WBPSC Food SI Practice Set 57 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৭, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 57 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৭ (WBPSC Food SI Practice Set 57)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

১) রাম্পা বিদ্রোহে কে নেতৃত্ব দেন?

[A] রানী গাইডিনলু

[B] আল্লুরি সীতারাম রাজু

[C] শম্ভু পাল

[D] চান্নামা

Answer – আল্লুরি সীতারাম রাজু

২) কুঞ্চিকল জলপ্রপাত নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত?

[A] উত্তরাখণ্ড

[B] উত্তর প্রদেশ

[C] কর্ণাটক

[D] তামিলনাড়ু

Answer – কর্ণাটক

৩) নিম্নলিখিত কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সর্বনিম্ন?

[A] আন্দামান ও নিকোবর

[B] লাক্ষাদ্বীপ

[C] পুদুচেরি

[D] দমন ও দিউ

Answer – লাক্ষাদ্বীপ

৪) পঞ্চতন্ত্র কোন বিষয়ে নিয়ে আলোচনা করে?

[A] গণিত

[B] শারীরবিদ্যা

[C] অর্থনীতি

[D] নৈতিকতা এবং আচরণ

Answer – নৈতিকতা এবং আচরণ

WBPSC Food SI Practice Set 57

৫) ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলে শিক্ষার হার সর্বাধিক?

[A] দিল্লী

[B] চন্ডিগড়

[C] পুডুচেরি

[D] লাক্ষাদ্বীপ

Answer – লাক্ষাদ্বীপ

৬) হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত?

[A] তবলা

[B] সানাই

[C] বাঁশি

[D] শরোদ

Answer – বাঁশি

৭) আকবরের সময়ে ভাস্কর্যের জন্য কোন পাথর ব্যবহার করা হত?

[A] লালপাথর

[B] ইট

[C] চুনাপাথর

[D] মার্বেল

Answer – লালপাথর

৮) কোন নদীর উৎপত্তি সিকিমের জেমু হিমবাহ থেকে?

[A] জলঢাকা

[B] তোর্ষা

[C] তিস্তা

[D] রায়ডাক

Answer – তিস্তা

৯) প্রথম কোন ভারতীয় বোলার টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক করেন?

[A] কপিল দেব

[B] রবি শাস্ত্রী

[C] রভজন সিং

[D] হঅনিল কুম্বলে

Answer – হরভজন সিং

WBPSC Food SI Practice Set 57

১০) পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন—

[A] পৃথিবী পৃষ্ঠের অর্ধেক

[B] অসীম

[C] পৃথিবী পৃষ্ঠের দ্বিগুণ

[D] শূন্য

Answer – শূন্য

১১) পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি?

[A] মোনাকো

[B] লাইখটেনস্টাইন

[C] জিব্রালটর

[D] ভ্যাটিকান সিটি

Answer – ভ্যাটিকান সিটি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১২) প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমী পুরস্কার পান?

[A] মহাদেবী বর্মা

[B] ইন্দিরা গোস্বামী

[C] অমৃতা প্রীতম

[D] মহাশ্বেতা দেবী

Answer – অমৃতা প্রীতম

১৩) কোন ধাতু সবুজ শিখা উৎপন্ন করে?

[A] পটাশিয়াম

[B] বেরিয়াম

[C] পারদ

[D] সোডিয়াম

Answer – বেরিয়াম

১৪) প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায়?

[A] রানী লক্ষ্মীবাঈ

[B] সরোজিনী নাইড

[C] মীরাবাঈ

[D] ইন্দিরা গান্ধী

Answer – মীরাবাঈ

WBPSC Food SI Practice Set 57

১৫) হাওয়া মহলটি কে তৈরি করেন?

[A] গুরু রামদাস

[B] মহেন্দ্র প্রতাপ সিং

[C] গুরু হারগোবিন্দ

[D] রানা কুম্ভ

Answer – মহেন্দ্র প্রতাপ সিং

নতুন চাকরির খবর – Click Here