WBPSC Food SI Practice Set 75 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৭৫ (WBPSC Food SI Practice Set 75)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 75
১) লোকসভার শূন্য কালের স্থায়িত্ব হল-
[A] ৩০ মিনিট
[B] দুই ঘন্টা
[C] এক ঘন্টা
[D] কোন নির্দিষ্ট সময় নেই
Answer – কোন নির্দিষ্ট সময় নেই
২) গণপরিষদের সদস্য সংখ্যা কত ছিল?
[A] ২৯৮ জন
[B] ৪১১ জন
[C] ৩৮৯ জন
[D] ৪৮৭ জন
Answer – ৩৮৯ জন
৩) ক্রিপস মিশন কবে ভারতে আসেন?
[A] ১৯৪৫ খ্রিস্টাব্দে
[B] ১৯৪২ খ্রিস্টাব্দে
[C] ১৯৩৯ খ্রিস্টাব্দে
[D] ১৯৪০ খ্রিস্টাব্দে
Answer – ১৯৪২ খ্রিস্টাব্দে
৪) রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন কেবলমাত্র যার লিখিত সুপারিশের ভিত্তিতে?
[A] প্রধানমন্ত্রীর
[B] লোকসভার অধযক্ষের
[C] ভারতের প্রধান বিচারপতির
[D] কেন্দ্রীয় কর্যাবিনেটের
Answer – কেন্দ্রীয় কর্যাবিনেটের
WBPSC Food SI Practice Set 75
৫) বর্তমানে ভারতের লোকসভার অধ্যক্ষ পদে কে আছেন?
[A] সুষমা স্বরাজ
[B] সুমিত্রা মহাজন
[C] বেঙ্কাইয়া নাইডু
[D] মীরা কুমার
Answer – সুমিত্রা মহাজন
৬) কোন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দুিতায় নির্বাচিত হয়েছিলেন?
[A] কে আর নারায়ণন
[B] নিলাম সঞ্জীব রেড্ডি
[C] ডঃ রাজেন্দ্র প্রসাদ
[D] ডঃ এস রাধাকৃষ্ণন
Answer – নিলাম সঞ্জীব রেড্ডি
৭) প্রধানমন্ত্রী সভাপতি হলেন?
[A] অর্থ কমিশনের
[B] সংখ্যালঘু কমিশনের
[C] পরিকল্পনা কমিশনের
[D] কোনোটিই নয়
Answer – পরিকল্পনা কমিশনের
৮) ভারতের প্রধানমন্ত্রী পদ-
[A] রাষ্ট্রপতি কর্তৃক সৃষ্ট
[B] সংবিধান বহির্ভূত
[C] সংসদ কর্তৃক শ্রেষ্ঠ
[D] সংবিধান কর্তৃক সৃষ্ট
Answer – সংবিধান কর্তৃক সৃষ্ট
৯) বর্তমানে ভারতের রাষ্ট্রপতি পদে কে নিযুক্ত আছেন?
[A] প্রণব মুখোপাধ্যায়
[B] রামনাথ কোবিন্দ
[C] ভি ভি গিরি
[D] শঙ্কর দয়াল শর্মা
Answer – রামনাথ কোবিন্দ
১০) অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অনুপস্থিতিতে লোকসভায় কে সভাপতিত্ব করেন?
[A] মন্ত্রিসভা কর্তৃক মনোনীত কোন সদস্য
[B] অর্ধযক্ষতৃক ঘোষিত সভাপতির তালিকা থেকে একজন
[C] লোকসভার সর্বপেক্ষা গরিষ্ঠ সদস্য
[D] রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত কোন সদস্য
Answer – অর্ধযক্ষতৃক ঘোষিত সভাপতির তালিকা থেকে একজন
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১১) রাষ্ট্রপতি নির্বাচন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়?
[A] ১৯৭৬ খ্রিস্টাব্দে
[B] ১৯৭৫ খ্রিস্টাব্দে
[C] ১৯৭৪ খ্রিস্টাব্দে
[D] ১৯৭৭ খ্রিস্টাব্দে
Answer – ১৯৭৪ খ্রিস্টাব্দে
১২) জেলা সর্বোচ্চ আদালত কোনটি?
[A] জেলা জজের আদালত
[B] মুস্মেফ আদালত
[C] হাইকোর্ট
[D] নেয় পঞ্চায়েত
Answer – জেলা জজের আদালত
১৩) বলপূর্বক শ্রমবিরোধী আইন কবে পাস হয়?
[A] ১৯৭৬ সালে
[B] ১৯৭৯ সালে
[C] ১৯৮০ সালে
[D] ১৯৯৭ সালে
Answer – ১৯৭৬ সালে
WBPSC Food SI Practice Set 75
১৪) রাজ্য বিধানসভার স্পিকার কে পদার যুক্ত করা যায়?
[A] রাজ্যপালের নির্দেশে
[B] রাজ্য বিধানসভার সংখ্যাগুষ্ঠীর সদস্যদের অনুমোদনক্রমে
[C] রাষ্ট্রপতির নির্দেশে
[D] মুখ্যমন্ত্রীর নির্দেশ
Answer – রাজ্য বিধানসভার সংখ্যাগুষ্ঠীর সদস্যদের অনুমোদনক্রমে
১৫) ভারতের দলত্যাগ বিরোধী বিলটি কবে পাস হয়?
[A] ১৯৯০ সালে
[B] ১৯৮৮ সালে
[C] ১৯৮৫ সালে
[D] ২০০১ সালে
Answer – ১৯৮৫ সালে
নতুন চাকরির খবর – Click Here