WBPSC Food SI Practice Set 41 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪১, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 41 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪১ (WBPSC Food SI Practice Set 41)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 41

১) কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল প্রথম সাঁতরে পার করেন ?

[A] অনিতা সুদ

[B] বুলা চৌধুরী

[C] বিজয়া জৈন

[D] আরতী সাহা

Answer – আরতী সাহা

২) পাকিস্থানের প্রধান মন্ত্রী ইমরান খানের রাজনৈতিক দলের নাম কি ?

[A] মুসলিম লীগ

[B] পাকিস্থান পিপিলস পার্টি

[C] পাক সরজমিন পার্টি

[D] তহরিক ই ইনসাফ

Answer – তহরিক ই ইনসাফ

৩) নীচের কোন নাম টি নর্মদা বাঁচাও অভিযান এর সাথে যুক্ত ?

[A] গুলজারিলাল নন্দ

[B] মেধা পাটেকর

[C] অরুন্ধুতি রায়

[D] বাবা আমেত

Answer – মেধা পাটেকর

WBPSC Food SI Practice Set 41

৪) কালপেঁচা কার ছদ্ম নাম ?

[A] সুকান্ত ভট্টাচার্য

[B] বিনয় ঘোষ

[C] সুজয় গোস্বামী

[D] শীর্ষেন্দু মুখোপাধ্যায় 

Answer – বিনয় ঘোষ

৫) হাইড্রোপনিক্স কথাটি কিসের সাথে যুক্ত ?

[A] মাটি ছাড়া গাছ উৎপাদন

[B] বিনা কীটনাশকে কৃষিকার্য পরিচালনা

[C] সার বিহীন ভাবে গাছ উৎপাদন

[D] জল ছাড়া গাছ উৎপাদন

Answer – মাটি ছাড়া গাছ উৎপাদন

৬) কোন ভারতীয় প্রথম অস্কার পুরস্কার পান ?

[A] গুলজার

[B] ভানু আথাইয়া

[C] এ আর রাহেমান

[D] সত্যজিৎ রায়

Answer – ভানু আথাইয়া

৭) দ্বিতীয় হুগলী সেতুর নাম কি ?

[A] বিবেকানন্দ সেতু

[B] রবীন্দ্র সেতু

[C] বিদ্যাসাগর সেতু

[D] কোনটাই নয়

Answer – বিদ্যাসাগর সেতু

৮) নীচের মধ্যে কে আসাদ ছদ্মনামে উর্দু গজল লিখতেন ?

[A] ফারাজ আহমেদ

[B] তাকি মীর

[C] ফায়জ আহমেদ

[D] মির্জা গালিব

Answer – মির্জা গালিব

৯) নিম্নলিখিত রাজ্য গুলির মধ্যে কোনটি আগে NEFA নামে পরিচিত ছিল?

[A] নাগাল্যান্ড

[B] অসম

[C] অরুণাচল প্রদেশ

[D] মনিপুর 

Answer – অরুণাচল প্রদেশ

(১০) তিন বিঘা করিডর যোগ করেছে কোন কোন দেশ কে?

[A] ভারত ও ভুটানকে 

[B] ভারত ও চীনকে 

[C] ভারত ও বাংলাদেশকে

[D] ভারত ও পাকিস্তান কে

Answer – ভারত ও বাংলাদেশকে 

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

(১১) ADH – এর অভাবে যে রোগটি সৃষ্টি হয় তা হলো__

[A] ডায়াবেটিস ইনসিপিডাস   

[B] কুশিং সিনড্রোম

[C] ডায়াবেটিস মেলিটাস

[D] গ্রেভে এর রোগ -(Grave s Disease)

Answer – ডায়াবেটিস মেলিটাস

WBPSC Food SI Practice Set 41

(১২) ভারতের শাসন ব্যবস্থা কার্যত এই ধরণের __

[A] এককেন্দ্রিক

[B] আধা যুক্তরাষ্ট্রীয় 

[C] যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসহ এককেন্দ্রিক

[D] যুক্তরাষ্ট্রীয় 

Answer – যুক্তরাষ্ট্রীয় বৈশিষ্ট্যসহ এককেন্দ্রিক

(১৩) নিম্নলিখিত গুলির মধ্য প্রাকৃতিক অক্সিন হলো _

[A] IBA  

[B] NAA  

[C] IAA  

[D] 2,4-D   

Answer – IAA

(১৪) রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল_

[A] ১৯০২

[B] ১৮৯৬ 

[C] ৮৮৫

[D] ১৯০৫১

Answer – ১৮৯৬

(১৫) ভারতের রাজনৈতিক ক্ষমতার প্রধান হলো __

[A] জনসাধারণ

[B] পার্লামেন্ট

[C] সংবিধান

[D] এদের কোনোটিই নয়

Answer – জনসাধারণ

নতুন চাকরির খবর – Click Here