WBPSC Food SI Practice Set 169 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৬৯, বাছাই করা ১৫ টি প্রশ্ন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 169 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারেনি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৯ (WBPSC Food SI Practice Set 169)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 169

১) গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়?

Answer – ঋকবেদ

২) ঘর্ঘরা নদীর আগের নাম কি ছিল?

Answer – সরস্বতী

৩) মগদের কোন রাজা সর্বপ্রথম গৌতম বুদ্ধের শিষ্যত্ব লাভ করেন ?

Answer – বিম্বিসার

৪) মিউকর কোন উৎসেচক তৈরি করে ?

Answer – ডায়াস্টেজ উৎসেচক

৫) ডেলি পরিষেবায় প্রথম কোন বছর অপটিক্যাল ফাইবার ব্যবহার শুরু হয় ?

Answer – ১৯৭৫ সালে

WBPSC Food SI Practice Set 169

৬) নীল নদের প্রধান দুটি উপনদী কি কি ?

Answer – বার -এল – ও আটাবারা

৭) বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

Answer – কেওক্রাডং

৮) কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় ?

Answer – ভিটামিন A

৯) LVM3- এর পুরো কথা কি?

Answer – launch vehicle Mark-III

১০) রোগ নির্ণয়ের জন্য এলিজা পরীক্ষা হয় ?

Answer – AIDS

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) গোবর গ্যাসের মুখ্য উপাদান কি ?

Answer – মিথেন

১২) রিকেট রোগের সঙ্গে জড়িত কি ?

Answer – হাড়

১৩) স্বত্ববিলোপ নীতি কে প্রবর্তন করেন ?

Answer – লর্ড ডালহৌসি

১৪) মানুষের প্রতি কানে কয়টি হাড় থাকে ?

Answer – তিনটি

১৫) নাইট্রোজেন সার হিসেবে কি ব্যবহৃত হয় ?

Answer – অ্যাজোল্লা

সমস্ত প্র্যাকটিস সেটClick Here

নতুন চাকরির খবর – Click Here