WBPSC Food SI Practice Set 39 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৩৮ (WBPSC Food SI Practice Set 39)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 39
১) গ্যাসের চাপ পরিমাপ করতে কোন কোন যন্ত্র লাগে ?
[A] মনোমিটার
[B] ফোনোগ্রাফ
[C] ব্যারোমিটার
[D] ল্যাকটোমিটার
Answer – মনোমিটার
২) ব্রোঞ্জ একটি খাদ হয় –
[A] তামা ও টিন
[B] তামা ও লোহা
[C] টিন ও নিকেল
[D] টিন ও আয়রন
Answer – তামা ও টিন
৩) কোন বছর পরিচালকরা রেলওয়ের প্রয়োজনীয়তা গ্রহন করেন এবং প্রথম অফিসিয়াল চিঠি লিখেছিলেন ?
[A] 1847
[B] 1841
[C] 1845
[D] 1853
Answer – 1845
WBPSC Food SI Practice Set 39
৪) প্রাথমিক ভাবে কৃষি কাজ শুরু হলে সিন্ধু ও গঙ্গা অঞ্চলের পশ্চিমে প্রধান ফসল কি ছিল ?
[A] চাল
[B] তুলা
[C] ভুট্টা
[D] চাল ও গম
Answer – তুলা
৫) হিমালয়ের পশ্চিম অংশ কে বলা হয় ?
[A] শিবালিক
[B] নামছাবারয়া
[C] হিন্দুকুশ
[D] আরাবল্লি
Answer – হিন্দুকুশ
৬) কর্কটক্রান্তি রেখা এবং মকর রাশির মধবর্তি অঞ্চল কি হিসেবে পরিচিত ?
[A] আর্কটিক জোন
[B] টেরিড জোন
[C] নাতিশীতোষ্ণ অঞ্চল
[D] নাতিশীতোষ্ণ অঞ্চল ও টেরিড জোন উভয়
Answer – আর্কটিক জোন
৭) সংবিধানের কোন অনুচ্ছেদ সামাজিক সমতা প্রদান করে ?
[A] অনুচ্ছেদ ১৪
[B] অনুচ্ছেদ ১৫
[C] অনুচ্ছেদ ১৬
[D] অনুচ্ছেদ ১৭
Answer – অনুচ্ছেদ ১৪
৮) ভারতের পাওয়া প্রাচীনতম মুদ্রাগুলি কি বলা হয় ?
[A] কাকিনি
[B] পাঞ্চ – চিহ্নিত
[C] পাঞ্চ – চিহ্নিত ও কাকিনি উভয়
[D] এঁর কোণটিই নয়
Answer – পাঞ্চ – চিহ্নিত
৯) প্রাচীন কোসিংগা স্টেশন আজ বিখ্যাত –
[A] থানে
[B] কুরলা
[C] কোসাওয়া
[D] কল্যাণ
Answer – কল্যাণ
১০) বিশ্বের সবচেয়ে বড় মালভূমি কোণটি ?
[A] পামির মালভূমি
[B] অস্ট্রেলিয়ার মালভূমি
[C] বলিভিয়ার মালভূমি
[D] আফ্রিকার মালভূমি
Answer – পামির মালভূমি
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নীচের কোন দেশ সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) যোগদানের পক্ষে গন ভোট অনুষ্ঠিত করেছে?
[A] লিথুয়ানিয়া
[B] এস্তোনিয়া
[C] লাতভিয়া
[D] এর কোনটিই নয়
Answer – এস্তোনিয়া
WBPSC Food SI Practice Set 39
১২) ব্রিটিশ সময়ে ,দিল্লির আগে ভারতের রাজধানী কোথায় ছিল ?
[A] আগ্রা
[B] কলকাতা
[C] পাটনা
[D] লখনই
Answer – কলকাতা
১৩) বিভিন্ন ভৌগলিক পরিস্তিতিতে সংকটের সময় তাদের কাটিয়ে ওঠার জন্য কি সমস্ত পদক্ষেপ নেওয়া হয়েছিল ?
[A] বেসরকারি সংস্থা
[B] সরকারি নিয়ন্ত্রন
[C] নকশা পরিবর্তন
[D] রেললাইনের দৃষ্টি বৃদ্ধি
Answer – রেললাইনের দৃষ্টি বৃদ্ধি
১৪) রাষ্ট্রপতি জরুরী অবস্থা ঘোষণা করতে পারেন –
[A] মন্ত্রী সভার লিখিত পরামর্শে
[B] তার বিবেচনাই
[C] প্রধান মন্ত্রীর পরামর্শে
[D] এর কোনটিই নয়
Answer – মন্ত্রী সভার লিখিত পরামর্শে
১৫) নীচের কোন রাজ্যে ইংরেজি তার রাষ্ট্রীয় ভাষা হিসেবে রয়েছে ?
[A] মহারাষ্ট্র
[B] পাঞ্জাব
[C] মিজোরাম
[D] নাগাল্যান্ড
Answer – নাগাল্যান্ড
নতুন চাকরির খবর – Click Here