WBPSC Food SI Practice Set 50 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫০, প্রস্তুতি নিতে শুরু করুন।

WBPSC Food SI Practice Set 50 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫০ (WBPSC Food SI Practice Set 50)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 50

১) কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র ছিলেন—

[A] আনন্দলাল বসু

[B] চিত্তরঞ্জন দাশ

[C] অরবিন্দ ঘোষ

[D] সুভাষচন্দ্র বসু

Answer- চিত্তরঞ্জন দাশ

২) ইংরেজরা ভারতে কোথায় তাদের প্রথম ফ্যাক্টরি নির্মাণ করেন?

[A] বোম্বে

[B] সুরাট

[C] মাদ্রাজ

[D] সুতানুটি

Answer- সুরাট

৩) অ্যালুমিনিয়ামের আকরিক হল—

[A] ফেলসপার

[B] বক্সাইট

[C] চালকোপাইরাইট

[D] হেমাটাইট

Answer- বক্সাইট

৪) অর্থ কমিশন কত বছরের জন্য গঠিত হয়?

[A] সাত বছর

[B] তিন বছর

[C] পাঁচ বছর

[D] এক বছর

Answer- পাঁচ বছর

WBPSC Food SI Practice Set 50

৫) ভারতের কোন রাজ্যে সঞ্চিত কয়লার পরিমাণ সর্বাধিক?

[A] পশ্চিমবঙ্গ

[B] ছত্রিশগড়

[C] ঝাড়খন্ড

[D] উড়িষ্যা

Answer- ঝাড়খন্ড

৬) মুদ্রা তে কোন প্রাচীন রাজাদের সংগীত প্রিয়তা প্রকাশ পেয়েছে?

[A] নন্দ

[B] গুপ্ত

[C] মৌর্য

[D] চোল

Answer- গুপ্ত

৭) শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?

[A] গ্যাসে

[B] কঠিন পদার্থে

[C] তরলে

[D] শূন্যস্থানে

Answer- কঠিন পদার্থে

৮) রাষ্ট্রীয় ইস্পাত নিগমের চেয়ারম্যান এবং এম ডি হলেন—

[A] নারায়ণ তাতু রানে

[B] টিভি নরেন্দ্রন

[C] ভি রঘুনাথন

[D] অতুল ভাট

Answer-অতুল ভাট

৯) ওয়ার্ল্ড লাং ক্যান্সার ডে কবে পালিত হয়?

[A] 1 আগস্ট

[B] 31 জুলাই

[C] 25 ফেব্রুয়ারি

[D] 30 মে

Answer- 1 আগস্ট

১০) নির্মলা সীতারামন কোন রাজ্যে মাই প্যাড মাই রাইট, এই সিস্টেম চালু করেছেন?

[A] মিজোরাম

[B] তেলেঙ্গানা

[C] ত্রিপুরা

[D] মেঘালয়

Answer-ত্রিপুরা

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক কে ছিলেন?

[A] ঈশ্বর গুপ্ত

[B] অক্ষয় কুমার দত্ত

[C] প্যারীচাঁদ মিত্র

[D] দেবেন্দ্রনাথ ঠাকুর

Answer-ঈশ্বর গুপ্ত

১২) তুন্দ্রা অঞ্চলে খুব শীতল বায়ুকে কি বলে?

[A] ব্লিজার্ড

[B] বোরা

[C] মিষ্ট্রাল

[D] সিরক্কো

Answer-ব্লিজার্ড

১৩) দিল্লির প্রাচীন নাম কি ছিল?

[A] কামরূপ

[B] ইন্দ্রপ্রস্থ

[C] অযোধ্যা

[D] গয়া

Answer-ইন্দ্রপ্রস্থ

WBPSC Food SI Practice Set 50

১৪) কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়?

[A] 1888

[B] 1860

[C] 1876

[D] 1863

Answer-1860

১৫) কোন ইউরোপীয়রা প্রথম ভারতে আসেন বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের জন্য?

[A] ব্রিটিশ

[B] জার্মান

[C] ওলন্দাজ

[D] পর্তুগিজ

Answer-পর্তুগিজ

নতুন চাকরির খবর – Click Here