WBPSC Food SI Practice Set 156 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৫৬, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WBPSC Food SI Practice Set 156 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৬ (WBPSC Food SI Practice Set 156)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 156

১) কত সালে প্রথম অর্থ কমিশন গঠিত হয়েছিল?

Answer – ১৯৫১ সালে

২) কোন দেশকে হ্রদের দেশ বলা হয় ?

Answer – ফিনল্যান্ডকে

৩) নিউটন কে আবিষ্কার করেন ?

Answer – জেমস চ্যাডউইক

৪) সাতপুরা পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি ?

Answer – ধূপগড়

৫) ভারতের কোন রাজ্যের নৃত্য হল কুচিপুড়ি ?

Answer – অন্ধপ্রদেশ

WBPSC Food SI Practice Set 156

৬) ইউরোপ থেকে ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেন ?

Answer – ভাস্কো-দা-গামা

৭) ভারত স্বাধীনতা লাভের সময় কাশ্মীরের রাজা কে ছিলেন?

Answer – রাজা হরি সিং

৮) উদবাস্ত গ্রন্থটির লেখক কে ছিলেন ?

Answer – হিরনময় বন্দ্যোপাধ্যায়

৯) সিধু ও কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ?

Answer – সাঁওতাল বিদ্রোহ

১০) জলপাইগুড়ি জেলার দীর্ঘতম নদী কোনটি?

Answer – জলঢাকা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারত মহাসাগর মুক্তা কোন দেশকে বলা হয় ?

Answer – শ্রীলঙ্কাকে

১২) ভারতের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্ম কোনটি?

Answer – গোরখপুর

১৩) পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থানটির নাম কি ?

Answer – ময়ূরেশ্বর (বীরভূম)

WBPSC Food SI Practice Set 156

১৪) বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন ?

Answer – লর্ড কর্নওয়ালিস

১৫) ভারতে কখন পশ্চিম ঝঞ্ঝার কারণে বৃষ্টি হয়?

Answer – শীতকালে

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here