WBPSC Food SI Practice Set 143 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪৩, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 143 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 143)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 143

১) স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোনো নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তন-

[A] কমে যাবে
[B] বেড়ে যাবে
[C] গ্যাসের স্বভাবের ওপর নির্ভর করে বেড়ে বা কমে যাবে
[D] একই থাকবে

Answer – বেড়ে যাবে 

২) তেজস্ক্রিয় ভাঙ্গনের সময় যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ বিকিরিত হয় তা হল-

[A] Y রশ্মি
[B] X রশ্মি
[C] ইনফ্রায়েড রশ্মি
[D] আল্ট্রাভায়োলেট রশ্মি

Answer – Y রশ্মি

৩) নরমাল স্যালাইন হল সোডিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণ, যার মাত্রা-

[A] 1.00% নর্মাল
[B] 0.84%
[C] 1%
[D] 1.00 মোলার

Answer – 1.00% নর্মাল

৪) ওজনের পরিমানে মানবদেহের শতকরা কতটা জল ? 

[A] 50
[B] 66
[C] 10
[D] 33

Answer – 66 

WBPSC Food SI Practice Set 143

৫) আয়োডিন দেওয়া হয় যে রোগে আক্রান্ত রোগীকে তা হল-

[A] রাতকানা
[B] গলগন্ড
[C] বাত
[D] ক্রিকেট

Answer – গলগন্ড

৬) পারমাণবিক চুল্লিতে সংঘটিত বিক্রিয়া হলো-

[A] স্প্যালেশন
[B] নিউক্লিয় সংযোজন
[C] নিউক্লিয় সমাবয়বিভবন
[D] নিউক্লিয় বিভাজন

Answer – নিউক্লিয় বিভাজন

৭) ভিটামিন সি হল-

[A] সায়ানোকোবাল্ট আমিন
[B] টেকফেরল
[C] থায়ামিন
[D] আ্যসকরবিক এসিড

Answer – আ্যসকরবিক এসিড

৮) নারকেলের যে অংশটি আমরা খাই তা হল-

[A] শস্য
[B] ফলের ত্বক
[C] ভ্রুণ
[D] বীজপত্র

Answer – শস্য

৯) বায়ুমন্ডলে এই যৌগটি বেশি মাত্রায় থাকলে গ্রীন হাউস ইফেক্ট হয়-

[A] অ্যামোনিয়া
[B] কার্বন ডাই অক্সাইড
[C] ধূলিকণা
[D] জলীয় বাষ্প

Answer – কার্বন ডাই অক্সাইড

১০) সিঙ্কোনা গাছের কোন অংশ থেকে কুইনাইন পাওয়া যায় ? 

[A] পাতা
[B] বীজ
[C] ছাল
[D] ফুল

Answer – ছাল

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) একটি বস্তু অনুভবনের তলে সম দ্রুতিতে গমন করে তবে বস্তুটি চলার সময় নিচের কোন রাশিটি থাকবে না ? 

[A] ভরবেগ

[B] বেগ

[C] ত্বরণ

[D] গতিশক্তি

Answer – ত্বরণ

১২) পরম শূন্য তাপমাত্রা হলো সেই তাপমাত্রা যেখানে-

[A] পদার্থের অনুগুলির গতি স্তব্ধ হয়

[B] জল জমে বরফে পরিণত হয়

[C] অনুগুলির গতিশক্তি ও স্থিতিশক্তি পরস্পরের সমান হয়

[D] সমস্ত পদার্থ কঠিন অবস্থায় থাকে

Answer – পদার্থের অনুগুলির গতি স্তব্ধ হয়

১৩) এদের কোনটি দৈর্ঘ্যের একক নয় ? 

[A] মাইক্রন

[B] আলোকবর্ষ

[C] রেডিয়ান

[D] AU

Answer – রেডিয়ান

১৪) গ্লিসারলে নিমজ্জিত একটি স্বচ্ছ কাজ খন্ড পৃথকভাবে দৃশ্যমান হয় না কারণ এর প্রতিসরাঙ্ক কাঁচের প্রতিসরাঙ্কের তুলনায়-

[A] কম

[B] বেশি

[C] এটি প্রতিসরাঙ্ক এর ওপর নির্ভর করে না

[D] প্রায় সমান

Answer – কম

WBPSC Food SI Practice Set 143

১৫) ধনাত্মক আধানে আহিত একটি পরিবাহীকে ভূসংলগ্ন করা হলে-

[A] পরিবাহী থেকে ভূপৃষ্ঠে প্রোটন প্রবাহিত হবে

[B] পরিবাহী থেকে ভূপৃষ্ঠে ইলেকট্রন প্রবাহিত হবে

[C] ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে প্রোটন প্রবাহিত হবে

[D] ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে

Answer – ভূপৃষ্ঠ থেকে পরিবাহীতে ইলেকট্রন প্রবাহিত হবে

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here