WBPSC Food SI Practice Set 88 – বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।
ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৮৮ (WBPSC Food SI Practice Set 88)
প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।
WBPSC Food SI Practice Set 88
১) রাষ্ট্রপতি নির্বাচন আইন কত খ্রিস্টাব্দে পাশ হয় ?
[A] ১৯৭৬ খ্রিস্টাব্দে
[B] ১৯৭৫ খ্রিস্টাব্দে
[C] ১৯৭৪ খ্রিস্টাব্দে
[D] ১৯৭৭ খ্রিস্টাব্দে
Answer – ১৯৭৪ খ্রিস্টাব্দে
২) জেলা সর্বোচ্চ আদালত কোনটি?
[A] জেলা জজের আদালত
[B] মুন্সেফ আদালত
[C] হাইকোর্ট
[D] নেয় পঞ্চায়েত
Answer – জেলা জজির আদালত
৩) বলপূর্বক শ্রমবিরোধী আইন কবে পাস হয় ?
[A] ১৯৭৬ সালে
[B] ১৯৭৯ সালে
[C] ১৯৮০ সালে
[D] ১৯৯৭ সালে
Answer – ১৯৭৬ সালে
৪) রাজ্য বিধানসভার স্পিকার কে পদযুক্ত করা যায়?
[A] রাজ্যপালের নির্দেশে
[B] রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠীর সদস্যদের অনুমোদনক্রমে
[C] রাষ্ট্রপতির নির্দেশে
[D] মুখ্যমন্ত্রীর নির্দেশে
Answer – রাজ্য বিধানসভার সংখ্যাগরিষ্ঠীর সদস্যদের অনুমোদনক্রমে
৫) ভারতের দলত্যাগ বিরোধী বিলটি কবে পাস হয় ?
[A] ১৯৯০ সালে
[B] ১৯৮৮ সালে
[C] ১৯৮৫ সালে
[D] ২০০১ সালে
Answer – ১৯৮৫ সালে
WBPSC Food SI Practice Set 88
৬) ভারতের কোন প্রধানমন্ত্রী একদিনও পার্লামেন্টে যোগদান করেননি?
[A] শ্রী আই কে গুজরাল
[B] শ্রী.চরণ সিং
[C] শ্রী রাজীব গান্ধী
[D] শ্রী মোরারজি দেশাই
Answer – শ্রী চরন সিং
৭) রাজস্থান বিধানসভার মোট আসন সংখ্যা কত ?
[A] ২১০ টি
[B] ১০০ টি
[C] ২০০ টি
[D] ২১৫ টি
Answer – ২০০ টি
৮) সংবিধান সংশোধনী বিল কোথায় পাসসংবিধান সংশোধনী বিল কোথায় পাস হতে হয়?
[A] বিধান পরিষদে
[B] শুধুমাত্র লোকসভায়
[C] পার্লামেন্টের উভয়কক্ষে
[D] শুধুমাত্র রাজ্যসভায়
Answer – পার্লামেন্টের উভয়কক্ষে
৯) নবম লোকসভা নির্বাচন হয়েছিলনবম লোকসভা নির্বাচন হয়েছিল কত সালে?
[A] ১৯৯৫ সালে
[B] ১৯৮৯ সালে
[C] ১৯৮৫ সালে
[D] ১৯৭৫ সালে
Answer – ১৯৮৯ সালে
১০) ভারতীয় সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের মধ্যে কোন অধিকার টি প্রথমে ব্যবহৃত হয়েছে
[A] স্বাধীনতার অধিকার
[B] ধর্মীয় স্বাধীনতার অধিকার
[C] কোনোটিই নয়
[D] সাম্যের অধিকার
Answer – সাম্যের অধিকার
১১) সপ্তম বেতন কমিশনের সুপারিশ কবে থেকেসপ্তম বেতন কমিশনের সুপারিশ কবে থেকে কার্যকর হয় ?
[A] জানুয়ারি 2014
[B] জানুয়ারি 2018
[C] জানুয়ারি 2017
[D] জানুয়ারি 2016
Answer – জানুয়ারি 2016
সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন
১২) নিচের কত নং ধারার মৌলিক অধিকার গুলি নাগরিক ও বিদেশী উভয়ই ভোগ করতে পারে?
[A] 14
[ B] 19
[C] 15
[D] 16
Answer – 14
১৩) ভারতের কোন রাজ্যে ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি ?
[A] উত্তর প্রদেশ
[B] রাজস্থান
[C] মধ্যপ্রদেশ
[D] অন্ধ্রপ্রদেশ
Answer – উত্তর প্রদেশ
১৪) একজন নাগরিক ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্যএকজন নাগরিক ব্যক্তিগত স্বাধীনতা রক্ষার জন্য আবেদন করতে পারেন কোথায়?
[A] কেবলমাত্র সুপ্রিমকোর্টে
[B] সংসদে
[C] রাষ্ট্রপতির কাছে
[D] সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে
Answer – সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের
WBPSC Food SI Practice Set 88
১৫) কোন সংবিধান সংশোধনীর সম্পত্তির অধিকার মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ গিয়েছিল?
[A] 43 তম সংশোধনী
[B] 45 তম সংশোধনী
[C] 44 তম সংশোধনী
[D] 42 তম সংশোধনী
Answer – 44 তম সংশোধনী
নতুন চাকরির খবর – Click Here