WBPSC Food SI Practice Set 19 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 19 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ১৯ (WBPSC Food SI Practice Set 19)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 19

১) ভারতের পিটসবার্গ কোন শহর কে বলা হয় ?

[A] কোচি

[B] প্রয়াগ

[C] জামসেদপুর

[D] মাদুরাই

Answer – [C] জামসেদপুর

২) খাদ্য পরিপাকের জন্য পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়?

[A] নাইট্রিক অ্যাসিড

[B] ইউরিক  অ্যাসিড

[C] সালফিউরিক অ্যাসিড

[D] হাইড্রোক্লোরিক অ্যাসিড

Answer – [D] হাইড্রোক্লোরিক অ্যাসিড

৩) কত সালে ভারতে নৌ- বিদ্রোহ হয়েছিল ?

[A] ১৯৪৫

[B] ১৯৪৬

[C] ১৯৪২

[D] ১৯৪০

Answer – [B] ১৯৪৬

৪) ম্যালেরিয়া রোগ সৃষ্টি কারী প্রোটোজোয়াটি হল ?

[A] প্যারামিসিয়াম

[B] প্লাজমোডিয়াম

[C] এন্টামোবিয়া

[D] লেসমানিয়া

Answer – [B] প্লাজমোডিয়াম

WBPSC Food SI Practice Set 19

৫)  যখন কোণও বস্তু পৃথিবী থেকে চাঁদে স্থানান্তরিত হয় তখন —–।

[A] এর ওজন বাড়ে

[B] এর ভর কমে যায়

[C] এর ভর অপরিবর্তিত থাকে

[D] এর ভর বেরে যায়

Answer – [C] এর ভর অপরিবর্তিত থাকে

৬) নীচে কোন টি গ্রাম পঞ্চায়েতের আয়ের উৎস নয়?

[A] সরকারের অনুদান

[B] আয়কর

[C] গৃহ কর

[D] জমির ওপরে স্থানীয় কর

Answer – [B] আয়কর

৭) রুদ্রপ্রয়াগ ____ এর সঙ্গমস্থলে অবস্থিত –

[A] মন্দাকিনী ও অলকানন্দা

[B] ঋষিগঙ্গা ও অলকানন্দা

[C] ভাগীরথী ও অলকানন্দা

[D] রামগঙ্গা ও অলকানন্দা

Answer – [A] মন্দাকিনী ও অলকানন্দা

৮) কোণো তারের দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদ দ্বিগুন করলে সেটির রোধ –

[A] ৪ গুন কমবে

[B] ৪ গুন বাড়বে

[C] ২ গুন বাড়বে

[D] অপরিবর্তিত থাকবে

Answer – [D] অপরিবর্তিত থাকবে 

৯) ভারতের অর্থনৈতিক পরিকল্পনা সম্পর্কে বলা যাবে না এটি –

[A] বাধ্যতামূলক

[B] সীমিত

[C] ইঙ্গিত পূর্ণ

[D] গণতান্ত্রিক

Answer – [A] বাধ্যতামূলক

১০) পর্যায় সারণীর ১৮ তম গ্রুপে কয়টি মৌল আছে ?

[A] ৭

[B] ৬

[C] ৫

[D] ৮

Answer – [A] ৭

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) জম্বু ও কাশ্মীর যোগদান দিবস (Jammu and Kashmir’s Accession Day) প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয় ?

[A] ২৮ অক্টোবর

[B] ২৫ অক্টোবর

[C] ২৬ অক্টোবর

[D] ২৭ অক্টোবর

Answer – [C] ২৬ অক্টোবর

১২) ২০২২ সালের IPL এ নিচের কোন শহর ২ টি থেকে ২ টি নতুন দল অংশগ্রহন করবে বলে সম্প্রতি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ?

[A] সুরাট ও চেন্নাই

[B] বেঙ্গালুরু ও হায়দ্রাবাদ

[C] আহমেদাবাদ ও লখনউ

[D] ইন্দোর ও কলকাতা

Answer – [C] আহমেদাবাদ ও লখনউ

WBPSC Food SI Practice Set 19

১৩) সম্প্রতি প্রবাসী ভারতীয় কানাডার নতুন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন /

[A] বারদিস ছাগার

[B] অনিতা আনন্দ

[C] হারজিত সজ্জন

[D] জগমিত সিং

Answer – [B] অনিতা আনন্দ

১৪) সম্প্রতি কোন শহর ‘City with most sustainable transport system award’ পুরষ্কার জিতে নিয়েচে?

[A] ইন্দোর

[B] কোচি

[C] কোলকাতা

[D] চেন্নাই

Answer – [B] কোচি

WBPSC Food SI Practice Set 19

১৫) সম্প্রতি ৫১ তম দাদাসাহেব ফালকে পুরষ্কারে সম্মানিত হয়েছেন কোন অভিনেতা?

[A] অমিতাভ বচ্চন

[B] অনুপম খের

[C] রজনীকান্ত

[D] বিনোদ খান্না

Answer – [C] রজনীকান্ত

নতুন চাকরির খবর – Click Here