WBPSC Food SI Practice Set 23 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২৩, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 23 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২৩ (WBPSC Food SI Practice Set 23)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 23

১) ONGC – পুরো কথাটি কি ?

[A] Oil and Natural Gas Company

[B] Organization of non-governmental Companies

[C] Organization of non-governmental Co-Operatives

[D] Oil and Natural Gas Corporation Limited

Answer – [D] Oil and Natural Gas Corporation Limited

২) ভারতের রাষ্ট্রপতি কোন ব্যাক্তির কাছে তার পদত্যাগ পত্র জমা দেন?

[A] উপ রাষ্ট্রপতি

[B] প্রধান বিচারপতি

[C] প্রধান মন্ত্রী

[D] লোকসভার স্পিকার

Answer – [A] উপ রাষ্ট্রপতি

৩) কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্তজমাট বাঁধে না?

[A] হেপারিন

[B] ফাইব্রিন

[C] থার্মোপ্রাস্টিন

[D] হিমোগ্লোবিন

Answer – [A] হেপারিন

৪) কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন?

[A] রাজকুমারী অমৃতা কৌর 

[B] সুচেতা কৃপালিনি

[C] সরোজিনী নাইডু

[D] অ্যানি বেসান্ত

Answer – [C] সরোজিনী নাইডু

৫) নীচের কোণটি সিন্ধু সভ্যতার ধ্বংসের একটি সম্ভাব্য কারন হিসেবে ধরা হয় না?

[A] বন্যা

[B] অগ্নিকাণ্ড

[C] ভূমিকম্প

[D] আর্যদের আক্রমণ

Answer – [B] অগ্নিকাণ্ড

৬) টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

[A] পশ্চিমবঙ্গ

[B] মেঘালয়

[C] মণিপুর

[D] গোয়া

Answer – [C] মণিপুর

৭) প্রাচ্যের ডান্ডি “কোন শরহকে বলা হয়?

[A] নারায়ণগঞ্জ

[B] শ্রীহট্ট

[C] ঢাকা

[D] রাজশাহী

Answer – [A] নারায়ণগঞ্জ

WBPSC Food SI Practice Set 23

৮) গ্রাম রেডিয়াম কে ১০ গ্রাম রেডিয়াম সালফেট করা হল। এতে তেজস্ক্রিয়টার কি পরিবর্তন –

[A] হয় না

[B] হয়

[C] হতেও পারে নাও হতে পারে

[D] বলা সম্ভব নয়

Answer – [A] হয় না

৯) জেটের কার্যনীতি হল-

[A] ভরের সংরক্ষণ করা

[B] শক্তির সংরক্ষণ করা

[C] রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র

[D] কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্র

Answer – [C] রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র

১০) ভারত শাসন আইন কে “Charter of Slavery” কে বলেছিলেন ?

[A] মহাত্মা গান্ধী

[B] জওহরলাল নেহেরু

[C] বাল গঙ্গাধর তিলক

[D] বল্লভভাই প্যাটেল

Answer – [B] জওহরলাল নেহেরু

১১) মৌলিক অধিকার গুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন

[A] সংসদ

[B] মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি

[C] সংসদের অনুমতি সাপেক্ষে রাষ্ট্রপতি

[D] সর্বোচ্চ আদালতের সুপারিস্ক্রমে রাষ্ট্রপতি

Answer – [B] মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১২) ত্রিপিটকের “পিটক” কথাটির অর্থ কি?

[A] গ্রন্থ

[B] ঝুড়ি

[C] সত্য

[D] সিদ্ধান্ত

Answer – [B] ঝুড়ি

১৩) অর্থনীতির জনক কাকে বলা হয়?

[A] কার্ল মার্ক্স

[B] ভিন্সেন্ত স্মিথ

[C] ম্যাক্স মুলার

[D] এডাম স্মিথ

Answer – [D] এডাম স্মিথ

১৪) কাঁকরাপাড়া আণবিক কেন্দ্র ভারতের কোন শহর অবস্থিত ?

[A] সুরাট

[B] কোটা

[C] মুম্বাই

[D] কালপক্কম

Answer – [A] সুরাট

WBPSC Food SI Practice Set 23

১৫) ব্যারাকপুরে সেনাছাউনিতে মঙ্গল পাণ্ডে মহাবিদ্রোহের সূচনা করেন-

[A] ১৮৫৭ সালের ২৯ শে মার্চ

[B] ১৮৫৭ সালের ৩১ শে আগস্ট

[C] ১৮৫৭ সালের ৮ ই আগস্ট

[D] ১৮৫৭ সালের ১৫ই জানুয়ারি

Answer – [A] ১৮৫৭ সালের ২৯ শে মার্চ

নতুন চাকরির খবর – Click Here