WBPSC Food SI Practice Set 18 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৮, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 18 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৮ (WBPSC Food SI Practice Set 18)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 18

১) “মাজুলি দেশের প্রথম দ্বীপ জেলা । এটি ভারতের কোন রাজ্যের মধ্যে অবস্থিত?

[A] আসাম

[B] ত্রিপুরা

[C] মেঘালয়

[D] অরুণাচল প্রদেশ

Answer – আসাম

২) লোকসভার এংলো- ইন্ডিয়ান কমিউনিটির প্রতিনিধি মনোনীত করতে পারেন ?

[A] প্রধানমন্ত্রী

[B] রাষ্ট্রপতি

[C] সংখ্যালঘু কমিশন

Answer – রাষ্ট্রপতি

৩) ওজোনস্তর বায়ুমণ্ডলের কোন স্তরে আছে ?

[A] মেসোস্পিয়ার 

[B] লিথোস্পিয়ার

[C] স্ট্রাটোস্পিয়ার  

[D] বায়োস্পিয়ার

Answer – স্ট্রাটোস্পিয়ার  

৪) অ্যাসিড সম্পর্কে নীচের কোন তথ্য টি সঠিক নয় ?

[A] জলীয় দ্রবনে H + উৎপন্ন করে ?

[B] জলীয় দ্রবনে অ্যাসিড তড়িৎ পরিবাহী

[C] অ্যাসিড নীল লিটমাসকে লাল করে

[D] বেশির ভাগ অ্যাসিডে হাইড্রোজেন থাকে

Answer – জলীয় দ্রবনে অ্যাসিড তড়িৎ কুপরিবাহী

৫) ভুটানের মুদ্র হল-

[A] মার্কা

[B] মানত

[C] পেসো

[D] গুলট্রাম

Answer – গুলট্রাম

WBPSC Food SI Practice Set 18

৬) ১৮০০ খিষ্ট্রপূর্বাব্দে ধান চাষের প্রমান মিলেছে ?

[A] চানহুদরোতে

[B] কালিবঙ্গানে

[C] লোথালে

[D]হরপ্পাতে

Answer – লোথালে

৭) নীচের কোন শহর টি দেশের সড়ক অবকাঠামোর জন্য নির্মিত “সোনালী চতুর্ভুজ (Golden Quadrilateral )” তে নেই ?

[A] সুরাট

[B] ধানবাদ

[C] গয়া

[D] পুনে

Answer – গয়া

৮) অ্যালুমিনিয়াম অক্সাইড – এর আনবিক সুত্র হল?

[A] Al2O3

[B] AlO

[C] AlO3

[D] Al3O2

Answer – Al2O3

৯) পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি ?

[A] আওয়ামী ন্যাশনাল পার্টি

[B] তহরিক-ই-ইনসাফ

[C] আওয়ামী পিপলস পার্টি

[D] জামাত-ই-ইসলামি

Answer – তহরিক-ই-ইনসাফ

১০) ধন্বন্তরি পুরষ্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

[A] কৃষিকাজ

[B] চিকিৎসা

[C] মহাকাশ গবেষণা

[D] সামাজিক

Answer – চিকিৎসা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কত সালে ইন্ডিয়ান ইউনিভার্সিটি অ্যাক্ট চালু হয়?

[A] ১৯০৪ সালে

[B] ১৯০৬ সালে

[C] ১৯০৮ সালে

[D] ১৯১২ সালে

Answer – ১৯০৪ সালে

WBPSC Food SI Practice Set 18

১২) “On Balance” বইটি কার আত্মজীবনী ?

[A] ফাতিমা বিবি

[B] আনা চান্দি 

[C] লীলা শেঠ

[D] ইন্দিরা গান্ধী

Answer – লীলা শেঠ

১৩) সুতানু টি গ্রামের বর্তমান অবস্থান –

[A] শ্যামবাজার

[B] হালি শহর

[C] চাঁদনী চৌক

[D] শোভাবাজার

Answer – শোভাবাজার

১৪) নীচের নদী গুলির মধ্যে জোয়ারের জলে পুষ্ট নদী কোন টি ?

[A] শিলাবতী

[B] অজয়

[C] মাতলা

Answer – মাতলা

১৫) জয়া ও HKR-120 কোন শস্যর রকম ?

[A] ধান

[B] বাজরা

[C] গম

[D] জোয়ার

Answer – ধান

নতুন চাকরির খবর – Click Here