WBPSC Food SI Practice Set 22 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২২, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 22 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২২ (WBPSC Food SI Practice Set 22)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছে।

WBPSC Food SI Practice Set 22

১) নীলদর্পণ ইংরেজি অনুবাদ প্রকাশ করার জন্য কাকে জরিমানা করা হয় ও কারাদণ্ড দেওয়া হয়?

[A] মাইকেল মধুসুধন দত্ত

[B] পাদ্রী জেমস লঙ

[C] উইলিয়াম কেরি

[D] হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় 

Answer – [B] পাদ্রী জেমস লঙ

২) ভারতের পিটসবার্গ কোন শহর কে বলা হয় ?

[A] প্রয়াগ

[B] মাদুরাই

[C] জামশেদপুর

[D] কোচি

Answer – [C] জামশেদপুর

৩) তাঁতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন ?

[A] বাহাদুর শাহ জাফর

[B] মঙ্গল পাণ্ডে

[C] নানা সাহেব

[D] রানী লক্ষ্মীবাঈ

Answer – [C] নানা সাহেব

৪) ‘A Brief History of Time’ বইটির লেখক কে?

[A] স্টিফেন হকিং

[B] খুশবন্ত সিং

[C] নেলসন ম্যান্ডেলা

[D] জে কে রাউলিং

Answer – [A] স্টিফেন হকিং

৫) ভোরঘাট পাস কোথায় অবস্থিত ?

[A] মহারাষ্ট্র

[B] কেরালা

[C] সিকিম

[D] জম্বু- কাশ্মীর

Answer – [A] মহারাষ্ট্র

WBPSC Food SI Practice Set 22

৬) পানিপথের যুদ্ধ হয়েছিল কোন নদীর তীরে ?

[A] মেঘনা

[B] সিন্ধু

[C] যমুনা

[D] গঙ্গা

Answer – [C] যমুনা

৭) কে ১৯৫০ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেছিলো ?

[A] বারীন্দ্র কুমার ঘোষ

[B] ক্ষুদিরাম বসু

[C] পুলিন বিহারী দাস

[D] কেশবচন্দ্র সেন

Answer – [C] পুলিন বিহারী দাস

৮) জলে ডুবে মৃত্যুর ক্ষেত্রে ডায়াগোনিসিস করতে নীচের কোনটির সাহায্য নেওয়া হয় ?

[A] লাইকেন

[B] ডায়াটোম

[C] প্রটোজায়া

[D] সায়ানো ব্যাকটেরিয়া

Answer – [B] ডায়াটোম

৯) ভূপৃষ্ঠে গতিশীল কোন বস্তু কিছু সময় পরে নিজে থেকেই  থেমে যায়?

[A] জাড্য ধর্মের জন্য

[B] অভিকর্ষ বলের জন্য

[C] ঘর্ষণ বলের জন্য

[D] ভরবেগের সংরক্ষণ সুত্রের জন্য

Answer – [C] ঘর্ষণ বলের জন্য

১০) হরপ্পা সভ্যতার ম্যানচেস্টার “ বলা হয় কোন শহর কে ?

[A] লোথাল

[B] রোপার

[C] কালিবঙ্গান

[D] ধোলাভিরা

Answer – [A] লোথাল

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) UNESCO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

[A] হেগ

[B] প্যারিস

[C] ওয়াশিংটন ডিশি

[D] লন্ডন

Answer – [B] প্যারিস

১২) প্রাণী দেহে যে কোষ বিভাজিত হয় না সেটি হল ?

[A] জনন কোষ

[B] রক্ত কোষ

[C] অস্থি কোষ

[D] স্নায়ু কোষ

Answer – [D] স্নায়ু কোষ

১৩) গেইগার মুলার কাউন্টার “ কি নির্ণয়ে ব্যবহৃত হয়?

[A] কয়লা

[B] তেজস্ক্রিয়তা

[C] ভূগর্ভস্থ তৈল ক্ষেত্র

[D] শব্দের গতিবেগ ও দিক

Answer – [B] তেজস্ক্রিয়তা

WBPSC Food SI Practice Set 22

১৪) বাংলা দেশের প্রধান অর্থকারি ফসল কোণটি?

[A] ইক্ষু

[B] তামাক

[C] পাট

[D] কার্পাস

Answer – [C] পাট

১৫) নেইল পালিশ রিমুভারে কি থাকে ?

[A] এসিটোন

[B] ইথিলিন

[C] সাইট্রিক এসিড

[D] বেঞ্জিন

Answer – [A] এসিটোন

নতুন চাকরির খবর – Click Here