WBPSC Food SI Practice Set 29 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ২ ৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 29 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট (WBPSC Food SI Practice Set 29)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 29

১) আধুনিক দীর্ঘ পর্যায় সারনির মোট কটি শ্রেণী রয়েছে?

[A] ১৮

[B] ৯

[C] ১৭

[D] ১৬

Answer – [A] ১৮

২) কোন সালে কলকাতা বিশ্ব বিদ্যালয় স্থাপিত হয়েছিল?

[A] ১৮৫৭

[B] ১৮৮০

[C] ১৮৭৫

[D] ১৮৫৬

Answer – [A] ১৮৫৭

৩) আরাবল্লি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?

[A] গুরুশিখর

[B] পাঁচমারি

[C] দোদাবেতা

[D] ধুপগড়

Answer – [A] গুরুশিখর

৪) ভারত বর্ষের কোন রাজ্যে সর্বাধিক কয়লা উৎপাদিত হয়?

[A] উড়িষ্যা

[B] অন্ধ্র প্রদেশ

[C] ঝাড়খণ্ড

[D] ছত্তিশগড়

Answer – [D] ছত্তিশগড়

WBPSC Food SI Practice Set 29

৫) যোগ দর্শনের ব্যাখ্যা দেন?

[A] পতঞ্জলি

[B] জামিনি

[C] গৌতম

[D] শঙ্করাচার্য

Answer – [A] পতঞ্জলি

৬) ভারতীয় পার্লামেন্ট কবে সন্ত্রাসবাদীদের দ্বারা আক্রান্ত হয়?

[A] ২ ডিসেম্বর ২০০১

[B] ১১ ডিসেম্বর ২০০১

[C] ১৩ ডিসেম্বর ২০০১

[D] ১১ সেপ্টেম্বর ২০০১

Answer – [C] ১৩ ডিসেম্বর ২০০১

৭) কোন মামলায় সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দান করেছিল যে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংবিধানের অংশ নয়?

[A] মিনার্ভা মিলস মামলা

[B] বেরুবাড়ী মামলা

[C] কেসবানন্দ ভারতী মামলা

[D] গোলোকনাথ মামলা

Answer – [B] বেরুবাড়ী মামলা

৮) রিজার্ভ ব্যাংকের গভর্নর কে?

[A] শক্তিকান্ত দাস

[B] ডঃ রাজীব কুমারর

[C] রাজনিশ কুমার

[D] জনীকান্ত মিশ্র

Answer – [A] শক্তিকান্ত দাস

৯) পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয়?

[A] ১৯৪৮

[B] ১৯৫১

[C] ১৯৫৩

[D] ১৯৫৬

Answer – [B] ১৯৫১

১০) Thomas Cup 2021 জিতল কোন দেশ?

[A] চিন

[B] নেপাল

[C] ভারত

[D] ইন্দ্রোনেশিয়া

Answer – [C] ভারত

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কত খ্রিঃ মেন্ডেলিফ পর্যায় সারণী তালিকা প্রকাশ করেন?

[A] ১৮৬৪

[B] ১৯০৭

[C] ১৮৬৯

[D] ১৯৩১

Answer – [C] ১৮৬৯

WBPSC Food SI Practice Set 29

১২) অর্থনীতির জনক কাকে বলা হয়?

[A] কার্ল মার্ক্স

[B] ভিন্সেন্ত স্মিথ

[C] এডাম স্মিথ

[D] ম্যাক্স মুলার

Answer – [C] এডাম স্মিথ

১৩) FUSE WIRE এ থাকে –

[A] সিসা ও লোহা

[B] টিন ও সিসা

[C] লোহা ও তামা

[D] টিন ও তামা

Answer – [B] টিন ও সিসা

১৪) টি -২০ ক্রিকেটে ৪ বলে ৪ টি উইকেট নেওয়া তৃতীয় ক্রিকেটার হলেন- Curtis Campher, তিনি কোন দেশের ক্রিকেটার ?

[A] দক্ষিণ আফ্রিকা

[B] আয়ারল্যান্ড

[C] অস্ট্রেলিয়া

Answer – [B] আয়ারল্যান্ড

১৫) ‘গায়েত্রি মন্ত্র ‘কে রচনা করেন?

[A] ইন্দ্র

[B] বশিষ্ট

[C] পরিক্ষিৎ

[D] বিশ্বামিত্র

Answer – [D] বিশ্বামিত্র