WBPSC Food SI Practice Set 133 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৩৩ (WBPSC Food SI Practice Set 133)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 133
১) বিশ্বজুড়ে মহিলা ফুটবল প্রচারের জন্য নতুন পুরস্কার ক্যাটাগরি তৈরি করল নিচের কোন সংস্থা?
[A] UEFA
[B] Asian Football Confederation
[C] FIFA
[D] SAAF
Answer – FIFA
২) এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত কটি পদক পেল?
[A] ৮
[B] ১৩
[C] ২২
[D] ১৫
Answer – ১৩
৩) চায়নাতে অনুষ্ঠিত Asian Wrestling Championship ২০১৯ এ ভারত কটি পদক পেল?
[A] ২০
[B] ৮
[C] ১৬
[D] ১২
Answer – ১৬
৪)Arjan Singh Memorial hockey প্রতিযোগিতায় কোন টিম চ্যাম্পিয়ন হলো?
[A] ICF চেন্নাই
[B] SCR হায়দ্রাবাদ
[C] Air Force Team শ্রীলংকা
[D]Air Force Team বাংলাদেশ
Answer – ICF চেন্নাই
WBPSC Food SI Practice Set 133
৫) Asian athletics’ championship 2019 এ কোন ইভেন্টে Gomathi MariMuthu প্রথম সোনা পেল?
[A] ১৫০০ মিটার (মহিলা)
[B] ২০০ মিটার (মহিলা)
[C] ১০০০ মিটার (মহিলা)
[D] ৮০০ মিটার (মহিলা)
Answer – ৮০০ মিটার (মহিলা)
৬) ISSF World Cup এ অভিষেক ভার্মা কত মিটার এয়ার পিস্তলে সোনা জিতল?
[A] ২০ মি
[B] ১০মি
[C] ৫০ মি
[D] ৩০ মি
Answer – ১০মি
৭) লুধিয়ানাতে অনুষ্ঠিত সন্তোষ ট্রফি ২০১৯ জিতল কোন দল?
[A] service team
[B] Goa football team
[C] Kerala football team
[D] Railways football team
Answer – service football team
৮) নিচের কোন অলিম্পিক অ্যাথলেটিককে ডোপিং এর জন্য ৪ বছরের ব্যান করা হয়েছে?
[A] Nick Willis
[B] Asbel Kiprop
[C] Mo Farah
[D] Elijah Manangoi
Answer – Asbel Kiprop
৯) Sudirman Cup 2019 কোন দল জিতল?
[A] ব্রাজিল
[B] রাশিয়া
[C] চায়না
[D] জাপান
Answer – চায়না
১০) ১০ মিটার ISSF World Cup এ অপুর্ভি চান্দেলা কি মেডেল জিতল?
[A] রুপো
[B] ব্রোঞ্জ
[C] সোনা
[D] কোনোটিই নয়
Answer – সোনা
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) German Cup 2019 জিতল কোন দল?
[A] Bayern Munich
[B]RB Leipzig
[C] Hamburger SV
[D] Hertha BSC
Answer – Bayern Munich
১২) Indian Open International Tournament এ ভারত কটি মেডেল পেল?
[A] ৩৮
[B] ২৫
[C] ৫৭
[D] ৪২
Answer – ৫৭
WBPSC Food SI Practice Set 133
১৩) ২য় Indian Open International Boxing Tournament এ ভারতের কয়জন মহিলা বক্সার সেমিফাইনালে খেলেছিল?
[A] ১৮
[B] ২২
[C] ৩২
[D] ২৫
Answer – ২২
১৪) Air Badminton ও Triples এ দুটি নতুন খেলা লঞ্চ করল নিচের কোন সংস্থা?
[A] BAI
[B] KBA
[C] BAM
[D] BWF
Answer – BWF
১৫) IPL 2019 এ ফেয়ার প্লে পুরস্কার পেয়েছিল নিচের কোন দল?
[A] চেন্নাই সুপার কিংস
[B] সানরাইজ হায়দ্রাবাদ
[C] দিল্লি ক্যাপিটালস
[D] মুম্বাই ইন্ডিয়ান
Answer – সানরাইজ হায়দ্রাবাদ
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here