WBPSC Food SI Practice Set 92 – ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৯২, প্রস্তুতি নিতে শুরু করুন।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

WBPSC Food SI Practice Set 92- বেশ কিছুদিন আগে রাজ্যে Food SI পদে কর্মী নিয়োগ করা হবে তার একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর সেই পরীক্ষা নিয়েই ইতিমধ্যে সবাই চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে। তার জন্যই যারা এখনো সেরকম ভাবে পরীক্ষার প্রস্তুতি নিতে পারে নি। তাদের সুবিধার্থে আমরা বিগত বছরের পরীক্ষার প্রশ্নের ধরনের উপর নির্ভর করে প্র্যাকটিস সেটের প্রশ্ন গুলি করা হয়েছে।

ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেট ৯২ (WBPSC Food SI Practice Set 92)

প্রতিদিনের প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন দেওয়া থাকবে। আজকের ফুড সাব ইন্সপেক্টর প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ ১৫ টি প্রশ্ন রয়েছে। পরীক্ষার্থীদের সুবিধার জন্য প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর নীচে দেওয়া হয়েছ।

WBPSC Food SI Practice Set 92

১) তথ্যের অধিকার আইন কার্যকর হয়েছে কোন সাল থেকে?

[A] ২০০৪

[B] ২০০৫

[C] ২০০৬ 

[D] ২০০৭

Answer – ২০০৫

২) ভারতীয় বায়ুসেনার সর্বোচ্চ কমিশনডরযাঙ্ক কোনটি? 

[A] অ্যাডমিরাল

[B] এয়ার চিফ মার্শাল

[C] ব্রিগেডিয়ার

[D] এয়ার কমান্ডার

Answer – এয়ার চিফ মার্শাল

৩) নতুন রাজ্য গঠনের ক্ষমতা রয়েছে?

[A] সংসদের

[B] স্বরাষ্ট্রমন্ত্রীর

[C] প্রধানমন্ত্রী

[D] রাষ্ট্রপতির

Answer – সংসদের

৪) সংবিধানের৪৪ তম সংশোধনীর মাধ্যমে কোন অধিকারটি মৌলিক অধিকার থেকে আইনগত অধিকারে পরিণত করা হয়?

[A] শিক্ষার অধিকার

[B] আইনগত সুরক্ষার অধিকার

[C] কাজের অধিকার

[D] সম্পত্তির অধিকার

Answer – সম্পত্তির অধিকার

WBPSC Food SI Practice Set 92

৫) ভারতের প্রতিরক্ষা মন্ত্রী কে?

[A] রাজনাথ সিং

[B] নির্মলা সীতারামন

[C] নীতিন গাডকারী

[D] সুরেশ প্রভু

Answer – নির্মলা সীতারামন

৬) লোকসভায় কোন অর্থ বিল পাস হয়ে যাওয়ার পর রাজ্যসভা বিলটি সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ সর্বাধিক কতদিন বিলম্ব করতে পারে?

[A] ১৪ দিন

[B] ১০ দিন

[C] ৬০ দিন

[D] ৩০ দিন

Answer – ১৪ দিন

৭) বিধানসভায় অর্থবিল উত্থাপনের জন্য কার পূর্বানুমতি আবশ্যক?

[A] মুখ্যমন্ত্রী

[B] বিধানসভার স্পিকার

[C] রাজ্যপাল

[D] রাজ্যের অর্থমন্ত্রী

Answer – রাজ্যপাল

৮) অর্থ কমিশন গঠিত হয় একজন সভাপতি ও _ জন সদস্য নিয়ে ?

[A] ৫

[B] ৪

[C] ৭

[D] ৬

Answer – ৪

৯) অর্থ কমিশনের সুপারিশ মানা-

[A] রাস্ট্রপতির কাছে বাধ্যতামূলক নয়

[B] রাষ্ট্রপতির কাছে বাধ্যতামূলক

[C] কোনোটিই নয়

[D] প্রথা হিসেবে পালনীয়

Answer – প্রথা হিসেবে পালনীয়

১০) অর্থকমিশনের সভাপতিকে নিয়োগ করেন –

[A] রাষ্ট্রপতি

[B] প্রধানমন্ত্রী

[C] উপরাষ্ট্রপতি

[D] প্রধান বিচারপতি

Answer – রাষ্ট্রপতি

সমস্ত প্র্যাকটিস সেট দেখার জন্য ছবিতে ক্লিক করুন

১১) ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী অর্থ কমিশন গঠিত হয়েছে?

[A] ২৮০

[B] ২৭৫

[C] ৩২৪

[D] ২৮২

Answer – ২৮০

১২) অর্থ কমিশন গঠিত হয় প্রতি __বছর অন্তর?

[A] ৩

[B] ২

[C] ৫

[D] ৪

Answer – ৫

১৩) কত বছর বয়স পর্যন্ত হাইকোর্টের বিচারপতিরা সম্পদে বহাল থাকেন ?

[A] ৬২ বছর

[B] ৫৮ বছর

[C] ৭০ বছর

[D] ৬৫ বছর

Answer – ৬২ বছর

১৪) সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ছাড়াও আর কতজন বিচারপতি থাকতে পারে?

[A] ৯ জন

[B] ৭ জন

[C] ৩১ জন

[D] ৩০ জন

Answer – ৩০ জন

WBPSC Food SI Practice Set 92

১৫) রাজ্যের প্রধান বিচারালয়ের প্রধান বিচারপতিকে নিয়োগ করেন-

[A] রাজ্যের মুখ্যমন্ত্রী

[B] রাজ্যের রাজ্যপাল

[C] সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

[D] ভারতের রাষ্ট্রপতি

Answer – ভারতের রাষ্ট্রপতি

নতুন চাকরির খবর – Click Here