WBPSC Food SI Practice Set 161 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬১, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WBPSC Food SI Practice Set 161 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 161)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 161

১) মহাত্মা গান্ধীর প্রথম গণআন্দোলন কোনটি?

Answer – অসহযোগ আন্দোলন

 ২) কলকাতা হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন কে ছিলেন ?

Answer – রাজা রামমোহন রায়

৩) ভারত সেবা সমাজের প্রতিষ্ঠাতা কে ?

Answer – গোপালকৃষ্ণ গোখলে

wbpsc-food-si-practice-set-161

৪) কে পৃথিবীর প্রথম মহিলা মহাকাশচারী ছিলেন ?

Answer – ভ্যালেন্তিনা তে রেস্কোভা

৫) তহকিক ই হিন্দ বইটি কার লেখা?

Answer – অলবিরুনি

৬) কোন নদী ত্রাসের নদী নামে খ্যাত ?

Answer – তিস্তা নদী

৭) সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

Answer – প্রথম চৌধুরী

৮) অগ্নি বীমা কাব্যটি কে রচনা করেন ?

Answer – নজরুল ইসলাম

৯) ভারতের কোথায় বিপ্লবী আন্দোলনের সূচনা হয়েছিল?

Answer – মহারাষ্ট্রে

১০) বৈদিক যুগে ব্যবহৃত কুশিদা শব্দের অর্থ কি ?

Answer – ঋণ

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) গুলামগিরি গ্রন্থের রচয়িতা কে?

Answer – জ্যোতিবা ফুলে

১২) বর্তমানে ভারতের হাইকোর্টের সংখ্যা কত ?

Answer – ২৫ টি

১৩) ব্রজঙ্গনা কাব্যটি কার লেখা?

Answer – মাইকেল মধুসূদন দত্ত

wbpsc-food-si-practice-set-161

১৪) লালবাহাদুর শাস্ত্রী সমাধি কোথায় অবস্থিত ?

Answer – বিজয় ঘাট

১৫) মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে?

Answer – প্যারোটিড গ্রন্থি

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here