WBPSC Food SI Practice Set 45 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৪৫ (WBPSC Food SI Practice Set 45)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 45
১) বাংলার তারিকা আন্দোলনের নেতা ছিলেন ?
[A] দুদুমিয়া
[B] সৈয়দ আহমেদ
[C] তিতুমীর
[D] হাজী শরিয়াতুল্লা
Answer – তিতুমীর
২) গুরুমুখী বর্ণমালার প্রবর্তক __
[A] গুরু নানক
[B] গুরু অঙ্গদ
[C] গুরু অমর দাস
[D] গুরু রামদাস
Answer – গুরু অঙ্গদ
৩) ইম্ফল কার রাজধানী ?
[A] নাগাল্যান্ড
[B] মনিপুর
[C] ত্রিপুরা
[D] অরুণাচল প্রদেশ
Answer – মনিপুর
৪) নিম্নলিখিত গুলির মধ্য কোনটি ভারতীয় সংবিধানের সর্ববৃহৎ উৎস ছিল?
[A] ভারতের স্বাধীনতা আইন১৯৪৭
[B] ভারত সরকার আই, ১৯১৯
[C] ভারত সরকার আইন, ১৯৩৫
[D] ওপরের কোনোটিই নয়
Answer – ভারত সরকার আই, ১৯১৯
৫) ভারত ভাগের সময় ভারতের দেশীয় রাজ্য কতগুলি ছিল
[A] ৫৫৫
[B] ৫৬২
[C] ৫৬০
[D] ৫৫৮
Answer – ৫৬২
৬) ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত সালে?
[A] ১৮০৯ খ্রি:
[B] ৮১৩ খ্রি:
[C] ১৮১১ খ্রি:
[D] ১৮০৭ খ্রি:
Answer – ১৮০৯ খ্রি:
WBPSC Food SI Practice Set 45
৭) ভারতের সংবিধান কবে স্বাক্ষরিত হয়েছিল?
[A] ২৬ শে জানুয়ারি ১৯৫০
[B] ২০ ডিসেম্বর ১৯৪৯
[C] ২৫শে ডিসেম্বর ১৯৪৯
[D] ২৬ শে নভেম্বর ১৯৪৯
Answer – ২৬ শে নভেম্বর ১৯৪৯
৮) রাজ্যসভার সাংবিধানিক প্রধান কে?
[A] ভারতের রাষ্ট্রপতি
[B] ভারতের উপরাষ্ট্রপতি
[C] ভারতের প্রধানমন্ত্রী
[D] লোকসভার সঞ্চালক
Answer – ভারতের রাষ্ট্রপতি
৯) সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে কে ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন না?
[A] ক্লাইভ
[B] মোহনলাল
[C] উমিচাঁদ
[D] মানিক চাঁদ
Answer – মোহনলাল
১০) পদবিহীন উভচর প্রাণী যে বর্গের অন্তর্গত তা হল __
[A] অনুরা
[B] ইউরোডেলা
[C] জিমনোফিয়োনা
[D] কোনোটিই নয়
Answer – জিমনোফিয়োনা
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
WBPSC Food SI Practice Set 45
১১) আয়তনের হিসেবে ভারতের বৃহত্তম জেলা কোনটি?
[A] বস্তার
[B] বর্ধমান
[C] কচ্ছ
[D] লে লাদাখ
Answer – কচ্ছ
১২) কোন প্রাণী ফাইলামটি সব থেকে পরের আবিষ্কার হয়েছে?
[A] লরিসিফেরা
[B] কাইনোরিঙ্কা
[C] টিনোফোরা
[D] পোগোনোফোরা
Answer – লরিসিফেরা
১৩) নিন্মে উল্লেখিত ডিম পাড়া স্তন্যপায়ী প্রাণী কোনটি?
[A] টেরোপাস
[B] টাপলা
[C] একিডোনা
[D] লেমুর
Answer – একিডোনা
১৪) ডানকান প্যাসেজ অবস্থিত__
[A] ক্ষুদ্র আন্দামান ও নিকোবর
[B] দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
[C] আমিনদিভি ও লাক্ষা দ্বীপপুঞ্জ
[D] আন্দামান-নিকোবর
Answer – দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামান
WBPSC Food SI Practice Set 45
১৫) পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোথায় অবস্থিত?
[A] ইরাবতী বদ্বী
[B] গোদাবরী বদ্বীপ
[C] গাঙ্গেয় বদ্বীপ
[D] মিসিসিপি বদ্বীপ
Answer – গোদাবরী বদ্বীপ
নতুন চাকরির খবর – Click Here