WBPSC Food SI Practice Set 146 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪৬, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 146 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 146)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 146

১) ‘কম্পাউন্ড মাইক্রোস্কোপ’ এর ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি সত্য ? 

[A] অতি বেগুনি রশ্মির দরকার

[B] দুটি লেন্স

[C] বড় জায়গার দরকার

[D] শুধুমাত্র মৃতজিত দেখার জন্য ব্যবহার।

Answer – দুটি লেন্স

২) মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোম গুলি V, J, Lঅথবা I আকৃতির হয় ? 

[A] মেটাফেজ

[B] প্রফেজ

[C] টিলোফেজ

[D] আ্যনাফেজ

Answer – আ্যনাফেজ

৩) পাচিত খাদ্যের শোষণ কোথায় হয় ? 

[A] ক্ষুদ্রান্ত্রে

[B] পাকস্থলীতে

[C] কোলনে

[D] বৃহদ্রান্ত্রে

Answer – ক্ষুদ্রান্ত্রে

৪) গাজর- এর মূলের চিহ্নিতকরণ বৈশিষ্ট্য কি ? 

[A] শাঙ্কবাদকৃতি ও কোন ক্ষুদ্র মূল নেই

[B] শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল

[C] নির্দিষ্ট কোনো আকার নেই ও কোন ক্ষুদ্র মূল নেই

[D] গোলাকার ও ক্ষুদ্র মূল

Answer – শাঙ্কবাকৃতি ও ক্ষুদ্র মূল

WBPSC Food SI Practice Set 146

৫) রাইবোজোম কেন একটি পরিবর্তিত কান্ড ? 

[A] এতে পর্ব থাকে ও এতে চোখ থাকে, যা অঙ্কুরোদগম মুকুল বহন করে

[B] মাটি থেকে উলম্ব ভাবে বাড়ে ও এতে শাসালো পাতা থাকে

[C] এর পর্ব আছে, আন্তর পর্ব আছে ও পাতাগুলি বাদামি, আশের মত

[D] এর কান্ডটি নিবিড় ও ডিস্ক এর মত

Answer – এতে পর্ব থাকে ও এতে চোখ থাকে, যা অঙ্কুরোদগম মুকুল বহন করে

৬) গড়ে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ __%

[A] 3

[B] 1

[C] 7

[D] 5

Answer – 3

৭) সমস্ত তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সমান-

[A] বিস্তার

[B] কম্পাঙ্ক

[C] শূন্যস্থানে বেগ

[D] শূন্যস্থানে তরঙ্গ দৈর্ঘ্য

Answer – শূন্যস্থানে বেগ

৮) শব্দের বেগ সবচেয়ে বেশি-

[A] তরলে

[B] কঠিনে 

[C] শূন্যস্থানে

[D] গ্যাসে

Answer – কঠিনে 

৯) লোহিত রক্ত কণিকার আয়ুষ্কাল __ দিন

[A] 120

[B] 60

[C] 240

[D] 180

Answer – 120

১০) বিশুদ্ধ জলে লবণ মেশালে এর স্ফুটনাঙ্ক-

[A] কমবে

[B] বাড়বে

[C] একই থাকবে

[D] উপরের কোনোটিই নয়

Answer – বাড়বে 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) বেশি ক্লান্তির জন্য দায়ী-

[A] ক্রিয়েটিনিন

[B] কার্বন- ডাই- অক্সাইড

[C] ইথাইল এলকোহল

[D] ল্যাকটিক অ্যাসিড

Answer – ল্যাকটিক অ্যাসিড

১২) এক ফসলি কৃষি প্রধানত-

[A] বৃষ্টি নির্ভর
[B] শ্রম নির্ভর
[C] বাজার নির্ভর
[D] মূলধন নির্ভর

Answer – বৃষ্টি নির্ভর

১৩) ঝুম চাষ হলো এক প্রকারের-

[A] বাগিচা কৃষি
[B] বাণিজ্যিক কৃষ
[C] শস্যাবর্তন কৃষি
[D] পাহাড়ি অস্থায়ী কৃষি

Answer – পাহাড়ি অস্থায়ী কৃষি

WBPSC Food SI Practice Set 146

১৪) প্রকৃতির বাঁধা একটি উদাহরণ হল-

[A] বন্যা
[B] খরা
[C] পাহাড়- পর্বত
[D] সমুদ্র

Answer – বন্যা

১৫) মানব সমাজের স্থিতিশীলতা বা স্থায়িত্বের জন্য অন্তত জরুরী একটি উপাদান-

[A] শিক্ষার প্রসার
[B] মত প্রকাশের স্বাধীনতা
[C] ন্যায় বিচার
[D] পরিবেশগত শৃঙ্খলা

Answer – পরিবেশগত শৃঙ্খলা

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here