WBPSC Food SI Practice Set 165 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬৫, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 165 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৫ (WBPSC Food SI Practice Set 165)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 165

১) মহানন্দা সমতল ভূমি এলাকাটি নিজের কোনটি সঙ্গে যুক্ত নয় ?

Answer – মুর্শিদাবাদ

২) আলিপুরদুয়ার শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?

Answer – কালজানি

৩) পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত কোন নদীরটি বৃষ্টির জল দ্বারা পুষ্ট নয়?

Answer – তিস্তা

৪) মালদা জেলার প্রাচীন পলিমাটিকে কি বলে?

Answer – বরেন্দ্রভূমি

WBPSC Food SI Practice Set 165

৫) কোন স্থানটি ভুটানের যাওয়ার প্রবেশপথ নামে পরিচিত?

Answer – জলপাইগুড়ি

৬) দামোদর নদী একটি শাখা কি নামে রূপনারায়ণের সাথে মিশেছে ?

Answer – মুন্ডেশ্বরী

৭) পশ্চিমবঙ্গের বিখ্যাত পাখিরালয় কোনটি?

Answer – কুলিক

৮) ফারাক্কা নদীর বাঁধ কত সালে গড়ে উঠেছিল?

Answer – ১৯৭৫ সালে

৯) জাতীয় বোটানিকেল গার্ডেন কোথায় অবস্থিত?

Answer – হাওড়া

১০) রমনা বাগান অভয়ারণ্যটি কোন জেলায় রয়েছে ?

Answer – বর্ধমান

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) স্বত্ব বিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

Answer – লড ডালহৌসি

১২) মানুষের প্রতি কানে কয়টি হাড় থাকে ?

Answer – ৩টি করে

১৩) নাইট্রোজেন সার হিসেবে কি ব্যবহৃত হয় ?

Answer – অ্যাজোল্লা

১৪) পৃথিবীর গভীরতম স্থানটির নাম কি ?

Answer – মারিয়ানা খাত

১৫) ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত?

Answer – বেলজিয়াম

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here