WBPSC Food SI Practice Set 149 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৪৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 149 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 149)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 149

১) শতকরা প্রায় 70 ভাগ জল ব্যবহৃত হয়-

[A] বাণিজ্যে

[B] শিল্পে

[C] কৃষিতে

[D] গৃহস্থলীর প্রয়োজনে

Answer – কৃষিতে

২) নিচের কোনটি জল বাহিত রোগ ?

[A] হাম

[B] টাইফয়েড

[C] পোলিও

[D] ম্যারাসমাস

Answer – টাইফয়েড

৩) ভারতের মোট জনসংখ্যার গ্রামে বসবাস করে কত শতাংশ ?

[A] প্রায় ৭৫ শতাংশ

[B] প্রায় 80 শতাংশ

[C] প্রায় 50 শতাংশ

[D] প্রায় 100 শতাংশ

Answer – প্রায় 75 শতাংশ

৪) আগামী 50 বছরে কৃষি উৎপাদন বাড়ানোর প্রয়োজন-

[A] তিন গুণ

[B] পাঁচ গুণ

[C] চারগুন

[D] দ্বিগুন

Answer – তিন গুণ

৫) পরিবেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে-

[A] পশুদের দ্বারা

[B] বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহারের জন্য

[C] জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য

[D] গাছ কাটার জন্য

Answer – জমির অতিরিক্ত ও সঠিক ব্যবহার না করার জন্য

৬) ভবিষ্যতে শক্তি উৎপাদন করা হবে যে প্রক্রিয়ায় তা হল-

[A] সৌরশক্তি

[B] জলপ্রপাত

[C] প্রাকৃতিক গ্যাস থেকে

[D] জীবাশ্ম জ্বালানি

Answer – সৌরশক্তি

WBPSC Food SI Practice Set 149

৭) পৃথিবীর মোট উৎপন্ন খনিজ তেলের মধ্যে কত ভাগ মোট গাড়ি চালাতে ব্যবহৃত হয় ?

[A] শতকরা 40 ভাগ

[B] শতকরা 50 ভাগ

[C] শতকরা 20 ভাগ

[D] শতকরা 80 ভাগ

Answer – শতকরা 50 ভাগ

৮) শহরে প্রত্যহ মাথাপিছু কঠিন বর্জ্যের পরিমাণ হল-

[A] 400 গ্রাম

[B] 300 গ্রাম

[C] 100 গ্রাম

[D] 500 গ্রাম

Answer – 500গ্রাম

৯) ভার্মি কম্পোস্ট তৈরি করতে কোন জিপটির সাহায্য লাগে ?

[A] ইঁদুর

[B] কচুরিপানা

[C] ব্যাকটেরিয়া

[D] কেঁচো

Answer – কেঁচো

১০) একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন কতবার শ্বাস গ্রহণ করে ?

[A] 40,000 বার

[B] 22,000 বার

[C] 32,000 বার

[D] 20,160 বার

Answer – 20,160 বার

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) মানুষ কত বছর আগে কৃষিকাজ শিখেছিল ?

[A] 20 লক্ষ

[B] 30 লক্ষ

[C] 10 লক্ষ

[D] 50 লক্ষ

Answer – 20 লক্ষ

১২) বায়ুমন্ডলের CO2গ্যাসের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় পৃথিবীর গড় উষ্ণতা-

[A] কমে যাচ্ছে

[B] বেড়ে যাচ্ছে

[C] সামান্য বাড়ছে

[D] একই থাকছে

Answer – বেড়ে যাচ্ছে

১৩) আবর্জনা স্তূপ থেকে যে দূষিত গ্যাস নির্গত হয় তা হলো-

[A] H2S

[B] CO2

[C]O2

[D] মিথেন ও হাইড্রোজেন সালফাইড

Answer – মিথেন ও হাইড্রোজেন সালফাইসালফাইড

১৪) ভারতের উদ্ভিদ প্রজাতির সংখ্যা হল-

[A] 47, 000

[B] 40,000

[C] 25,000

[D] 50,000

Answer – 47,000

WBPSC Food SI Practice Set 149

১৫) ভারতে প্রাণী প্রজাতির সংখ্যা হল-

[A] 89, 000

[B] 51, 000

[C] 120, 000

[D] 62, 000

Answer – 89,000

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here