WBPSC Food SI Practice Set 136 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৩৬, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 136 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩৬ (WBPSC Food SI Practice Set 136)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 136

১) মোরগাপ্পা গোল্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? 

[A] হকি

[B] ফুটবল

[C] টেবিল টেনিস

[D] ক্রিকেট

Answer – হকি

২) চেন্নাই ওপেন কোন কোর্টে খেলা হয়? 

[A] Grass court

[B] Clay Court 

[C] Carpet court

[D] Card Court 

Answer – Hard Court 

৩) ভারতের প্রথম মহিলা হিসেবে মিস ইউনিভার্স খেতাব কে জিতে ছিলেন ? 

[A] সুস্মিতা সেন

[B] ঐশ্বর্য রাই

[C] প্রিয়াঙ্কা চোপড়া

[D] কেউই নন

Answer – সুস্মিতা সেন

৪) টেস্ট ক্রিকেটে উইকেট রক্ষক হিসেবে দ্রুততম ৫০ টি উইকেট শিকারি হলেন কোন ভারতীয় উইকেট রক্ষক? 

[A] দীনেশ কার্তিক

[B] মহেন্দ্র সিং ধোনি

[C] ঋদ্ধিমান সাহা

[D] রিশভ পান্ত

Answer – দীনেশ কার্তিক

৫) ISSF World Cup 2019 এর যশশ্বিনী সিং দেশওয়াল কি মেডেল পেল? 

[A] রুপো

[B] সোনা

[C] ব্রোঞ্জ

[D] কোনোটিই নয়

Answer – রুপো

WBPSC Food SI Practice Set 136

৬) ৫ তম ব্ল্যাক ফরেস্ট কাপে সেরা টিমের ট্রফি  জিতল কোন দেশ?

[A] ভারত

[B] রাশিয়া

[C] চায়না

[D] জাপান

Answer – ভারত

৭) ২০২৬ শীতকালীন অলিম্পিক গেমস আয়োজন করবে কোন দেশ?

[A] ইতালি

[B] রাশিয়া

[C] ব্রাজিল

[D] ফ্রান্স

Answer – ইতালি

৮) কে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ২০,০০০ রান করার রেকর্ড করল?

[A] শচীন টেন্ডুলকার

[B] বিরাট কোহলি

[C] মহেন্দ্র সিং ধোনি

[D] ব্রায়ন লারা

Answer – বিরাট কোহলি

৯) নিচের কোন স্পোর্টস সংস্থা থেকে আইওসি অলিম্পিক  স্ট্যাটাস  কেড়ে নিয়েছে?

[A] ISSF

[B] FIH

[C] AIBA

[D] IWF

Answer – AIBA

১০) কোন দেশ FIH মহিলা ২০১৯ জিতল?

[A] জাপান

[B] ভারত

[C] বেলজিয়াম

[D] নেদারল্যান্ড

Answer – ভারত

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ২০২৩IOC সেশন আয়োজন করার জন্য কোন দেশ প্রস্তাব দিল-

[A] সাউথ আফ্রিকা

[B] ইজিপ্ট

[C] মরক্কো

[D] ভারত

Answer – ভারত

১২) প্রথম বাংলাদেশী খেলোয়াড় হিসেবে কে বিশ্বকাপে ১০০০ রান পূর্ণ করল?

[A] তামিম ইকবাল

[B] সাকিব উল হাসান

[C] সৌম্য সরকার

[D] লিটন দাস

Answer – সাকিব উল হাসান

১৩) কোন টিম এই প্রথম International Rugby 15 জিতল?

[A] ইন্ডিয়া

[B] সিঙ্গাপুর

[C] কানাডা

[D] আর্জেন্টিনা

Answer – ইন্ডিয়া

১৪) ৩৫ তম এশিয়ান স্নোকার চ্যাম্পিয়নশিপ ২০১৯ জিতল কে?

[A] সৌরভ কোঠারি

[B] আদিত্য মেহতা

[C] পঙ্কজ আদভানি

[D] ধ্রুব শীটওয়ালা

Answer – পঙ্কজ আদভানি

WBPSC Food SI Practice Set 136

১৫) 2019 Asian Artistic Gymnastic Championship – এ প্রনতি নায়েক কি মেডেল পেল?

[A] রুপা
[B] সোনা
[C] ব্রোঞ্জ
[D] কোনোটিই না

Answer – ব্রোঞ্জ

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here