WBPSC Food SI Practice Set 147 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪৭, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 147 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 147)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 147

১) নিম্নলিখিত কোনটি বিয়োজক ?

[A] ছত্রাক

[B] পিঁপড়ে

[C] শামুক

[D] উইপোকা

Answer – ছত্রাক

২) পরিবেশের উপর আদি মানব জাতির প্রভাব ছিল-

[A] খুব বেশি

[B] নগণ্য

[C] অপরিসীম

[D] উল্লেখযোগ্য

Answer – নগণ্য

৩) মানুষের স্বাস্থ্যের চাবিকাঠি নিহিত রয়েছে মূলত তার-

[A] খাদ্যাভ্যাসের মধ্যে

[B] পরিবেশের মধ্যে

[C] পেশার মধ্যে

[D] ওপরের সবকটি

Answer – পরিবেশের মধ্যে

৪) মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতব ও উপাদান টি হল-

[A] পারদ

[B] তামা

[C] সিসা

[D] লোহা

Answer – পারদ

WBPSC Food SI Practice Set 147

৫) জলের সুস্থায়ী ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে বলে-

[A] লাল বিপ্লব

[B] সবুজ বিপ্লব

[C] নীল বিপ্লব

[D] হলুদ বিপ্লব

Answer – নীল বিপ্লব

৬) পরিবেশের জল ও মৃত্তিকা হল-

[A] জৈব উপাদান

[B] রাসায়নিক উপাদান

[C] অজৈব উপাদান

[D] ভৌত উপাদান

Answer – ভৌত উপাদান

৭) 2001 খ্রিস্টাব্দে কলকাতা মহানগরির জনসংখ্যা ছিল-

[A] 1 কোটি 65 লক্ষ

[B] 1 কোটি 40 লক্ষ

[C] 1 কোটি 30 লক্ষ

[D] 1 কোটি 50 লক্ষ

Answer – 1 কোটি ৩০ লক্ষ

৮) প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে আদিম মানুষ জয়োহ্যাবিলিস এর আবির্ভাব হয়-

[A] আফ্রিকায়

[B] এশিয়ায়

[C] দক্ষিণ আমেরিকায়

[D] ইউরোপে

Answer – আফ্রিকায়

৯) ভৌত পরিবেশের প্রধানতম উপাদান হলো-

[A] প্রাণী

[B] মাটি

[C] সংস্কৃতি

[D] উদ্ভিদ

Answer – মাটি

১০) সামাজিক পরিবেশের অন্যতম উপাদান হলো-

[A] প্রাণীজগৎ

[B] বায়ু

[C] সংস্কৃতি

[D] উদ্ভিদজগৎ

Answer – সংস্কৃতি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) পরিবেশের যথার্থ অর্থ হলো-

[A] মানুষের চারিপাশের নির্জীব উপাদান

[B] গাছপালা ও পশু পাখি

[C] মানুষের চারিপাশের সজীব উপাদান

[D] মানুষের চারিপাশের সজীব ও নির্জীব উপাদান

Answer – মানুষের চারিপাশের সজীব ও নির্জীব উপাদান

১২) ভূপৃষ্ঠ থেকে 100 km উপরে অবস্থিত বায়ুমণ্ডলীয় স্তরটি হল-

[A] শিলামন্ডল

[B] বিষমন্ডল

[C] সমমন্ডল

[D] জলমন্ডল

Answer – বিষমন্ডল

WBPSC Food SI Practice Set 147

১৩) যে সকল খাদক শ্রেণী গৌণ খাদকের ওপর নির্ভরশীল তারা হল-

[A] অনুখাদক

[B] গৌণ খাদক

[C] প্রাথমিক খাদক

[D] প্রগৌণ খাদক

Answer – প্রগৌণ খাদক

১৪) কৃত্রিম বাস্তুতন্ত্রের উদাহরণ হল-

[A] সমুদ্রের বাস্তুতন্ত্র

[B] অ্যাকোয়ারিয়াম এর বাস্তুতন্ত্র

[C] মরুভূমির বাস্তুত

[D] কোনোটিই নয়

Answer – অ্যাকোয়ারিয়ামের বাস্তুতন্ত্র

১৫) কোন একটি নির্দিষ্ট প্রজাতির মোট সংখ্যাকে বলে-

[A] জনসংখ্যা

[B] কমিউনিটি

[C] বায়োম

[D] কোনোটিই নয়

Answer – জনসংখ্যা

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here