WBPSC Food SI Practice Set 62- ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬২, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 62 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬২ (WBPSC Food SI Practice Set 62)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 62

১) জৈনধর্মের শেষ তীর্থঙ্কর কে ছিলেন?

[A] ঋষভদেব

[B] পার্শ্বনাথ

[C] মহাবীর

[D] অরিস্টনেমি

Answer- মহাবীর

২) বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কোন বছর কার্যকরী হয়?

[A] ১৯০৪

[B] ১৯০২

[C] ১৯০৫

[D] ১৯০৩

Answer- ১৯০৫

৩) প্রত্নখননে লাঙ্গলের ব্যবহারের নির্দেশ পাওয়া গেছে কোথায়?

[A] হরপ্পা

[B] বনওয়ালি

[C] লোথাল

[D] কালিবাঙ্গান

Answer- কালিবাঙ্গান

৪) লোকসভার কোনো সদস্য তাঁর ইস্তফাপত্র কাকে জমা দেন?

[A] স্পিকারকে

[B] রাষ্ট্রপতিকে

[C] প্রধানমন্ত্রীকে

[D] দলীয় প্রধানকে

Answer- স্পিকারকে

WBPSC Food SI Practice Set 62

৫) গান্ধীজী চিরদিনের জন্য আফ্রিকা ছেড়ে চলে আসেন কত খ্রিস্টাব্দে?

[A] ১৯১৪

[B] ১৯১৮

[C] ১৯১৭

[D] ১৯১৫

Answer- ১৯১৫

৬) ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স কোথায় অবস্থিত?

[A] বেঙ্গালুরু

[B] চেন্নাই

[C] গোয়া

[D] হায়দরাবাদ

Answer- বেঙ্গালুরু

৭) লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত?

[A] যমুনা

[B] গঙ্গা

[C] শতদ্রু

[D] ব্রহ্মপুত্র

Answer- শতদ্রু

৮) ভারতীয় গণপরিষদের মোট কমিটির সংখ্যা কতগুলি ছিল?

[A] ১২ টি

[B] ২২ টি 

[C] ৪২ টি

[D] ২০ টি

Answer- ২২ টি

৯) বাংলাদেশের প্রধান শিল্প কোনটি?

[A] চা

[B] হলুদ

[C] কার্পাস

[D] পাট

Answer- পাট

১০) দার্জিলিং এ খাদ্যদ্রব্য সেদ্ধ করতে বেশি সময় লাগে কেন?

[A] বায়ুর চাপ কম

[B] বায়ুর চাপ বেশি

[C] সৌরশক্তি কম

[D] বেশি ঠান্ডা

Answer- বায়ুর চাপ কম

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) কোনটি কিডনির কাজ?

[A] টিউবুলার রি – অ্যাবজর্বশন

[B] ফ্যাগোসাইটোসিস

[C] আলট্রাফিলট্রেশন

[D] টিউবুলার সিক্রেশন

Answer- ফ্যাগোসাইটোসিস

১২) ‘লুপ অব হেনলি’ কোথায় থাকে?

[A] রেনাল পেলভিসে

[B] মেডুলাতে

[C] ইউরেটারে

[D] কর্টেক্সে

Answer- মেডুলাতে

WBPSC Food SI Practice Set 62

১৩) ‘মো’ (mho) একক হল কোন রাশির –

[A] পরিবাহিতা

[B] রোধ

[C] রোধাঙ্ক

[D] কোনোটিই নয়

Answer- পরিবাহিতা

১৪) মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হল-

[A] রুপো

[B] সোনা

[C] তামা

[D] লোহা

Answer- তামা

১৫) রিউমার স্কেলে ঊর্ধস্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙকের মধ্যে পার্থক্য কত?

[A] 120

[B] 80

[C] 100

[D] 180Answer- 80

নতুন চাকরির খবর – Click Here