WBPSC Food SI Practice Set 42 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪২ (WBPSC Food SI Practice Set 42)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 42
১) আন্দামান ও নিকোবর দ্বীপের নাম শহিদ দ্বীপ ও স্বরাজ দ্বীপ কে দিয়ে ছিলেন ?
[A] নেতাজি সুভাষচন্দ্র বসু
[B] লালা লাজপত রায়
[C] রাসবিহারী বসু
[D] অরবিন্দু ঘোষ
Answer – নেতাজি সুভাষচন্দ্র বসু
২) নীচের কোন নামটি অ্যাথলিট ধিং এক্সপ্রেস নামে পরিচিত ?
[A] হিমা দাস
[D] পিঙ্কি
[C] মিলখা সিং
[D] সূরত সিং
Answer – হিমা দাস
৩) নীচের কোন দুটি দেশের মধ্যে সব থেকে লম্বা আন্তর্জাতিক সীমান্ত রয়েছে
[A] ভারত ও পাকিস্থান
[B] ভারত ও চীন
[C] ভারত ও বাংলাদেশ
[D] যুক্তরাষ্ট্র ও কানাডা
Answer -যুক্তরাষ্ট্র ও কানাডা
WBPSC Food SI Practice Set 42
৪) বিশ্বের বৃহতম হীরাটি নাম হল-
[A] কোল্লার ডায়মন্ড
[B] কুল্লিনান ডায়মন্ড
[C] কোহিনূর ডায়মন্ড
[D] শাজাহান ডায়মন্ড
Answer – কুল্লিনান ডায়মন্ড
৫) কালী ঘাটের কালী মন্দির কে প্রতিষ্ঠা করেন ?
[A] রাজবিহারি বসু
[B] শিশিরকুমার ভাদুরি
[C] সন্তোষ রায়
[D] শিশিরকুমার দেশমুখ
Answer – সন্তোষ রায়
৬) অনুরাধপুর নীচের নাম গুলির মধ্যে কোনটির রাজধানী ছিল ?
[A] মায়ানমার
[B] বাংলাদেশ
[C] শ্রীলংকা
[D] নেপাল
Answer – শ্রীলংকা
৭) ওজোন স্তরের ছিদ্র সৃষ্টি কারী গ্যাস কোণটি ?
[A] ক্লোরো ফ্লরো কার্বন
[B] অক্সিজেন
[C] নাইট্রোজেন
[D] নাইট্রোজেন অক্সাইড
Answer – ক্লোরো ফ্লরো কার্বন
৮) স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন হয় কত সালে ?
[A] ১৯৫৩ সালে
[B] ১৯৫০ সালে
[C] ১৯৫২ সালে
[D] ১৯৪৮ সালে
Answer – ১৯৫২ সালে
৯) কাবাডি খেলায় প্রতি দলে কজন করে খেলোয়াড় থাকে?
[A] ৭ জন
[B] ১১ জন
[C] ৯ জন
[D] ১০ জন
Answer – ৭ জন
১০) স্বাধীন ভারতের প্রথম ডাক টিকিটের মূল্য কত ছিল ?
[A] সারে তিন আনা
[B] এক আনা
[C] পাঁচ আনা
[D] চার আনা
Answer – সারে তিন আনা
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) নেতাজি সুভাষচন্দ্র বসুর ভারত ছেড়ে মহানিস্ক্রমন কত সালের ঘটনা ?
[A] ১৯৪৫ সালের
[B] ১৯৩৭ সালের
[C] ১৯৩৯ সালের
[D] ১৯৪১ সালের
Answer – ১৯৪১ সালের
WBPSC Food SI Practice Set 42
১২) স্যান্টাক্লজের আসল নাম কি ?
[A] পিটার পার্কার
[B] সেন্ট পিটার
[C] সেন্ট নিকোলাস
[D] জোসেফ মর্গ্যান
Answer – সেন্ট নিকোলাস
১৩) সিটি অফ প্যালেস কাকে বলা হয় ?
[A] মুম্বাই
[B] কলকাতা
[C] দিল্লি
[D] তিরুবন্তপুরম
Answer – কলকাতা
১৪) ভারতীয় সংবিধানের কোন ধারা বাক স্বাধীনতা কে মান্যতা দেয়?
[A] ২৮ নং আর্টিকল
[B] ৩৩ নং আর্টিকল
[C] ১৯ নং আর্টিকল
[D] ১৫ নং আর্টিকল
Answer – ১৯ নং আর্টিকল
১৫) ভারতের ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত ?
[A] চেন্নাই
[B] হায়দ্রাবাদ
[C] বেঙ্গালুরু
[D] বিশাখাপত্তনাম
Answer – হায়দ্রাবাদ
নতুন চাকরির খবর – Click Here