WBPSC Food SI Practice Set 120 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২০ (WBPSC Food SI Practice Set 120)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 120
১) ভারতীয় শিল্পে গ্রিকো রোমান প্রভাব নিচের কোথায় দেখা যায়?
[A] সাঁচি
[B] কাঞ্চি
[C] বুদ্ধ গয়া
[D] মহাবলীপুরম
Answer – সাঁচি
২) চোল যুগে নটরাজ খোদিত যে ব্রোঞ্জ মুদ্রা পাওয়া গিয়েছে, সেখানে নটরাজের কটি হাত ছিল?
[A] ছয়টি
[B] আটটি
[C] দুইটি
[D] চারটি
Answer – ছয়টি
৩) বিখ্যাত অজন্তা ও ইলোরা গুহার চিত্রকলা কাদের রাজত্বকালে শিল্পী চর্চার বিশেষ নিদর্শন?
[A] পান্ড্য
[B] পল্লব
[C] চালুক্য
[D] রাষ্ট্রকুট
Answer – রাষ্ট্রকুট
৪) গুপ্ত যুগের কোন শাসক একধারে সংগীত শিল্পী ও অন্যদিকে কবি ছিলেন এবং যিনি কবিরাজ (King of poets) আখ্যায় ভূষিত ছিলেন?
[A] স্কন্ধগুপ্ত
[B] প্রথম চন্দ্রগুপ্ত
[C] সমুদ্র গুপ্ত
[D] দ্বিতীয় চন্দ্রগুপ্ত
Answer – সমুদ্র গুপ্ত
WBPSC Food SI Practice Set 120
৫) জাহাঙ্গীরি মহল কোথায় অবস্থিত?
[A] আগ্রা দুর্গ
[B] দিল্লি
[C] সিকান্দাবাদ
[D] ফতেপুর সিএিু
Answer – আগ্রা দুর্গ
৬) সাঁচি স্তুপ কোন সময় নির্মিত হয়েছিল?
[A] মৌর্য যুগ
[B] বৌদ্ধযুগ
[C] কুষাণ যুগ
[D] গুপ্ত যুগ
Answer – মৌর্য যুগ
৭) ‘বিবিকা – মকবারা’ কার সমাধিসৌধ?
[A] নুরজাহান
[B] মমতাজ মহল
[C] শেরশাহের পত্নী
[D] ঔরঙ্গজেবের পত্নী
Answer – ঔরঙ্গজেবের পত্নী
৮) জাহাঙ্গীরের সমাধিসৌধ কে নির্মাণ করেছিলেন?
[A] শাহজাহান দিল্লিতে
[B] শাহজাহান আগ্রায়
[C] নুরজাহান ফাতেপুরসিএিুতে
[D] নুরজাহান লাহরে
Answer – নুরজাহান লাহরে
৯) আগ্রা শহরের প্রতিষ্ঠাতা কে?
[A] বাবর
[B] আকবর
[C] সিকান্দার লোদী
[D] ইব্রাহিম লোদী
Answer – সিকান্দার লোদী
১০) নিচের কোন শাসকগোষ্ঠী ভারতে মন্দির ও ব্রাহ্মণদের জন্য সবচেয়ে বেশি সংখ্যায় গ্রাম দান করেছিলেন?
[A] গুপ্ত বংশ
[B] পাল বংশ
[C] রাষ্ট্রকূট
[D] চালুক্য
Answer – গুপ্ত বংশ
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নিচের কোন ভারতীয় রাজা শিল্প এবং সংগীতের অসাধারণ পারদর্শী ছিলেন?
[A] চন্দ্রগুপ্ত মৌর্য
[B] সমুদ্রগুপ্ত
[C] কনিষ্ক
[D] হর্ষবর্ধন
Answer – সমুদ্রগুপ্ত
১২) নিচের কোন ঐতিহাসিক যুগের সাথে বিখ্যাত এলিফ্যানটা গুহার সম্পর্ক রয়েছে?
[A] গুপ্ত
[B] সাতবাহন
[C] রাষ্ট্রকূট
[D] চালুক্য
Answer – চালুক্য
১৩) বিশ্বের অন্যতম বৃহৎ গম্বুজ নিচের কোনটিতে আছে?
[A] শেরশাহের সমাধি, সাসারাম
[B] জামা মসজিদ, দিল্লি
[C] গিয়াসুদ্দিন তুঘলকের সমাধি, দিল্লি
[D] গোল গম্বুজ, বিজাপুর
Answer – গোল গম্বুজ, বিজাপুর
WBPSC Food SI Practice Set 120
১৪) মথুরা ঘরানায় শিল্প কার্যে নিচের কোন উপাদান ব্যবহৃত হত?
[A] লাল বেলেপাথর
[B] সাদা মার্বেল
[C] স্লেট
[D] গ্রানাইট
Answer – লাল বেলেপাথর
১৫) নিচের কোনটির দেয়ালে ফারসি কবিতার এই দুটি লাইন খোদাই করা আছেঃ ‘ যদি পৃথিবীতে কোনও স্বর্গ থাকে, তাহলে ইহাই স্বর্গ, ইহাই স্বর্গ ইহাই স্বর্গ?
[A] দিওয়ান – ই – আম, দিল্লি
[B] মত, মসজিদ, দিল্লি
[C] জাহাঙ্গীর মহল, আগ্রা দুর্গ
[D] দিওয়ান – ই – খাস, দিল্লি
Answer – দিওয়ান – ই – খাস, দিল্লি
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here