WBPSC Food SI Practice Set 125 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২৫, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 125 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১২৫ (WBPSC Food SI Practice Set 125)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 125

১) ‘আহাম্মক’ শব্দটির সমার্থক শব্দ কোনটি?

(a) চমক

(b) নির্বোধ

(c) বিব্রত

(d) ব্যাঘাত

Answer – নির্বোধ

২) ‘আহা কি সুন্দর এই সকাল’- এটি কি বাক্য?

(a) প্রার্থনাসূচক বাক্য

(b) অনুজ্ঞাবাচক বাক্য

(c) আবেগসূচক বাক্য

(d) শর্তসাপেক্ষ বাক্য

Answer – আবেগসূচক বাক্য

৩) এর মধ্যে কোন অধ্যায়টি জটিল বাক্যে ব্যবহৃত হতে পারে

(a) ও

(b) যদি

(c) বরং

(d) কিন্তু

Answer – যদি

৪) ‘মহাশয় এর থাকা হয় কোথায়’? এটি কিসের উদাহরণ?

(a) কতৃবাচ্যের

(b) কর্মবাচ্যের

(c) কর্মকৃত বাচ্যের

(d) ভাববাচ্যের

Answer – ভাববাচ্যের

৫) বাস চলাচলের রাস্তা বাস রাস্তা -এটি কোন সমাস?

(a) অভ্যয়ীভাব সমাস

(b) দ্বিগু সমাস

(c) বহুব্রীহি সমাস

(d) মধ্যপদলোপী কর্মধারয় সমাস

Answer – মধ্যপদলোপী কর্মধারা সমাস

WBPSC Food SI Practice Set 125

৬) ‘সে কাল দিল্লি যাবে’ পদটির সাথে যুক্ত বিভক্তিটি হল

(a) শূন্য বিভক্তি

(b) এ বিভক্তি

(c) কোন বিভক্তিযুক্ত হয়নি

(d) সে বিভক্তি

Answer – এ বিভক্তি

৭) ‘সূর্য উঠলে আমরা রওনা দেব’ -পদ টি হল

(a) সমধাতুজকর্তা

(b) নিরপেক্ষকর্তা

(c) উপবাক্যেয় কর্তা

(d) সহযোগী কর্তা

Answer – সহযোগী কর্তা

৮) ‘অনুসর্গ’ অন্য যে নামে পরিচিত

(a) কর্মপ্রবচনীয়

(b) অনুপ্রাস

(c) তির্যক বিভক্তি

(d) উৎপ্রেক্ষা

Answer – কর্মপ্রবচনীয়

৯) অনুক্ত কর্তা দেখা যায়

(a) ভাব বাচ্যে

(b) কর্ম বাচ্যে

(c) কোনটিতেই নয়

(d) কর্ম ও ভাববাচ্যে

Answer – কর্ম ও ভাববাচ্যে

১০) ‘ক থেকে ম’ পর্যন্ত বর্ণগুলোকে কি বলে?

(a) উষ্মবর্ণ

(b) স্পর্শ বর্ণ

(c) অন্তঃস্থ বর্ণ

(d) নাসিক্য বর্ণ

Answer – স্পর্শ বর্ণ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) জৈনদের ২৪ তীর্থঙ্করের এর মধ্যে প্রথম তীর্থ কণর কি তীর্থঙ্কর কে ?

[A] মহাবীর

[B] ঋষভনাথ

[C] পার্শ্বনাথ

[D] কর্মবিরা

Answer – ঋষভনাথ

১২) পৌর প্রশাসনের সুব্যবস্থার জন্য নীচের কোন রাজা বিখ্যাত ?

[A] হর্ষবর্ধন

[B] অশোক 

[C] কনিষ্ক

[D] অশোক

Answer – অশোক

১৩) আমাদের সংসদীয় শাসনব্যবস্থার ভিত্তি কি ?

[A] অনুপাতিক প্রতিনিধিত্ব

[B] পুরুষদের ভোট অধিকার

[C] সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটধিকার

[D] পুরুষ মহিলা ও শিশুদের ভোটাধিকার

Answer – সর্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটধিকার

WBPSC Food SI Practice Set 125

১৪) সর্বাধিক কত মাসের মধ্যে সংসদের অধিবেশন নাও বসতে পারে?

[A] ২ মাস

[B] ১ মাস

[C] ৬ মাস

[D] ৩ মাস

Answer – ৬ মাস

১৫) ভারতের সংবিধান Resiluary Pomer ন্যস্ত করেছে-

[A] কেন্দ্রীয় আইনসভার ওপর

[B] রাজ্যসভার ওপর

[C] রাজ্য ও কেন্দ্রীয় আইনসভার ওপর যুগ্মভাবে

[D] উপরের কোনোটিই নয়

Answer – কেন্দ্রীয় আইনসভার ওপর

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here