WBPSC Food SI Practice Set 154 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫৪ (WBPSC Food SI Practice Set 154)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 154
১) কোন সম্রাট ভারতের নেপোলিয়ন নামে অভিহিত ছিল?
Answer – সমুদ্রগুপ্ত
২) কোন দেশ প্রথম কৃত্রিম উপগ্রহ লঞ্চ করেছিল?
Answer – রাশিয়া
৩) বাংলার মাকুদহীন রাজা কাকে বলা হয় ?
Answer – সুরেন্দ্রনাথ ব্যানার্জি কে
৪) রামচরিত মানস গ্রন্থটি কে রচনা করে?
Answer – তুলসী দাস
৫) বিহারী বুলবুল কাকে বলা হত ?
Answer – চিন্তামণিকে
WBPSC Food SI Practice Set 154
৬) বাবরকে কোহিনুর হীরা কে উপহার দেন ?
Answer – হুমায়ুন
৭) ভারতের কোন রাজ্যের পুরন নাম NEFA ?
Answer – অরুনাচল প্রদেশ
৮) অর্থশাস্ত্র কে রচনা করেছিলেন ?
Answer – কৌটিল্য
৯) রাজতরঙ্গিনী গ্রন্থটির রচয়িতা কে?
Answer – কলহন
১০) ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকাটি কে প্রকাশ করেন?
Answer – মহাত্মা গান্ধী
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) ভারতের লৌহ কাকে মানব বলা হয় ?
Answer – বল্লভ ভাই প্যাটেল কে
WBPSC Food SI Practice Set 154
১২) বিখ্যাত বই পলিটিক্স এর রচয়িতা কে?
Answer – অ্যারিস্টটল
১৩) কে পুলিশ ব্যবস্থার সংস্কার করেন ?
Answer – কর্নওয়ালিস
১৪) মানব শরীরের বৃহত্তম শিরা কোনটি?
Answer – নিম্ন মহাশিরা
১৫) বাংলার আকবর কাকে বলা হয় ?
Answer – হুসেন শাহ কে
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here