WBPSC Food SI Practice Set 140 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪০, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 140 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪০ (WBPSC Food SI Practice Set 140)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 140

১) ক্লোরিনের ব্লিচিং ক্রিয়া হলো-

[A] হাইড্রোলাইসিস

[B] বিয়োজন

[C] জারন

[D] বিজারণ

Answer – জারন

২) ভিনেগারের রাসায়নিক নাম-

[A] লঘু অ্যাসিটিক অ্যাসিড

[B] সোডিয়াম নাইট্রেট

[C] ক্যালসিয়াম

[D] ক্লোরাইড অফ লাইম

Answer – লঘু অ্যাসিটিক অ্যাসিড

৩) ভিটামিন ডি- এর অভাবে কি রোগ হয় ? 

[A] রিকেট

[B] রাতকানা

[C] চুল উঠে যাওয়া

[D] স্কার্ভি

Answer – রিকেট

৪) প্লাস্টিক শিল্পে ব্যবহৃত ‘PVC’ কথাটি হল ? 

[A] পলিভিনাইল কার্বনেট

[B] পলিভিনাইল ক্লোরাইড

[C] ফসফো ফিনাইল ক্লোরাইড

[D] ফসফর ভ্যানডিয়াম ক্লোরাইড

Answer – পলিভিনাইল ক্লোরাইড

৫) কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় ? 

[A] জিপসাম

[B] গ্রাফাইট

[C] লেড

[D] জিঙ্ক

Answer – জিপসাম

WBPSC Food SI Practice Set 140

৬) সৌর চুল্লির কার্যনীতি নিচের কোনটির সাথে এক ? 

[A] পাইরোমিটার

[B] বোলোমিটার

[C] গ্যালভানোমিটার

[D] গ্রীনহাউস

Answer – গ্রিনহাউস

৭) পৃথিবীতে যদি কোন বায়ুমণ্ডল না থাকে, তবে পৃথিবী হয়ে উঠতো-

[A] অল্প মাত্রায় শীতল

[B] অল্পমাত্রায় উষ্ণ

[C] ভীষণ শীতল

[D] ভীষণ উষ্ণ

Answer – ভীষণ শীতল

৮) LED অর্থ হল-

[A] আলো নিঃসরণকারী ডায়োড

[B] আলো নিঃসরণকারী যন্ত্র

[C] আলো নিঃসরণকারী ডট

[D] আলোয় মোড়া যন্ত্র

Answer – আলো নিঃসরণকারীর ডায়োড

৯) MG2+ -এর সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে তা হল-

[A] Na+

[B] Ca2+

[C] Cu+

[D] Zn2+

Answer – Na+ 

১০) কোন উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ এক হয় ? 

[A] +20°

[B] +40°

[C] -40°

[D] -20°

Answer – -40°

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) পৃথিবীর নিরক্ষীয় অঞ্চল থেকে কোনো বস্তুকে মেরু অঞ্চলে নিয়ে গেলে বস্তুটির-

[A] ভর এবং ওজন দুই পরিবর্তিত হয়

[B] ঘর বাড়ে

[C] ওজন কমে

[D] ওজন বাড়ে

Answer – ওজন বাড়ে 

১২) রাসায়নিকভাবে অ্যাসপিরিন হল-

[A] সোডিয়াম স্যালিসাইলেট

[B] অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড

[C] ইথাইল স্যালিসাইলেট

[D] মিথাইল স্যালিসাইলেট

Answer – অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড

WBPSC Food SI Practice Set 140

১৩) বায়ুমণ্ডলের কোন স্তরে ওজন অতিবেগুনি রশ্মি শোষণ করে ? 

[A] থার্মোস্ফেয়ার

[B] ট্রোপোস্ফেয়ার

[C] স্ট্রাটোস্ফেয়ার

[D] মেসোস্ফেয়ার

Answer – স্ট্রাটোস্ফেয়ার

১৪) কাজের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটি কে কাঁচের পাত্রে রাখা যায় না- সেটি হল-

[A] HCI

[B] HNO3

[C] HBr

[D] HF

Answer – HF

১৫) DNA- র পিরিমিডিন বেসগুলি হল-

[A] থাইমিন ও আডেনিন

[B] অ্যাডেনিন ও গুয়ানিন

[C] থাইমিন ও সাইটোসিন

[D] সাইটোসিন ও গুয়ানিন

Answer – থাইমিন ও সাইটোসিন

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here