WBPSC Food SI Practice Set 132 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৩২, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 132 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩২ (WBPSC Food SI Practice Set 132)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 132

১) পার্লামেন্টে কার সম্মতি ছাড়া কোন অর্থবিল পেশ করা যায় না?

[A] রাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] লোকসভায় অধ্যক্ষ

[D] অর্থমন্ত্রী

Answer – রাষ্ট্রপতি

২)  ____ বিক্রিয়ার রাসায়নিক বিয়োজন ঘটে?

[A] উভয় মুখী এবং তাপশোষক

[B] উভয়মুখী বিক্রিয়া

[C] হয়তো উভমুখী বা তাপ উৎপাদক

[D] তাপশোষক

Answer – হয়তো উভমুখী বা তাপ উৎপাদক

৩) বর্তমান বিহারের পাটনা এবং গয়া জেলাকে কেন্দ্র করে কোন রাজ্য গড়ে উঠেছিল?

[A] অবন্তী

[B] কোশন

[C] অঙ্গ

[D] মগধ

Answer – মগধ

৪) SI পদ্ধতিতে বলের পরম একক কোনটি?

[A] আর্গ

[B] ডাইন

[C] ওয়াট

[D] নিউটন

Answer – নিউটন

WBPSC Food SI Practice Set 132

৫) হান্টার কমিশন কে গঠন করেছিলেন?

[A] লর্ড রিপন

[B] লর্ড কার্জন

[C] লর্ড ওয়েলিংট

[D] লর্ড অকল্যান্ড

Answer – লর্ড রিপন

৬) সি ইউ কি কে লিখেছিলেন?

[A] আই সাঙ

[B] হিয়েন সাঙ

[C] মেগাস্থিনিস

[D] ফা হিয়েন

Answer – হিয়েন সাঙ

৭) নিউটনের কোন সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়?

[A] তৃতীয়

[B] দ্বিতীয়

[C] প্রথম

[D] কোনোটিই নয়

Answer – দ্বিতীয়

৮) মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন?

[A] লালা হরদয়াল

[B] লালা লাজপত রায়

[C] অ্যানি বেসান্ত

[D] বাল গঙ্গাধর তিলক

Answer – বাল গঙ্গাধর তিলক

৯) বিশ্বের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কোন শহরে?

[A] ইসলামাবাদ

[B] আবুধাবি

[C] নিউ দিল্লি

[D] জেকোবাবাদ

Answer – জেকোবাবাদ

১০) গ্রীক লেখকদের রচনায় কোন রাজাকে “স্যান্দ্রকোটটাস” বলা হয়েছে?

[A] ধননন্দ

[B] অশোক

[C] চন্দ্রগুপ্ত মৌর্য

[D] বিন্দুসার

Answer – চন্দ্রগুপ্ত মৌর্য

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) এলাহাবাদ স্তম্ভ লিপি কে রচনা করিয়াছেন?

[A] হরিষেণ

[B] বানভট্ট

[C] রুদ্রদমন

[D] রবিকীর্তি

Answer – হরিষেণ

১২) ভারতের চলমান অর্থনীতির প্রকৃতি কেমন ধরণের?

[A] গান্ধীবাদী অর্থনীতি

[B] মুক্ত অর্থনীতি

[C] সমাজতান্ত্রিক অর্থনীতি

[D] মিশ্র অর্থনীতি

Answer – মিশ্র অর্থনীতি

১৩) কোন আন্তর্জাতিক আর্থিক সংস্থা বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় মূল্যের মধ্যে ভারসাম্য রক্ষা করে

[A] ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার

[B] আমেরিকার ফেদারেল রিজার্ভ ব্যবস্থা

[C] পুনর্গঠন এবং উন্নয়নের জন্য আন্তর্জাতিক ব্যাংক

[D] উপরের কোনোটিই নয়

Answer – ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আন্তর্জাতিক মুদ্রা ভান্ডার

WBPSC Food SI Practice Set 132

১৪) কোন ধরনের বিকিরণ নিউক্লিয়াসের মধ্যে উৎপন্ন হয় না?

[A] এক্স রশ্মি

[B] গামা

[C] আলফা

[D] বিটা

Answer – এক্স রশ্মি

১৫) বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে UNO -র আগে যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি সৃষ্টি হয়েছিল তার নাম কি?

[A] লীগ অব নেশনস

[B] সমস্ত রাষ্ট্রগুলি কে নিয়ে আন্তর্জাতিক গোষ্ঠী

[C] জাতিগোষ্ঠীগুলির সমন্বয়

[D] উপরোক্ত কোনোটিই নয়

Answer – লীগ অব নেশনস

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here