WBPSC Food SI Practice Set 21 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২১, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 21 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২১ (WBPSC Food SI Practice Set 21)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 21

১) অপ্সরা হল ভারতের প্রথম ?

[A] রেল ইঞ্জিন

[B] হেলিকাপটার

[C] পারমাণবিক চুল্লি

[D] যুদ্ধের ট্যাঙ্ক

Answer – [C] পারমাণবিক চুল্লি

২) পুস্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয় ?

[A] জয়পুর

[B] যোধপুর

[C] আজমীর

[D] আমেদাবাদ

Answer – [C] আজমীর

৩) মানুষের শরীরে লোহিত রক্ত কনিকার সংখ্যা বেরে গেলে তাকে কি বলে ?

[A] পলিসায়থিমিয়া

[B] অলিগোসায়থিমিয়া

[C] লিউকোসায়থিমিয়া

[D] লিউকিমিয়া

Answer – [A] পলিসায়থিমিয়া

৪) হামাদ কোন দেশের গুপ্তচর সংস্থা ?

[A] জাপান

[B] ব্রিটেন

[C] ইজরায়েল

[D] আমেরিকা

Answer – [C] ইজরায়েল

WBPSC Food SI Practice Set 21

৫) জাতীয় যুব দিবস কবে?

[A] ১০ জুন

[B] ২৩ মার্চ

[C] ১০ ডিসেম্বর

[D] ১২ জানুয়ারি

Answer – [D] ১২ জানুয়ারি

৬) ‘বম্বে গোল্ড কাপ নাম কি সের সাথে যুক্ত

[A] ফুটবল

[B] হকি

[C] ক্রিকেট

[D] টেনিস

Answer – [B] হকি

৭) UNICEF এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

[A] প্যারিস

[B] নিউইয়র্ক

[C] ওয়াশিংটন ডিসি

[D] ইন্দোনেশিয়া

Answer – [B] নিউইয়র্ক

৮) ব্রিমস্টোন হল?

[A] সোডিয়াম

[B] ফসফরাস

[C] সালফার

[D] ম্যাগনেসিয়াম

Answer – [C] সালফার

৯) সামরিক মহড়া ‘ মালাবার ‘ এ অংশ গ্রহন কারী দেশ হল ?

[A] ভারত, যুক্তরাষ্ট্র, জাপান

[B] ভারত, মায়ানমার , মালদ্বীপ

[C] জাপান, মালদ্বীপ , ভারত

Answer – [A] ভারত, যুক্তরাষ্ট্র, জাপান

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১০) কুইটো কার রাজধানী

[A] ইকুয়েডর

[B] ভেনেজুয়েলা

[C] ইন্দোনেশিয়া

[D] পেরু

Answer – [A] ইকুয়েডর

১১) ভারতীয় সেনাবাহিনী কটি কমান্ডে বিভক্ত ?

[A] ৪ টি

[B] ৫ টি

[C] ৬ টি

[D] ৭ টি

Answer – [D] ৭ টি

১২) ডায়েট কোন দেশের পার্লামেন্টের নাম?

[A] জাপান

[B] নেপাল

[C] জর্জিয়া

[D] পর্তুগাল

Answer – [A] জাপান

১৩) বিশ্ব তামাক বিরোধী দিবস?

[A] ২০ জুন

[B] ২৩ জুলাই

[C] ৩১ মে

[D] ২৩ ফেব্রুয়ারি

Answer – [C] ৩১ মে

WBPSC Food SI Practice Set 21

১৪) ভারতীয় মহিলা হিসেবে প্রথম কে প্যারা অলিম্পিকে মডেল জেতেন ?

[A] দিপা মালিক

[B] দিপিকা কুমারী

[C] ঋতু ফোগাট

[D] জয়ন্তী বেহেরা

Answer – [A] দিপা মালিক

১৫) Nelumbo Nucifera কার বিজ্ঞানসম্মত নাম ?

[A] জবা ফুল

[B] টগর ফুল

[C] পদ্ম ফুল

[D] গোলাপ ফুল

Answer – [C] পদ্ম ফুল

নতুন চাকরির খবর – Click Here