WBPSC Food SI Practice Set 119 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 119 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১১৯ (WBPSC Food SI Practice Set 119)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 119

১) নিচের মোগল সম্রাটদের মধ্যে কে লিখিতে বা পড়িতে জানতেন না ?

[A] হুমায়ুন

[B] বাবর 

[C] জাহাঙ্গীর

[D] আকবর

Answer – আকবর

২) কোন দেশে বিজয়কে স্মরণ করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বিখ্যাত বুলান্দ দরওয়াজা নির্মাণ করেন? 

[A] ওড়িশা  

[B] বঙ্গদেশ

[C] গুজরাট

[D] পাঞ্জাব

Answer – গুজরাট  

৩) শেরশাহের সমাধি কোথায়?

[A] লাহোর

[B] সাসারাম

[C] দিল্লি

[D] আগ্রা

Answer – সাসারাম

WBPSC Food SI Practice Set 119

৪) কোন মোগল সম্রাট তার রাজসভায় নাচো গান নিষিদ্ধ করেন?

[A] বাবর

[B] হুমায়ুন

[C] ঔরঙ্গজেব

[D] আকবর

Answer – ঔরঙ্গজেব

৫) বিখ্যাত সংগীত শিল্পী তানসেন কার রাজসভা অলংকৃত করেছিলেন?

[A] বাবর

[B] আকবর

[C] শেরশাহ

[D] জাহাঙ্গীর

Answer – আকবর

৬) নিচের কোন অঞ্চলের বিখ্যাত শিলা ক্ষুধিত মন্দির নির্মাণের জন্য পল্লব রাজবংশ অবশ্যই স্মরণীয়?

[A] মীনাক্ষী

[B] রামেশ্বরম

[C] মহাবলিপুরম

[D] খাজুরাহ

Answer – মহাবলিপুরম 

৭) শ্রাবণবেলাগোলাতে গোমতেশ্বরের বিখ্যাত মূর্তি কে নির্মাণ করেন?

[A] অমোঘবর্ষ

[B] চামুন্ডারায়া

[C] দ্বিতীয় পুলকেশী 

[D] চন্দ্রগুপ্ত মৌর্য

Answer – চামুন্ডারায়া 

৮) প্রাচীন যুগের মুদ্রার উপর কোন হিন্দু রাজা কে বিনা বাজানো অবস্থায় দেখতে পাওয়া যায়?

[A] সমুদ্রগুপ্ত

[B] অশোক

[C] হর্ষবর্ধন

[D] বিক্রমাদিত্য

Answer – সমুদ্রগুপ্ত 

WBPSC Food SI Practice Set 119

৯) নিচের কোন মোগল সম্রাটের সমাধিস্থল ভারতের বাইরে রয়েছে?

[A] আকবর

[B] জাহাঙ্গীর

[C] ঔরঙ্গজেব

[D] হুমায়ুন

Answer – জাহাঙ্গীর 

১০) নিচের কোন দুর্গটি সম্রাট আকবর নির্মাণ করেন নি?

[A] আগ্রা দুর্গ

[B] গোয়ালিয়র দুর্গ

[C] এলাহাবাদ দুর্গ

[D] লাহোর দুর্গ 

Answer – গোয়ালিয়র দুর্গ 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) নিচের রাজবংশের মধ্যে কাদের তৈরি মুদ্রা তাদের সংগীতের প্রতি অনুরাগের পরিচয় দেয়?

[A] মৌর্য

[B] চোল

[C] গুপ্ত

[D] চালুক্য

Answer – গুপ্ত 

১২) আঙ্কোরভাট মন্দির কোথায় অবস্থিত?

[A] কম্বোডিয়া

[B] ভিয়েতনাম

[C] মায়ানমার

[D] ইন্দোনেশিয়া

Answer – কম্বোডিয়া

১৩) নিচের কোন স্থান শিল্পের জন্য চান্ডেলা রাজবংশ বিখ্যাত?

[A] মাদুরাই – এর মীনাক্ষী মন্দির

[B] কোনারকের সূর্য মন্দির

[C] ইলরার গুহা স্থাপত্য

[D] খাজুরাহ মন্দির

Answer – খাজুরাহ মন্দির

১৪) জাহাঙ্গীর কোন শিল্পীদের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করতেন?

[A] সংগীতশিল্পী

[B] স্থাপন শিল্পী

[C] চিত্রশিল্পী

[D] ভাস্কর্য শিল্পী

Answer – চিত্রশিল্পী

১৫) আকবরের রাজসভার সবচেয়ে বিখ্যাত সংগীত শিল্পী ছিল তানসেন। তার আসল নাম কি ছিল?

[A] রামতনু পান্ডে

[B] রাজ যোগী

[C] তানাজী সিংহ

[D] তনবীর খা 

Answer – রামতনু পান্ডে

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here