঔরঙ্গজেব

[C] বাহাদুর শাহ জাফর

[D] মোহাম্মদ শাহ

Answer – মোহাম্মদ শাহ

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here