WBPSC Food SI Practice Set 12 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২ (WBPSC Food SI Practice Set 12)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।
WBPSC Food SI Practice Set 12
১) বৈষ্ণব ধর্মের প্রথম প্রচারক কে ছিলেন?
[A] কবীর
[B] রামানন্দ
[C] নানক
[D] নামদেব
Answer – রামানন্দ
২) টিপু সুলতানের রাজধানী ছিল—
[A] হাম্পি
[B] মাইসোর
[C] বেলুর
[D] শ্রীরঙ্গপত্তনাম
Answer – শ্রীরঙ্গপত্তনাম
৩) ভারতের কোথায় সেরা মানের মার্বেল পাথর পাওয়া যায়?
[A] মাকরানা
[B] ভরতপুর
[C] জয়সলমীর
[D] যোধপুর
Answer – মাকরানা
WBPSC Food SI Practice Set 12
৪) নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?
[A] প্রথম সূত্র
[B] দ্বিতীয় সূত্র
[C] তৃতীয় সূত্র
[D] কোনোটিই নয়
Answer – দ্বিতীয় সূত্র
৫) ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন?
[A] সমাজতান্ত্রিক অর্থনীতি
[B] মিশ্র অর্থনীতি
[C] মুক্ত অর্থনীতি
[D] গান্ধীবাদী অর্থনীতি
Answer – মিশ্র অর্থনীতি
৬) SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?
[A] নিউটন
[B] আর্গ
[C] ডাইন
[D] ওয়াট
Answer – নিউটন
৭) থেয়াম কোন রাজ্যের জনপ্রিয় লোকনৃত্য?
[A] আসাম
[B] কেরালা
[C] সিকিম
[D] মিজোরাম
Answer – কেরালা
WBPSC Food SI Practice Set 12
৮) ভারতের 48 তম প্রধান বিচারপতির নাম কি?
[A] এ এম খানউইলকার
[B] ইউ ইউ ললিত
[C] এন ভি রমন
[D] কোনটিই নয়
Answer – এন ভি রমন
৯) লেন্সের ক্ষমতা মাপা হয় কোন এককে?
[A] অ্যাপলিটিউড
[B] ডায়াপটার
[C] অপটিক্স
[D] ডপলার
Answer – ডায়াপটার
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১০) মুদ্রাস্ফীতির সময় করের হার—
[A] বাড়ানো কমানো করা উচিত
[B] হ্রাস করা উচিত
[C] একই রাখা উচিত
[D] বৃদ্ধি করা উচিত
Answer – বৃদ্ধি করা উচিত
১১) সালোকসংশ্লেষের অন্ধকার দশা কোথায় সম্পন্ন হয়?
[A] স্ট্রোমায়
[B] গ্রানায়
[C] প্লাস্টিডে
[D] ওপরের কোনটিই নয়
Answer – স্ট্রোমায়
১২) অ্যাসিড দ্রবণে লিটমাসের বর্ণ কি হয়?
[A] লাল
[B] নীল
[C] বর্ণহীন
[D] বেগুনি
Answer – লাল
১৩) নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন?
[A] সালফারের গলন
[B] সলফারের জ্বলন
[C] জলের স্ফুটন
[D] সম্পৃক্ত দহন থেকে চিলির কেলাস প্রস্তুতকরণ
Answer – সলফারের জ্বলন
১৪) পৃথিবীর সব থেকে বড় বায়ুবিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছে কোন দেশ?
[A] সিঙ্গাপুর
[B] দক্ষিণ কোরিয়া
[C] জার্মানি
[D] সংযুক্ত আরব আমিরশাহী
Answer – দক্ষিণ কোরিয়া
১৫) ভারতের সর্ববৃহৎ তামাক উৎপাদনকারী রাজ্য হল—
[A] উত্তরপ্রদেশ
[B] অন্ধ্রপ্রদেশ
[C] তামিলনাড়ু
[D] বিহার
Answer – অন্ধ্রপ্রদেশ
নতুন চাকরির খবর – Click Here