WBPSC Food SI Practice Set 38 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩৮ (WBPSC Food SI Practice Set 38)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 38
১) ভারতের সংবিধানের কোন ধারায় নাগরিকদের মৌলিক অধিকার সম্পর্কের তথ্য রয়েছে?
[A] ১২থেকে ১৫ নং ধারা
[B] ২২৬ থেকে ২৩৫ নং ধারা
[C] ১২ থেকে ৩৫ নং ধারা
[D] কোনটিই নয়
Answer – ১২ থেকে ৩৫ নং ধারা
২) মহাত্মা গান্ধীর শিল্প শ্রমিকদের সাথে নীচের কোন আন্দোলনটি করেছিলেন?
[A] খেদা সত্যাগ্রহ
[B] আমেদাবাদ আন্দোলন
[C] চম্পারন সত্যাগ্রহ
[D] কোনটিই নয়
Answer – আমেদাবাদ আন্দোলন
৩) তৈমুর লঙ কত সালে ভারত আক্রমণ করেছিলেন ?
[A] ১২১০
[B] ১৩৯৮
[C] ১৩৩২
[D] ১৪৫০
Answer – ১৩৯৮
৪) নীচের কোন শাসক বিহারের বোধগয়াতে প্রসিদ্ধ মহাবোধি মন্দির নির্মাণ করেছিলেন ?
[A] ধর্মপাল
[B] অশোক
[C] দেবপাল
[D] অজাতশত্রু
Answer – অশোক
৫)“হুসেন সাগর হ্রদ “ নীচের কোন স্থানে রয়েছে ?
[A] মাউন্ট আবু
[B] হাইদ্রাবাদ
[C] উদয়পুর
[D] কোনটিই নয়
Answer – হাইদ্রাবাদ
WBPSC Food SI Practice Set 38
৬) নীচের কোণটি থাইল্যান্ডের মুদ্রা ?
[A] বাত
[B] রিঙ্গিত
[C] রুপি
[D] ইউয়ান
Answer – বাত
৭) শেষ মুঘল সম্রাট কে ছিলেন ?
[A] আকবর
[B] বাবর
[C] জাহাঙ্গীর
[D] বাহাদুর শাহ দ্বিতীয়
Answer – বাহাদুর শাহ দ্বিতীয়
৮) জিপন্যাস্টিকে অলিম্পিকের প্রথম ১০ এ ১০ স্কোর করেন কে ?
[A] মেরি লু রেটন
[B] আলেকজান্ডার দিতিয়াটিন
[C] ড্যানিয়েলা সিলিভাস
[D] নাদিয়া কোমানেসি
Answer – নাদিয়া কোমানেসি
৯) মধুবনী চিত্রশৈলী কোন রাজ্যের ?
[A] বিহার
[B] মধ্য প্রদেশ
[C] অন্ধ্র প্রদেশ
[D] উড়িষ্যা
Answer – বিহার
১০) সেশেলস দীপপুঞ্জটি কোথায় অবস্থিত ?
[A] ভারত মহাসাগর
[B] প্রশান্ত মহাসাগর
[C] দক্ষিণ মহাসাগর
[D] আটলান্টিক মহাসাগর
Answer – ভারত মহাসাগর
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নতুন দিল্লি শহরের স্থাপত্য কার কে ছিলেন ?
[A] জর্জ বেকার
[B] স্যার এডউইন লুতিয়েসন
[C] যে করবাসিয়ার
Answer – স্যার এডউইন লুতিয়েসন
১২) PDA কথাটির পুরো অর্থ কি?
[A] Personal Dara Assistant
[B] Personal Digital Assistant
[C] Prime Data Assistant
[D] Prime Digital Assistant
Answer – Personal Digital Assistant
১৩) Bifocal Glasses কে আবিষ্কার করেন ?
[A] আইজাক নিউটন
[B] থমাস আলভা এডিসন
[C] ইভ্যাঞ্জেলিস্ট
[D] বেঞ্জামিন ফ্র্যাংকলিন
Answer – বেঞ্জামিন ফ্র্যাংকলিন
WBPSC Food SI Practice Set 38
১৪) ভারতের জাতীয় গান (National song) কে লিখেছেন ?
[A] রবীন্দ্রনাথ ঠাকুর
[B] বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি
[C] মোহাম্মদ ইকবাল
[D] চিত্রগুপ্ত
Answer – বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি
১৫) কুঞ্চিকল জলপ্রপাত কোথায় অবস্থিত ?
[A] কেরাল
[B] কর্ণাটক
[C] অন্ধ্র প্রদেশ
[D] তেলেঙ্গানা
Answer – কর্ণাটক
নতুন চাকরির খবর – Click Here