WBPSC Food SI Practice Set 44 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪৪ (WBPSC Food SI Practice Set 44)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 44
১) ইউনাইটেড নেশন বিশ্ব খাদ্য দিবস কবে পালন করে?
[A] 11 আগস্ট
[B] 20 নভেম্বর
[C] 14 সেপ্টেম্বর
[D] 16 অক্টোবর
Answer – 16 অক্টোবর
২) সিন্ধু নদের তীরে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্র ছিল?
[A] কালিবঙ্গান
[B] মহেঞ্জোদারো
[C] লোথাল
[D] হরপ্পা
Answer – মহেঞ্জোদারো
৩) অলকানন্দা এবং ভাগীরথীর সংযোগস্থল কোনটি?
[A] রুদ্রপ্রয়াগ
[B] কর্ণপ্রয়াগ
[C] বিষ্ণুপ্রয়াগ
[D] দেবপ্রয়াগ
Answer – দেবপ্রয়াগ
৪) মুদ্রাস্ফীতি কাদের পক্ষে সবচেয়ে বেশি লাভজনক?
[A] ঋণগ্রহীতা
[B] বেতনভুক মানুষ
[C] শ্রমিক শ্রেণী
[D] ঋণদাতা
Answer – ঋণগ্রহীতা
WBPSC Food SI Practice Set 44
৫) চিংড়ির রেচন অঙ্গ কোনটি?
[A] সবুজ গ্রন্থি
[B] ইঙ্ক গ্রন্থি
[C] লালা গ্রন্থি
[D] ম্যালপিজিয়ান নালিকা
Answer – সবুজ গ্রন্থি
৬) ISBN নম্বরে কটি সংখ্যা থাকে?
[A] 15
[B] 11
[C] 13
[D] 17
Answer – 13
৭) ঋগ্বেদে উল্লেখযোগ্য নদী হল—
[A] কৃষ্ণা
[B] সরস্বতী
[C] গঙ্গা
[D] গোদাবরী
Answer – সরস্বতী
৮) পাল বংশ কোথায় রাজত্ব করেছিল?
[A] মধ্যপ্রদেশ
[B] বিহার
[C] মহারাষ্ট্র
[D] দিল্লী
Answer – বিহার
৯) সারদা আইন কি সম্পর্কিত?
[A] বাল্যবিবাহ প্রতিরো
[B] আন্তজাতি বিবাহ প্রতিরোধ
[C] বিধবা বিবাহের পক্ষে
[D] বহুবিবাহ প্রতিরোধ
Answer – বাল্যবিবাহ প্রতিরোধ।
১০) হিন্দু মহাসভার প্রথম অধিবেশন কবে বসে?
[A] ১৯৩২, মে
[B] ১৯১৫, এপ্রিল
[C] ১৯৩৯, জানুয়ারি
[D] ১৯৪৪, আগস্ট
Answer – ১৯১৫, এপ্রিল
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) চীনের জাতীয় খেলা কি?
[A] ব্যাডমিন্টন
[B] দাবা
[C] ফুটবল
[D] টেবিল টেনিস
Answer – টেবিল টেনিস
১২) পেরুর রাজধানীর নাম কি?
[A] দোহা
[B] লিমা
[C] বাকু
[D] কায়রো
Answer – লিমা
১৩) মোপলা বিদ্রোহ ঘটেছিল কবে?
[A] ১৯২২, জুলাই
[B] ১৯২২, আগস্ট
[C] ১৯২১, জুলাই
[D] ১৯২১, আগস্ট
Answer – ১৯২১, আগস্ট
১৪) চরমপন্থী ও নরমপন্থীদের মধ্যে মুখ্য সমন্বয়কারী কে ছিলেন?
[A] বাল গঙ্গাধর তিলক
[B] সবিহারী ঘোষ
[C] অম্বিকাচরণ মজুমদার
[D] রাঅ্যানি বেসান্ত
Answer – অম্বিকা চরণ মজুমদার
WBPSC Food SI Practice Set 44
১৫) রঞ্জিত সিং কোন মিশলের অধিপতি ছিলেন?
[A] ফুলকিয়া
[B] আহলুবালিয়া
[C] সুকারচুকিয়া
[D] রামগরিয়া
Answer – সুকারচুকিয়া
নতুন চাকরির খবর – Click Here