WBPSC Food SI Practice Set 33 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩৩ (WBPSC Food SI Practice Set 33)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 33
১) মহারাণা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল?
[A] চেতক
[B] হায়গ্রিব
[C] বাদল
[D] বুলবুল
Answer – চেতক
২) BRICS -এ B দ্বারা চিহ্নিত কোন দেশ?
[A] বেলজিয়াম
[B] ব্রাজিল
[C] বাংলা দেশ
[D] বাহরাইন
Answer – ব্রাজিল
৩) কবে ভারতের ‘ বিলঙ্গীকৃত কমিটি ‘ তৈরি করা হয় ?
[A] ১৯৯৮ সালের আগস্টে
[B] ১৯৯৬ সালের আগস্টে
[C] ১৯৯৫ সালের আগস্টে
[D] ১৯৯২ সালের আগস্টে
Answer – ১৯৯৬ সালের আগস্টে
WBPSC Food SI Practice Set 33
৪) কোন নদিতে তেহরি হাইড্রোইলেকট্রিক কমপ্লেক্স অবস্থিত ?
[A] মন্দাকিনী
[B] ধোলিগঙ্গা
[C] ভাগীরথী
[D] অলকানন্দা
Answer – ভাগীরথী
৫) কোন সময় জৈন ধর্ম শ্বেতাম্বর ও দিগম্বর সম্প্রদায়ে বিভক্তি হয়ে যায় ?
[A] চন্দ্র গুপ্ত মৌর্যের আমলে
[B] কনিস্কের আমলে
[C] অশোকের আমলে
Answer – চন্দ্র গুপ্ত মৌর্যের আমলে
৬) VLSI কথাটির পুরো অর্থ হল –
[A] Village Level Systems Integration
[B] Village Level Systems Integration
[C] Verified Large System Integration
[D] Very Large Scale Integration
Answer – Very Large Scale Integration
৭) ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানি-কি-ভাভ কোথায় অবস্থিত ?
[A] পাটনা,গুজরাট
[B] সিমলা, হিমাচল প্রদেশ
[C] কোনারক , ওধিশা
[D] যোধপুর, রাজস্থান
Answer – পাটনা,গুজরাট
৮) ‘Beatrice’ নামক চরিত্রটি কে সেক্সপিয়ারের কোন গ্রন্থে পাওয়া যায় ?
[A] ম্যাকবেথ
[B] রোমিও অ্যান্ড জুলিয়েট
[C] ম্যাচ অ্যাদো অ্যাবাউট নাথিং
[D] কিং লিয়ার
Answer – ম্যাচ অ্যাদো অ্যাবাউট নাথিং
৯) হলুদ ও নীল রং এক সাথে মিশ্রিত করলে কি রং পাওয়া যাবে ?
[A] সবুজ
[B] কমলা
[C] লাল
[D] সাদা
Answer – সবুজ
WBPSC Food SI Practice Set 33
১০) ধমনী সাধারণত —- যুক্ত রক্ত পরিবহণ করে?
[A] অক্সিজেন
[B] কার্বনডাই-অক্সাইড
[C] লিপিড
[D] টক্সিন
Answer – অক্সিজেন
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নীচের কোন দেশ গুলি G-7 এর অন্তর্ভুক্ত ?
[A] কানাডা, ফ্রান্স, জার্মানি ,ইতালি
[B] ফ্রান্স , আমেরিকা , যুক্তরাষ্ট্র , জার্মানি , স্পেন
[C] ফ্রান্স , আমেরিকা , যুক্তরাষ্ট্র, জাপান, চীন
[D] যুক্তরাজ্য ,অষ্টিয়া , জার্মানি , ইতালি
Answer – কানাডা, ফ্রান্স, জার্মানি ,ইতালি
১২) নিচের কোণ ভাষাটি দ্রাবিড় সাহিত্যর অংশ নয়?
[A] সংষ্কৃত
[B] তেলেগু
[C] তালিম
[D] কন্নড়
Answer – সংষ্কৃত
নতুন চাকরির খবর – Click Here