WBPSC Food SI Practice Set 61 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬১ (WBPSC Food SI Practice Set 61)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 61
(১) জিন প্রযুক্তি সৃষ্ট প্রথম হরমোন ?
[A] থাইরক্সিন
[B] ইস্ট্রোজেন
[C] ইনসুলিন
[D] টেস্টোস্টেরন
Answer – ইনসুলিন
(২) রক্তচাপ মাপার যন্ত্র__
[A] ব্যারোমিটার
[B] স্ফিগমোম্যানোমিটার
[C] টোনোমিটার
[D] উপরের কোনটাই নয়
Answer -স্ফিগমোম্যানোমিটার
(৩) কোন শিখ গুরুকে ওরঙ্গজে হত্যা করেছিলেন?
[A] গোবিন্দ সিং
[B] তেগ বাহাদুর
[C] গুরু নানক
[D] রামদাস
Answer – তেগ বাহাদুর
WBPSC Food SI Practice Set 61
(৪) সিধু যুক্ত ছিলেন__
[A] সাঁওতাল বিদ্রোহ
[B] মুন্ডা বিদ্রোহ
[C] কোল বিদ্রোহ
[D] সন্ন্যাসী বিদ্রোহ
Answer -সাঁওতাল বিদ্রোহ
(৫) একটি প্রাপ্তবয়স্কের হৃৎপিণ্ড প্রতি ঘন্টায় যে পরিমাণ রক্ত পাম্প করে তা প্রায়
[A] 300 লিটার
[B] 340 লিটার
[C] 200 লিটার
[D] 150 লিটার
Answer -200 লিটার
(৬) নিম্নে কোন রাজ্যের রাজার আকবরের শহীদ বৈবাহিক সম্পর্ক স্থাপন করিয়াছিলেন ?
[A] মেবার
[B] রনথম্বর
[C] মারবার
[D] জয়পুর
Answer – জয়পুর
(৭) নাগার্জুন সাগর প্রজেক্ট অবস্থিত__
[A] মহানদী, ওয়ানাকুবরী
[B] কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ
[C] কৃষ্ণা নদী,কর্ণাটক
[D] তাপ্তি নদী,গুজরাট
Answer -কৃষ্ণা নদী,কর্ণাটক
(৮) ‘ইবাদত খানা কি?
[A] নতুন ধর্ম
[B] বই
[C] ধর্মীয় উপাসনা গৃহ
[D] মসজিদ
Answer – ধর্মীয় উপাসনা গৃহ
(৯) মাজুলী দ্বীপ অবস্থিত__
[A] ব্রহ্মপুত্র নদীতে, আসামে
[B] মহানন্দা নদীতে, পশ্চিমবঙ্গ
[C] গঙ্গা নদীতে, বিহার
[D] কাবেরী নদীতে, কর্নাটকে
Answer -ব্রহ্মপুত্র নদীতে, আসামে
(১০) শেরশাহ কোন দুর্গ আক্রমণ কালে মারা যান?
[A] কালিঞ্জর
[B] রায়সিন
[C] মাসবার
[D] মান্ডু
Answer – কালিঞ্জর
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
(১১) সর্বভারতীয় কিষান সভা গঠিত হয়__
[A] ১৯৫৬
[B] ১৯৪৬
[C] ১৯২৬
[D] ১৯৩৬
Answer -১৯৩৬
(১২) কোন সাংবাদিক সর্বতো ভাবে নীল বিদ্রোহকে সমর্থন করেছিলেন?
[A] বারিন্দ্র ঘোষ
[B] শিশির কুমার ঘোষ
[C] বিপিনচন্দ্র পাল
[D] হরিশ মুখার্জী
Answer – হরিশ মুখার্জী
(১৩) ভারতের উচ্চতম শৃঙ্গ K2 এই নামে পরিচিত?
[A] গডউইন অস্টিন
[B] কাশ্মীর
[C] কেনিথ
[D] কারাকোরাম
Answer – গডউইন অস্টিন
WBPSC Food SI Practice Set 61
(১৪) নর এপিনেফ্রিনের প্রধান কাজ হল ?
[A] কোষের স্বসন বৃদ্ধি করা
[B] মুত্র সৃষ্টি করা
[C] এপিনেফ্রিন মুক্ত করা
[D] রক্তচাপ বৃদ্ধি করা
Answer – মুত্র সৃষ্টি করা
(১৫) গঙ্গা নদীর সব থেকে বদ্বীপ ভারতের এই স্থানে রয়েছে ?
[A] নদিয়া, উত্তর ২৪ পরগনা ও হাওড়া
[B] উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা
[C] পূর্ব মেদিনীপুর ও হাওড়া
[D] সুন্দরবন অঞ্চল
Answer – সুন্দরবন অঞ্চল
নতুন চাকরির খবর – Click Here