WBPSC Food SI Practice Set 13 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৩, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 13 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৩ (WBPSC Food SI Practice Set 13)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 13

১) অলকানন্দা এবং ভাগীরথীর সংযোগস্থল কোনটি?

[A] দেবপ্রয়াগ

[B] রুদ্রপ্রয়াগ

[C] কর্ণপ্রয়াগ

[D] বিষ্ণুপ্রয়াগ

Answer – দেবপ্রয়াগ

২) ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে?

[A] 11 আগস্ট

[B] 16 অক্টোবর

[C] 20 নভেম্বর

[D] 14 সেপ্টেম্বর

Answer – 16 অক্টোবর

৩) চীনের জাতীয় খেলা কি?

[A] ব্যাডমিন্টন

[B] দাবা

[C] টেবিল টেনিস

[D] ফুটবল

Answer – টেবিল টেনিস

৪) ‘অর্থনৈতিক সংস্কার ভারতে কোন সালে অনুষ্ঠিত হয়?

[A] 1991

[B] 1990

[C] 1992

[D] 1989

Answer – 1991

৫) হ্যারিপটার এর রচয়িতা কে?

[A] জে কে রাওলিং

[B] লিও টলস্টয়

[C] ওয়ালটার স্কট

[D] জেরোম কে জেরোম

Answer – জে কে রাওলিং

৬) গ্রীনপার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?

[A] বেঙ্গালুরু

[B] কানপুর

[C] দেরাদুন

[D] চন্ডিগড়

Answer – কানপুর

WBPSC Food SI Practice Set 13

৭) নাবার্ড কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় তৈরি হয়েছিল?

[A] চতুর্থ পরিকল্পনা

[B] অষ্টম পরিকল্পনা

[C] ষষ্ঠ পরিকল্পনা

[D] পঞ্চম পরিকল্পনা

Answer – ষষ্ঠ পরিকল্পনা

৮) ভারতের প্রত্যক্ষ গণতন্ত্রের উদাহরণ হল—

[A] জেলা পঞ্চায়েত

[B] নগর পঞ্চায়েত

[C] গ্রামসভা

[D] ক্ষেত্র পঞ্চায়েত

Answer – গ্রামসভা

৯) নিম্নলিখিত কোনটি সঠিক নয়?

[A] বর্ধমান – চুনাপাথর

[B] পুরুলিয়া – ম্যাঙ্গানিজ

[C] বীরভূম – চিনামাটি

[D] বাঁকুড়া – কয়লা

Answer – বাঁকুড়া – ম্যাঙ্গানিজ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১০) নিম্নলিখিত কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ নয়?

[A] নাল্লামালাই

[B] অগস্ত্যমালাই

[C] নীলগিরি

[D] পাঁচমারী

Answer – নাল্লামালাই

১১) বিধান পরিষদের সদস্য হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে?

[A] 21 বছর

[B] 35 বছর

[C] 30 বছর

[D] 25 বছর

Answer – 30 বছর

১২) যখন চাপ বৃদ্ধি পায়, তখন বরফের গলনাঙ্ক—

[A] হ্রাস পায়

[B] পরিবর্তিত হয় না

[C] বৃদ্ধি পায়

[D] বরফের অশুদ্ধির উপর নির্ভর করে

Answer – হ্রাস পায়

১৩) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বসবাসকারী উপজাতিরা কোন জাতির অন্তর্ভুক্ত?

[A] মঙ্গোলয়েড

[B] ককেশয়েড

[C] অস্ট্রালয়েড

[D] নেগ্রোয়েড

Answer – নেগ্রোয়েড

WBPSC Food SI Practice Set 13

১৪) পেরুর রাজধানীর নাম কি?

[A] বাকু

[B] কায়রো

[C] লিমা

[D] দোহা

Answer – লিমা

১৫) বালুরঘাট কোন জেলার সদর?

[A] কোচবিহার

[B] মালদা

[C] দক্ষিণ দিনাজপুর

[D] উত্তর দিনাজপুর

Answer – দক্ষিণ দিনাজপুর

নতুন চাকরির খবর – Click Here