WBPSC Food SI Practice Set 59 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 59 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৫৯ (WBPSC Food SI Practice Set 59)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 59

১) মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেন?

[A] কেশবচন্দ্র সেন

[B] দীনবন্ধু মিত্র

[C] ভি.ডি. সাভারকর

[D] বিপিনচন্দ্র পাল

Answer – ভি.ডি. সাভারকার

২) অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন—

[A] প্রধানমন্ত্রী

[B] স্পীকার

[C] রাষ্ট্রপতি

[D] বিরোধী দলনেতা

Answer – স্পীকার

৩) ইবন বতুতা কোন সম্রাটের শাসনকালে ভারতে আসেন?

[A] মহম্মদ বিন তুঘলক

[B] শেরশাহ

[C] আকবর

[D] আলাউদ্দিন খিলজী

Answer – মহম্মদ বিন তুঘলক

৪) RBI কে কবে জাতীয়করণ করা হয়—

[A] 1949

[B] 1947

[C] 1948

[D] 1946

Answer – 1949

৫) নর্মদা বাঁচাও আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন—

[A] আন্না হাজারে

[B] রামদেব

[C] মেধা পাটেকর

[D] বিনায়ক সেন

Answer – মেধা পাটেকর

WBPSC Food SI Practice Set 59

৬) ‘অনিলা দেবী’ ছদ্মনামে কে পরিচিত ছিলেন?

[A] গগনেন্দ্রনাথ ঠাকুর

[B] নারায়ন দেবনাথ

[C] আশাপূর্ণা দেবী

[D] শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

Answer – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

৭) চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠনের নেতা ছিলেন—

[A] সূর্য সেন

[B] লোকনাথ বল

[C] উপেন্দ্র ভট্টাচার্য

[D] বিপিনি চন্দ্র

Answer – সূর্য সেন

৮) কোন তুর্কি সুলতান ইক্তা ব্যবস্থা প্রবর্তন করেন?

[A] ইলতুৎমিস

[B] বলবন

[C] মহম্মদ বিন তুঘলক

[D] আলাউদ্দিন খিলজী

Answer – ইলতুৎমিস

৯) দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়—

[A] প্রশিক্ষকদের

[B] আম্পায়ারদের

[C] ক্রীড়াবিদদের

[D] ক্রীড়া সম্পাদকদের

Answer – প্রশিক্ষকদের

১০) নেতাজির আজাদ হিন্দ ফৌজের পতাকায় কোন পশুর প্রতিকৃতি ছিল?

[A] হস্তি

[B] গন্ডার

[C] ব্যাঘ্র

[D] সিংহ

Answer – ব্যাঘ্র

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোন সালে ভারত প্রথম T-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল?

[A] 2010

[B] 2007

[C] 2006

[D] 2011

Answer – 2007

১২) ভারতের সর্ববৃহৎ হিমবাহ হল

[A] সিয়াচেন

[B] গঙ্গোত্রী

[C] পিন্ডারি

[D] হিস্পার

Answer – সিয়াচেন

১৩) হাইড্রোলিক প্রেসের কার্যনীতির ভিত্তি হল—

[A] বার্নৌলির সূত্র

[B] পাস্কালের সূত্র

[C] রেনল্ডের সূত্র

[D] আর্কিমিডিসের সূত্র

Answer – পাস্কালের সূত্র

১৪) দুধ একটি স্বাভাবিক

[A] ইমালসন

[B] সাসপেনশন

[C] মিশ্রণ

[D] দ্রবণ

Answer – ইমালসন

WBPSC Food SI Practice Set 59

১৫) কেন্দ্রীয় ধান গবেষণা সংস্থা অবস্থিত—

[A] কানপুরে

[B] কোয়েম্বাটুরে

[C] কটকে

[D] ধানবাদে

Answer – কটকে

নতুন চাকরির খবর – Click Here