WBPSC Food SI Practice Set 69 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৯, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 69 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৬৯ (WBPSC Food SI Practice Set 69)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 69

১) দিল্লির কোন সুলতান বংশ মোগলদের ভারতে আসা ও ভারতে সম্রাট হওয়ার পথ সুগম করে দিয়েছিল?

[A] তুঘলক

[B] লোদী  

[C] খলজী

[D] দাস

Answer – লোদী  

২) কোন বিদেশী মুসলিম ভারতে১৭ বার আক্রমণ অভিযান চালিয়ে ছিলেন?

[A] তৈমুর লঙ 

[B] গজনীর মামুদ

[C] নাদির শাহ

[D] চেঙ্গিস খান

Answer – গজনীর মামুদ

৩) পৃথ্বীরাজ আর মোহাম্মদ ঘুরির মধ্যে যুদ্ধ কোথায় হয়েছিল?

[A] তরাইন

[B] তালিকোটা

[C] পানিপথ

[D] বক্সার

Answer – তরাইন

৪) ১৩৯৮ খ্রিস্টাব্দে ভারতে কে বর্বর আক্রমণ করেছিল?

[A] নাদির শাহ

[B] তৈমুর লঙ 

[C] চেঙ্গিস খাঁ 

[D] সুলতান মাহমুদ

Answer – তৈমুর লঙ 

৫) চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগ কোথায় কাটিয়েছিলেন?

[A] শ্রাবণ বেলালগালা

[B] পাটুলি পুত্র

[C] রাজগৃহ

[D] বারানসি

Answer – শ্রাবণ বেলালগালা 

WBPSC Food SI Practice Set 69

৬) নিচের কে বিষ্ণু গুপ্ত নামেও পরিচিত ছিল?

[A] সমুদ্র গুপ্ত

[B] চন্দ্রগুপ্ত

[C] আর্যভট্ট

[D] চাণক্য

Answer – সমুদ্রগুপ্ত 

৭) মৌর্য বংশের কোন শাসক ও অমিএঘাত নামেও পরিচিত ছিল?

[A] অশোক

[B] চন্দ্রগুপ্ত

[C] বিন্দুসার

[D] সমুদ্র গুপ্ত

Answer – বিন্দুসার 

৮) দিল্লির সিংহাসনে শেষ আফগান সুলতান কে?

[A] সিকান্দার লোদী

[B] ইব্রাহিম লোদী

[C] ফিজির খাঁ 

Answer – ইব্রাহিম লোদী

৯) হিদাস পিসের যুদ্ধে আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন?

[A] অভি

[B] পুরু

[C] কনিষ্ক

[D] চন্দ্রগুপ্ত মৌর্য

Answer – পুরু 

১০) লোদী বংশের প্রতিষ্ঠাতা কে?

[A] খিজির খাঁ 

[B] ইব্রাহিম লোদী

[C] বহলোল লোদি  

[D] কুতুবউদ্দিন

Answer – বহলোল লোদি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) সমস্ত শিখদের সঙঘবদ্ধ করে পাঞ্জাবে শিকরাজ্য কে প্রতিষ্ঠা করেছিলেন?

[A] মহারাজ রঞ্জিত সিংহ

[B] গুরু নানক

[C] গুরু গোবিন্দ সিংহ

[D]   গুরু তেগবাহাদুর

Answer – মহারাজ রঞ্জিত সিংহ

১২) আকস্মিকভাবে সিঁড়ি থেকে পড়ে গিয়ে কোন মোগল সম্রাটের মৃত্যু হয়েছিল?

[A] আকবর

[B] হুমায়ুন

[C] জাহাঙ্গীর

[D] ঔরঙ্গজেব

Answer – হুমায়ুন 

১৩) কোন দেশের প্রথায় উৎসাহিত ও প্রভাবিত হয়ে সম্রাট আকবর ভারতে মনসবদারী প্রথা চালু করেন?

[A] মঙ্গোলিয়া

[B] পারস্য

[C] তুরস্ক

[D] আফগানিস্তান

Answer – পারস্য 

১৪) নিচের কোন মোগল সম্রাট ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে ব্রিটিশদের সর্বপ্রথম অনুমতি দিয়েছিলেন?

[A] আকবর

[B] শাহজাহান

[C] জাহাঙ্গীর

[D] বাবর

Answer – জাহাঙ্গীর 

WBPSC Food SI Practice Set 69

১৫) মহারাণা প্রতাপের বিখ্যাত ঘোরার নাম কী ছিল ?

[A] আশ্বন্থামা

[B] চিতোর

[C] চেতক 

[D] দ্রুতি

Answer – চেতক

নতুন চাকরির খবর – Click Here