WBPSC Food SI Practice Set 121 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২১, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 121 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২১ (WBPSC Food SI Practice Set 121)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 121

১) বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার কোনটি?

(a) সাহিত্য একাডেমী পুরস্কার
(b) আনন্দ পুরস্কার
(c) জ্ঞানপীঠ পুরস্কার
(d) সরস্বতী সম্মান
Answer – জ্ঞানপীঠ পুরস্কার

২) ‘উনি’ কোন সর্বনাম ?

(a) নির্দেশক
(b) ব্যক্তিবাচক
(c) সমষ্টিবাচক
(d) প্রশ্ন বাচক

Answer – নির্দেশক

৩) ‘প্রথম প্রতিশ্রুতি’ কোন সাহিত্যিকের সৃষ্টি ?

(a)মহেশ্বেতা দেবী
(b) আশাপূর্ণা দেবী
(c) কামিনী রায়
(d) নবনীতা দেবসেন

Answer – আশাপূর্ণা দেবী

৪) ‘আতান্তর’ কথাটির অর্থ কি ?

(a) অসহায় অবস্থা
(b) দুরবস্থা
(c) শোকার্ত
(d) উভয় সংকট

Answer – দুরবস্থা

৫) ‘কাঁচকলা’ কোন সমাস?

(a) নিত্য
(b) তৎপুরুষ
(c) কর্মধারায়
(d) দ্বিগু

Answer – নিত্য

৬) নিচের কোনটি সঠিক

(a) পক্ষীশাবক
(b) পক্ষীসাবক
(c) পক্ষিসাবক
(d) পক্ষিশাবক

Answer – পক্ষিশাবক

৭) সাহিত্যে বন্ধনী চিহ্ন (”) কি অর্থে ব্যবহার করা হয় ?

(a) অর্থ মূলক ক্ষেত্রে
(b) ধাতু বোঝাতে
(c) জ্ঞানমূলক বিষয় বোঝাতে
(d) ব্যাখ্যামূলক ক্ষেত্রে

Answer – ব্যাখ্যামূলক ক্ষেত্রে

WBPSC Food SI Practice Set 121

৮) যেখানে কর্তা অন্যকে দিয়ে কর্ম সম্পাদন করে তাকে কি বলে?

(a) অনুক্ত কর্তা
(b) প্রযোজক কর্তা
(c) নিরপেক্ষ কর্তা
(d) উক্ত কর্তা

Answer – প্রযোজক কর্তা

৯) ‘ট’ কিংবা ‘ ঠ’ এর আগে সব সময় ____ বসে

(a) ষ
(b) শ
(c) ণ
(d) স

Answer – ষ

১০) নিচের কোনটি ভুল

(a) হন+তব্য = হন্তব্য
(b) ক +তব্য =কর্তব্য
(c) ধৃ +তব্য = ধৃতব্য
(d) শ্রু +তব্য = শ্রোতব্য

Answer – শ্রোতব্য

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ‘ ত ’ বা ‘দ ’এর পরে ‘শ’ থাকলে সন্ধির ক্ষেত্রে কি হয়

(a) ছ
(b) চ
(c) ঝ
(d) জ

Answer – ছ

১২) ‘রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখেছেন ’এটি কি ধরনের ক্রিয়া ?

(a) অকর্মক
(b) সকর্মক
(c) সমাপিকা
(d) অসমাপিকা

Answer – সকর্মক

১৩) ‘মালা গান গাইতেছিল’ এটি কি কাল

(a) সাধারণ অতীত
(b) ঘটমান অতীত
(c) পুরাঘটিত অতীত
(d) নিত্যবৃত্ত অতীত

Answer – ঘটমান অতী

১৪) ত থ দ ধ ন এগুলি কোন বর্ণ?

(a) তালব্য বর্ণ
(b) কন্ঠ বর্ণ
(c) দন্ত বর্ণ
(d) ওষ্ঠ বর্ণ

Answer – দন্ত বর্ণ

১৫) নিচের কোনটি শুদ্ধ

(a) মনোঃপীড়া
(b) মনোপীড়া
(c) মনপীড়া
(d) মনঃপীড়া

Answer – মনঃপীড়া

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here