WBPSC Food SI Practice Set 145 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪৫, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 145 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 145)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 145

১) যে প্রাণী গোষ্ঠী সমুদ্র জলে পাওয়া যায় না-

[A] উভচর

[B] স্তন্যপায়ী

[C] পক্ষী

[D] সরীসৃপ

Answer – পক্ষী

২) বিষহীন সাপটি হল-

[A] ক্রেট

[B] ভাইপার

[C] প্রবাল সাপ (coral snake) 

[D] অজগর (python) 

Answer – অজগর (python) 

৩) রাডার কোন কাজে ব্যবহৃত ? 

[A] বেতার গ্রাহক থেকে সংকেত নিতে

[B] নিমজ্জিত ডুবোজাহাজের স্থান নির্ণয় করতে

[C] কোন বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে

[D] ভূসমলয় উপগ্রহের স্থান নির্ণয় করতে

Answer – কোন বস্তুর যেমন উড়োজাহাজের অবস্থান নির্ণয় করতে

৪) নিচের কোন রশ্মি টি সবচেয়ে বিপদজনক ? 

[A] বিটা

[B] আলফা

[C] রঞ্জন

[D] গামা

Answer – গামা

WBPSC Food SI Practice Set 145

৫) LCD- পুরো নাম কি ? 

[A] লো কারেন্ট ডিসপ্লে

[B] লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে

[C] লাইট সার্কিট ডিসপ্লে

[D] উপরের কোনোটিই নয়

Answer – লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে

৬) কোন বস্তুর তাপমাত্রা 1K বাড়ালে প্রয়োজনীয় তাপকে কি বলা হয় ? 

[A] তাপগ্রাহিতা

[B] আপেক্ষিক তাপ

[C] জলসম

[D] উপরের কোনোটিই নয়

Answer – তাপগ্রাহিতা

৭) বায়ুমন্ডলে কোন বিরলতম গ্যাসটি সর্বাধিক পরিমাণে থাকে ? 

[A] নিয়ন

[B] হিলিয়াম

[C] জেনন

[D] আর্গন

Answer – হিলিয়াম

৮) সবচেয়ে নমনীয় ধাতু নিচের কোনটি ? 

[A] রুপো

[B] প্লাটিনাম

[C] সোনা

[D] লোহা

Answer – সোনা

৯) সাধারণত গার্হস্থ্য বৈদ্যুতিক তারের সংযোগ নিচের কোনটি ? 

[A] শ্রেণীসজ্জা

[B] সমান্তরাল সজ্জা

[C] শ্রেণী ও সমান্তরাল সজ্জা

[D] ওপরের কোনোটিই নয়

Answer – সমান্তরাল সজ্জা

০) অপটিক্যাল ফাইবার এর কার্যনীতি কি ? 

[A] অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

[B] প্রতিসরণ

[C] প্রতিফলন

[D] বিক্ষেপ

Answer – অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১) আলোকবর্ষ কিসের একক ? 

[A] দূরত্ব

[B] সময়

[C] আলোর প্রাবল্য

[D] আলো

Answer – দূরত্ব

২) ধোলাই করার সোডা কোনটির চলতি নাম ? 

[A] ক্যালসিয়াম কার্বনেট

[B] সোডিয়াম কার্বনেট

[C] সোডিয়াম হাইড্রোক্সাইড

[D] সোডিয়াম বাই কার্বনেট

Answer – সোডিয়াম কার্বনেট

৩) H+ এ উপস্থিত ইলেকট্রোনের সংখ্যা কত ? 

[A] এক

[B] শূন্য

[C] তিন

[D] দুই

Answer – শূন্য

WBPSC Food SI Practice Set 145

৪) লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে ? 

[A] কান্ড

[B] মূল

[C] ফুলের মুকুল

[D] পাতা

Answer – ফুলের মুকুল

৫) নিচের কোনটি প্রকৃত ফল নয় ? 

[A] কুল

[B] খেজুর

[C] আঙ্গুর

[D] আপেল

Answer – আপেল

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here