WBPSC Food SI Practice Set 122 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২২, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 122 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২২ (WBPSC Food SI Practice Set 122)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 122

১) কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত ‘আড়াই দিন কা ঝোপড়া’ কোথায় অবস্থিত?

[A] আজমীর

[B] দিল্লি

[C] যোধপুর

[D] আগ্রা

Answer – আজমীর 

২) কালিদাসের বিখ্যাত নাটক ‘‘মালবিকাগ্নিমিত্র’’ এর নাটক কোন সুঙ্গ রাজা?

[A] বজ্র মিত্র

[B] পুষ্য মিত্র

[C] বসু মিত্র

[D] অগ্নি মিত্র

Answer – অগ্নি মিত্র

৩) ‘তুঘলকনামা’ কে লিখেছিলেন?

[A] ফিরদৌসী

[B] হুমায়ুন

[C] গুলবদন বেগম

[D] আবুল ফজল

Answer – গুলবদন বেগম

৪) ভারতের বিখ্যাত ইন্দো- ফার্সী কবি কে ছিলেন?

[A] আলবিরুনী

[B] আমীর খসরু

[C] ফৈজী

[D] ফিরদৌসী  

Answer – ফিরদৌসী

৫) নিচের কোনটি শিক্ষা সাধনার প্রাচীনতম পাঠস্থান?

[A] উজ্জয়িনী

[B] তক্ষশীলা

[C] নালন্দা 

[D] বিক্রমশীলা

Answer – তক্ষশীলা

৬) শ্রীমদ্ভগবৎ গীতায় কতগুলি সংস্কৃত শ্লোক আছে?

[A] ৪৯২

[B] ৬৫০

[C] ৬১২

[D] ৭০০

Answer -৭০০

৭) প্রাচীন ভারতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব পতঞ্জলি প্রধানত কী ছিলেন?

[A] একজন কবি

[B] একজন জ্যোতিবিদ

[C] একজন বৈয়াকরন

[D] একজন গণিতজ্ঞ জ্ঞান

Answer – একজন বৈয়াকরন

WBPSC Food SI Practice Set 122

৮) গুপ্ত যুগের রচিত নাটকের নারী ও সুদ্রেরা কি ভাষায় কথা বলতো?

[A] সংস্কৃত

[B] পালি

[C] সুরশেনি

[D] প্রাকৃত

Answer – প্রাকৃত

৯) কালিদাসের রচনায় কোন এক দেব বা দেবীর আরাধনার প্রতি বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায়। কে তিনি?

[A] দুর্গা

[B] শিব

[C] সরস্বতী

[D] বিষ্ণু

Answer – দুর্গা

১০) কৌটিল্যের অর্থশাস্ত্রে নিচের কোন ফলটির কোন উল্লেখ নেই?

[A] কলা

[B] আঙুর

[C] পেয়ারা 

[D] আম

Answer – পেয়ারা 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারতের প্রাচীন ইতিহাসে কে নিউটনের আগেই জানিয়েছিলেন যে সব পদার্থই মহাকর্ষ শক্তির দ্বারা পৃথিবীর দিকে আকৃষ্ট হয়?

[A] বরাহমিহির

[B] আর্যভট্ট

[C] বানভট্ট

[D] ব্রাহ্মগুপ্ত

Answer – ব্রাহ্মগুপ্ত

১২) সমুদ্রগুপ্তের মৃত্যুর পরবর্তী ঘটনা বিশাখদত্তের কোন রচনায় প্রতিফলিত হয়েছে?

[A] মৃচ্ছকটিক

[B] মুদ্রারাক্ষস

[C] দেবীচন্দ্রগুপ্তম

[D] মালবিকাগ্নিমিত্র

Answer – মুদ্রারাক্ষস

১৩) নিচের কোনটি ভাসের রচনা?

[A] শকুন্তলা

[B] স্বপ্ন বাসবদওা

[C] মহাবংশ

[D] রামায়ণ

Answer – স্বপ্ন বাসবদওা

১৪) হাতি গুম্ফ শিলালিপিতে কার কৃতিত্বের কথা বর্ণিত আছে?

[A] খারবেল

[B] দ্বিতীয় পুলকেশী

[C] স্কন্ধগুপ্ত

[D] অশোক

Answer – খারবেল

WBPSC Food SI Practice Set 122

১৫) অধিকাংশ হিন্দু ধর্মগ্রন্থগুলিকে সংস্কৃত থেকে ফরসি ভাষায় অনুবাদ করার জন্য নিচের কোন শাসক আদেশ দিয়েছিলেন?

[A] গিয়াসুদ্দিন তুঘলক

[B] আলাউদ্দিন খলজী

[C] ফিরোজ শা তুঘলক

[D] মোহাম্মদ বিন তুঘলক 

Answer – গিয়াসুদ্দিন তুঘলক

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here