WBPSC Food SI Practice Set 15 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 15 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫ (WBPSC Food SI Practice Set 15)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 15

১) দোলা ব্যানার্জি নীচের কোন খেলার সাথে যুক্ত ?

[A] হাই জাম্প

[B] রাইফেল শুটিং

[C] তীরন্দাজি

[D] ক্রিকেট

Answer – তীরন্দাজি

২) জ্যাজ বইটি কার লেখা ?

[A] টনি মরিসন

[B] শোভা দে

[C] বিক্রম শেঠ

Answer – টনি মরিসন

৩) ঝিলম নদী কে হিদাসপিস নাম করা দেয় ?

[A] হিন্দুরা

[B] মৌর্য রা

[C] গ্রিক রা

[D] পারসিক রা

Answer – গ্রিকরা

৪) রোভার্স কাপ কোন খেলার সাথে যুক্ত ?

[A] ফুটবল

[B] ভলিবল

[C] হকি

[D] ক্রিকেট

Answer – ফুটবল

৫) ভারতের সংবিধান রচনা করেন ?

[A] লোকসভা
[B] জাতীয় কংগ্রেস

[C] ব্রিটিশ পার্লামেন্ট

[D] গণ পরিষদ

Answer – গণ পরিষদ

WBPSC Food SI Practice Set 15

৬) সঙ্গীত নাটক একাডেমী কত সালে গঠিত হয়?

[A] ১৯৭৮ সালে

[B] ১৯৫৩ সালে

[C] ১৯৫৮ সালে

[D] ১৯৫৬ সালে

Answer – ১৯৫৩ সালে

৭) ভারতে সবচেয়ে কম জন ঘনত্ব বিশিষ্ট রাজ্য কোণটি ?

[A] অরুণাচল প্রদেশ

[B] কেরল

[C] অন্ধ্র প্রদেশ

[D] তামিলনাড়ু

Answer – অরুণাচল প্রদেশ

৮) রিয়াল কোন দেশের মুদ্রা ?

[A] ইরাক

[B] সৌদি আরব

[C] রোমানিয়া

[D] ইরান

Answer – সৌদি আরব

৯) ভারতের ‘Right To Information Act’ কবে গঠিত হয় ?

[A] ২০০৫

[B] ২০০৬

[C] ২০০৭

[D] ২০০৮

Answer – ২০০৫

WBPSC Food SI Practice Set 15

১০) ‘The Train To Pakistan’ বইটি কার লেখা ?

[A] অরুন্ধুতি রায়

[B] খুসবন্ত সিং

[C] তসলিমা নাসরিন

[D] অমিতাভ ঘোষ

Answer – খুসবন্ত সিং

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) সার্ক এর স্থায়ী সেক্রেটারিয়েট দপ্তর কোথায় ?

[A] দিল্লি

[B] কাঠমান্ডু

[C] কলম্বো

[D] ইসলামাবাদ

Answer – কাঠমান্ডু

১২) কমনওয়েলথ দিবস কোণটি ?

[A] ১২ নভেম্বর

[B] ২১ অক্টোবর

[C] ১০ জুন

[D] ২৪ মে

Answer – ২৪ মে

১৩) বায়ু তে কোন উপাদান সর্বাধিক থাকে ?

[A] জলীয় বাস্প

[B] নাইট্রোজেন

[C] কার্বন ডাই অক্সাইড

[D] অক্সিজেন

Answer – নাইট্রোজেন

১৪) রক্ততঞ্চনে কোন ভিটামিন সাহায্য করে ?

[A] B1

[B] A

[C] K

[D] D

Answer – K

১৫) জোজিলা পাস যুক্ত করেছে?

[A] কাশ্মীর ও তিব্বত

[B] লেহ ও শ্রীনগর

[C] লেহ ও কার্গিল

[D] নেপাল ও তিব্বত

Answer – লেহ ও শ্রীনগর

নতুন চাকরির খবর – Click Here