WBPSC Food SI Practice Set 163 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬৩ (WBPSC Food SI Practice Set 163)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 163
১) হালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায়হালাল জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত ?
Answer – জম্মু ও কাশ্মীর
২) কোন নদীর তীরে সুরাট শহরটি অবস্থিত?
Answer – তাপ্তি নদী
৩) কোনটি আত্মঘাতী থলি হিসেবে পরিচিত?
Answer – লাইসোজোম
৪) সুদামা গুহা কে নির্মাণ করেন ?
Answer – সম্রাট অশোক
৫) মানব শরীরের সর্ববৃহৎ গ্রন্থটির নাম কি ?
Answer – যকৃৎ
৬) আরণ্যক উপন্যাসটির রচয়িতা কে?
Answer – বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
৭) ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পতাকা প্রথম উত্তোলন করেন কে?
Answer – মঙ্গল পান্ডে
WBPSC Food SI Practice Set 163
৮) কে অনুশীলন সমিতির প্রথম সভাপতি ছিলেন ?
Answer – প্রমথনাথ মিত্র
৯) কোন হরমোনকে সংকটকালীন হরমোন বলে ?
Answer – অ্যাড্রিনালিন
১০) কোন ধাতুর দূষণে হটাই হটায় রোগ হয় ?
Answer – ক্যাডমিয়াম
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) পাস বই ও মেজদা প্রথা কে প্রচলন করেন ?
Answer – গিয়াসউদ্দিন বলবন
১২) ডাবের জলে কোন হরমোন থাকে ?
Answer – কাইনিন
১৩) অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন ?
Answer – রমেশচন্দ্র দত্ত।
WBPSC Food SI Practice Set 163
১৪) The white Tiger বইটি লেখক কে?
Answer – অরবিন্দ আদিগা
১৫) কোন নদীতে যোগ জলপ্রপাত অবস্থিত?
Answer – সরাবতী
সমস্ত প্র্যাকটিস সেট | Click Here |
নতুন চাকরির খবর – Click Here